WB OBC Scholarship 2025: বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক দিক থেকে দূর্বল হওয়া। বিশেষ করে OBC (Other Backward Classes) শ্রেণির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট রয়েছে। অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও টাকার অভাবে মাঝপথে থেমে যেতে বাধ্য হয়। ঠিক এই সমস্যা দূর করতেই পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে OBC দের জন্য Scholarship, যা ২০২৫ সালেও চালু রয়েছে এবং প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত হয়েই চলেছেন।
এই প্রতিবেদনে শুধু মাত্র OBC ছাত্রছাত্রীদের জন্য এক Scholarship নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করছি – কে কে এখানে আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যাবে, আবেদন প্রক্রিয়া কী, প্রয়োজনীয় নথি পত্র এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য।
সম্পর্কিত পোস্ট
সুসংবাদ! মহিলারা পাবেন ₹১৮,০০০ ও পুরুষরা ₹১৩,০০০ আর্থিক সহায়তা, জেনে নিন পুরো আবেদন পদ্ধতি -Labour Card Yojana 2025OBC দের Scholarship কী
Online Application for Scholarship in Studies জল পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণ দপ্তরের একটি স্কলারশিপ পোর্টাল , যার মাধ্যমে অনলাইনে SC, ST এবং OBC ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। এই স্কলারশিপের মূল লক্ষ্য হল পিছিয়ে থাকা শ্রেণির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করানো।
বড় কথা হল এই স্কলারশিপ শুধুমাত্র এককালীন নয়, বরং প্রতি বছর পাওয়া সম্ভব। অর্থাৎ যাঁরা এই স্কলারশিপের আওতায় আসেন, তাঁরা নিজেরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
কে কে আবেদন করতে পারবেন (শুধু OBC ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য)
১. আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীকে সরকারি স্বীকৃত OBC (Other Backward Class) ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে এবং তাঁর কাছে বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
৩. শিক্ষার্থীকে সরকারি অনুমোদিত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়ুয়া হতে হবে। দূরশিক্ষা বা ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য উপযুক্ত হবেন না।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম হতে হবে।
৫. সর্বশেষ পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে
OBC শিক্ষার্থীদের জন্য OASIS স্কলারশিপের পরিমাণ শিক্ষার স্তর অনুযায়ী আলাদা আলাদা:
- মাধ্যমিক স্তরে পড়াশোনা করলে বছরে প্রায় ১২ হাজার টাকা পাবেন
- উচ্চ মাধ্যমিকে হলে বছরে ১৮ হাজার টাকা দেওয়া হবে।
- গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ ৪৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া সম্ভব।
- পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ে বছরে ৪৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
এই টাকা সরাসরি ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়ে থাকবে। অর্থাৎ, বই, খাতা, কোচিং, হোস্টেল ফি, যাতায়াত – সব ক্ষেত্রেই এই টাকা সহায়ক হতে পারে।
আবেদন প্রক্রিয়া: কীভাবে করবেন
OBC স্কলারশিপের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার প্রক্রিয়া দেওয়া হল:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে: https://oasis.gov.in
২. ওখানে গিয়ে ‘Student Registration’ অপশনে ক্লিক করতে হবে এবং আপনার জেলা নির্বাচন করতে হবে
৩. এরপর নিজের নাম, জন্মতারিখ, কাস্ট সার্টিফিকেট নম্বর, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ইত্যাদি দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৪. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
৫. এরপর সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে মূল স্কলারশিপ আবেদন ফর্ম পূরণ করে নিতে হবে।
৬. ফর্ম পূরণের সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বৈধ OBC কাস্ট সার্টিফিকেট
- পারিবারিক বার্ষিক আয় সংক্রান্ত সার্টিফিকেট (BDO বা SDO দ্বারা জারি করা)
- সর্বশেষ পরীক্ষার মার্কশিট
- বিদ্যালয়ের আইডেন্টিটি কার্ড অথবা ভর্তির প্রমাণ
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি (প্রথম পাতার)
- আধার কার্ড
উপরের সকল ডকুমেন্টস আপলোড করার পর ফর্মটি সাবমিট করুন এবং তার একটি প্রিন্ট কপি নিতে হবে । এরপর সেটি সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিন ভেরিফিকেশনের জন্য।
কবে থেকে আবেদন শুরু ও শেষ
প্রতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ থাকে। তবে নির্দিষ্ট তারিখ জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।
যে ভুলগুলো করা উচিত নয়
OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আবেদন করার সময় কিছু সাধারণ ভুল করে বসেন। যেমন:
- কাস্ট সার্টিফিকেট আপলোড না করা বা ভুল আপলোড করা
- পারিবারিক আয় বেশি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে আবেদন করা
- ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া
- বানান ভুল বা তথ্য ভুল লেখা
এইসব ভুলের কারণে আপনার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে বা টাকা পেতে সমস্যাও হতে পারে।
কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ
OBC দের স্কলারশিপ শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য নয়, এটি ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম হবে। অনেক OBC ছাত্রছাত্রী গ্রামের স্কুল বা কলেজে পড়াশোনা করেন, যাঁদের পরিবারে হয়তো দিনে একবার খাবার জোটে। তাঁদের কাছে এই স্কলারশিপ একটি জীবনের সুযোগ হতে চলেছে।
এছাড়াও:
- ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ নিয়ে চিন্তামুক্ত হতে পারে
- কোচিং, গাইড বুক বা প্রাইভেট টিউশন নেওয়া সহজ হয়ে যাবে
- ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়
- পরিবারের উপর বোঝা কমে যাবে
- শিক্ষাজীবন চালিয়ে যেতে উৎসাহিত হয়
এই Scholarship শুধু মাত্র OBC ছাত্রছাত্রীদের জন্য একটি বিশাল সুযোগ নয়, পাশাপাশি যাঁরা শিক্ষিত হতে চান, উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, কিন্তু টাকার কারণে মাঝপথে থেমে থাকে, তাঁদের কাছে এই স্কলারশিপ একটি আলোর দিশা হতে পারে।
আপনি যদি সত্যিই উচ্চশিক্ষা নিতে আগ্রহী হন, আর আপনি যদি OBC শ্রেণিভুক্ত হয়ে থাকেন, তাহলে এই স্কলারশিপ মিস করবেন না। তাই অনলাইনে আবেদন করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করে রাখতে পারেন এবং আপনার শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যান।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You