WBPDCL-র মাধ্যমে DEO,সুপারভাইজার, শিক্ষক, লাইব্রেরিয়ান সহ বহু পদে নিয়োগ, মাধ্যমিক পাশ –

WBPDCL: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। সম্প্রতি The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারভাইজার, ডাটা এন্ট্রি অপারেটর, শিক্ষক এবং অন্যান্য বিভিন্ন পদে মোট ৪৯৯টি শূন্যপদে নিয়োগ করা হতে চলেছে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে শুরু হবে।তবে পদ অনুযায়ী আলাদা আলাদা হবে। আগ্রহী প্রার্থীরা ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন WBPDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে (wbpdcl.co.in) এর মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

নিয়োগের সারাংশ

  • নিয়োগকারী সংস্থা হল: WBPDCL (West Bengal Power Development Corporation Ltd.)
  • পদের নাম সমূহ: Draughtsman, Office Executive, Assistant Manager, Chemist, Operator Technician, Assistant Teacher, Sub Assistant Engineer সহ আরও বহু পদে নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদ: ৪৯৯টি
  • আবেদনের মাধ্যম: অনলাইন মাধ্যমে আবেদন
  • ওয়েবসাইট: wbpdcl.co.in

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে
  • আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত
  • নোটিফিকেশন প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ

শূন্যপদের তালিকা (Post-wise Vacancy)

পদের নামপদসংখ্যা
Assistant Manager (Electrical)37
Assistant Manager (Mechanical)48
Assistant Manager (Instrumentation)37
Assistant Manager (Civil)9
Assistant Manager (IT)19
Assistant Manager (HR&A)17
Safety Officer2
Office Executive40
Draughtsman2
Sub Assistant Engineer (Civil)18
Chemist25
Operation & Maintenance Supervisor (Mechanical)14
Operation & Maintenance Supervisor (Electrical)6
Operator Technician (Fitter)140
Operator Technician (Electrician)60
Assistant Teacher (Various Subjects)23
Librarian2

শিক্ষাগত যোগ্যতা (পদ অনুযায়ী)

  1. Assistant Manager: B.E./B.Tech অথবা MBA/PG Diploma সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে
  2. Safety Officer: Engineering Graduate বা Physics/Chemistry তে স্নাতক পাশ থাকতে হবে
  3. Operation & Maintenance Supervisor/Sub-Assistant Engineer: সংশ্লিষ্ট বিষয়ে Diploma থাকতে হবে
  4. Chemist: B.Sc. (Honours) পাশ থাকতে হবে
  5. Office Executive: Graduate এবং Computer Application-এ Diploma পাশ থাকতে হবে
  6. Draughtsman, Operator Technician: Madhyamik পাশ থাকলেই আবেদন করা যাবে
  7. Assistant Teacher: Graduate বা Master’s + B.Ed পাশ থাকতে হবে
  8. Librarian: Graduate + লাইব্রেরি সায়েন্স ডিগ্রি পাশ থাকতে হবে

বয়স সীমা

  • সর্বোচ্চ বয়স: ৩২ বছর (১৩.১০.২০২৫ অনুযায়ী) বয়স থাকতে হবে
  • সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।

বেতন কাঠামো (Pay Scale)

WBPDCL-এর বিভিন্ন পদে Level 4 থেকে Level 8 পর্যন্ত বেতন স্কেল নির্ধারিত হয়েছে ।

পদের নামবেতন স্কেল (Level)
Assistant Manager₹56,100 – ₹1,77,500 (Level 8)
Safety Officer / Chemist / SAE₹35,400 – ₹1,12,400 (Level 6)
Office Executive / Technician₹25,500 – ₹81,100 (Level 4)
Assistant Teacher / Librarian₹35,400 – ₹1,12,400 (Level 6)

আবেদন মূল্য

  • General / EWS / OBC: ₹1000 টাকা
  • SC / ST / EC / PWBD: ফি লাগবে না

আবেদন পদ্ধতি

১. WBPDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট (wbpdcl.co.in)-এ যেতে হবে
২. “Careers” বা “Recruitment” সেকশনে যেতে হবে
৩. সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পড়ুন এবং Apply Online বাটনে ক্লিক করতে হবে
৪. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে প্রার্থীর তথ্য পূরণ করতে হবে
৫. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে (সার্টিফিকেট, ছবি, স্বাক্ষর)
৬. আবেদন ফি জমা দিন ও ফর্ম সাবমিট করতে হবে
৭. সাবমিট করার পর আবেদন ফর্মের প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে

নির্বাচন প্রক্রিয়া

WBPDCL-এর পক্ষ থেকে লিখিত পরীক্ষা / ইন্টারভিউ অথবা পদ অনুযায়ী উভয় প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কেন আবেদন করবেন?

রাজ্যে সরকারের অধীনে WBPDCL একটি সংস্থা। তাই এই নিয়োগে রাজ্যের স্থায়ী বাসিন্দা বা যোগ্য প্রার্থীদের জন্য একাধিক সুযোগ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে পদও রয়েছে এখানে, তাই নতুন চাকরি প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে চলেছে। ভালো বেতন সহ সরকারি সুবিধা এবং ক্যারিয়ার গ্রোথ — সব কিছুই মিলছে এই এক জায়গায়।

যদি আপনি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং সরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে WBPDCL Recruitment 2025 আপনার জন্য উপযুক্ত একটি সুযোগ হতে পারে।তাই সময়মতো আবেদন করে নিন এবং নিয়োগ সংক্রান্ত আরও আপডেট পেতে WBPDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে পারেন।

দ্রষ্টব্য: এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে তথ্যভিত্তিক ভাবে লেখা হয়েছে এবং WBPDCL-এর অফিসিয়াল নোটিফিকেশনের উপর নির্ভর করে লেখা হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিবেন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment