WB OBC Certificate Validation: রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সম্প্রতি ওবিসি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্যের ৬৬টি সম্প্রদায়কে পুনঃবৈধকরণ বা আধার ও ইনকাম আপডেট (Revalidation) এবং ৭৪টি সম্প্রদায়কে পুনঃপ্রদানের (Re-issuance) মাধ্যমে নতুনভাবে OBC সার্টিফিকেটের আবেদন কথা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংরক্ষণ নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই প্রক্রিয়া চালু করা হয়েছে, যাতে শুধুমাত্র প্রকৃত উপযুক্ত নাগরিকরাই এই সার্টিফিকেট পেতে পারেন।
কেন এই সার্টিফিকেট পুনঃবৈধকরণ প্রয়োজন?
সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য স্তরে সংরক্ষণ ব্যবস্থার স্বচ্ছতা ও বৈধতা রক্ষার্থে রাজ্য সরকার ওবিসি তালিকায় কিছু পরিবর্তন করেছে। এর ফলে:
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme- এখানে কিছু সম্প্রদায়কে তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছিল
- তারপর পরবর্তীতে আবার সেগুলিকে পুনরায় অন্তর্ভুক্ত করছে
এছাড়া আমরা জানি, কেন্দ্রীয় চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য নন-ক্রিমি লেয়ার (Non-Creamy Layer) স্ট্যাটাস অপরিহার্য হয়ে দাড়িয়েছে। এই কারণে, পূর্বে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটগুলির নতুন করে যাচাই করা জরুরি হয়ে দাড়িয়েছে।
পুনঃবৈধকরণ বনাম পুনঃপ্রদান: কোনটি কাদের জন্য?
এই সার্টিফিকেট রিনিউয়াল প্রক্রিয়াটি মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে:
১. পুনঃবৈধকরণ (Revalidation) – ৬৬টি সম্প্রদায়
যেসব সম্প্রদায় পূর্ব থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত আছেন এবং যাঁদের নন-ক্রিমি লেয়ারের স্ট্যাটাস প্রযোজ্য ও বৈধ আছে, তাঁদের সার্টিফিকেট পুনঃবৈধকরণ করা জরুরি হয়ে দাড়িয়েছে।
- শুধুমাত্র অনলাইন আবেদন যথেষ্ট হবে
- কোনোরকম হার্ডকপি জমা দিতে হবে না এক্ষেত্রে
- ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে
২. পুনঃপ্রদান (Re-issuance) – ৭৪টি সম্প্রদায়
যেসব সম্প্রদায় আদালতের নির্দেশে বা সরকারের পুনর্বিবেচনার কারণে পূর্বে বাতিল করা হয়েছিল এবং পরে পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে, তাঁদের নতুন করে আবেদন করতে হবে।
- এর জন্য অনলাইনে আবেদন করতে হবে
- আবেদনপত্রের প্রিন্ট আউট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট BDO অফিসে জমা দেওয়া প্রয়োজন
- যাচাই শেষে নতুন ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হতে পারে
নতুন নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া (ধাপে ধাপে গাইডলাইন)
নিচে আপনি ওবিসি সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, তা ধাপে ধাপে দেওয়া হল।
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে প্রবেশ
প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
https://castcertificatewb.gov.in
সেখানে “OBC Certificate” অপশনটি বেছে নিতে হবে।
ধাপ ২: আবেদন শুরু
- “Apply for OBC” লিঙ্কে ক্লিক করতে হবে
- আপনার যদি পূর্বের ডিজিটাল ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে “Yes” নির্বাচন করতে হবে
- না থাকলে “No” নির্বাচন করে নতুন ফর্মে প্রবেশ করতে হবে
ধাপ ৩: ফর্ম পূরণ
- নাম, পিতার নাম, জন্ম তারিখ লিখুন
- জেলা, মহকুমা, ব্লক/পৌরসভা নির্বাচন করুন
- সম্প্রদায়ের ধরন (OBC-A বা OBC-B) সিলেক্ট করুন
- ব্যক্তিগত তথ্য (মোবাইল নম্বর, ইমেইল, EPIC নম্বর, খাদ্যসাথী নম্বর) দিয়ে দিন
- পিতামাতার চাকরির তথ্য (যদি প্রযোজ্য হয়) ফিলাপ করুন
ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
আবেদনের সময় নিচের ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে:
- আধার কার্ড / ভোটার আইডি কার্ড
- পুরোনো ওবিসি সার্টিফিকেট (যদি থাকে)
- জন্ম সনদ / স্কুল সার্টিফিকেট যে কোনো একটি
- আয়ের শংসাপত্র (পঞ্চায়েত এলাকায় BDO, পৌর এলাকায় EO)
- সার্ভিস রেকর্ড (সরকারি চাকুরিজীবী পিতামাতার ক্ষেত্রে)
ধাপ ৫: আবেদন জমা
ফর্ম পূরণের পর সাবমিট করতে হবে। এরপর দু’টি পথ হতে পারে:
- Revalidation (৬৬টি সম্প্রদায়): এক্ষেত্রে অনলাইনেই যাচাই হবে, হার্ডকপি জমা দিতে হবে না
- Re-issuance (৭৪টি সম্প্রদায়): ফর্মের প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ BDO অফিসে জমা দিতে হবে
BDO অফিসে কীভাবে জমা দেবেন?
যাঁদের পুনঃপ্রদানের প্রয়োজন হবে, তাঁদের জন্য অফলাইন ধাপটি গুরুত্বপূর্ণ হবে:
- অনলাইনে সাবমিট করা আবেদনপত্র প্রিন্ট বের করে নিতে হবে
- প্রিন্ট কপি ও প্রাসঙ্গিক কাগজপত্র (KYC, পুরোনো সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট ইত্যাদি) একত্রিত করতে হবে
- আপনার এলাকার ব্লক অফিসের BCW সেকশনে সরাসরি জমা দিতে হবে
এখান থেকে আবেদন BDO-এর লগইনের মাধ্যমে SDO-র কাছে চলে যাবে যাচাইয়ের জন্য। যাচাইয়ের পর আপনার নতুন ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হতে পারে।
কোন কোন সম্প্রদায় এই নির্দেশিকার আওতায় আছে?
পুনঃবৈধকরণের আওতাধীন ৬৬টি সম্প্রদায়
এই তালিকায় যাঁরা পূর্ব থেকে বৈধ ওবিসি সার্টিফিকেটধারী আছেন এবং যাঁদের সম্প্রদায় এখনও তালিকাভুক্ত রয়েছেন। এদের জন্য শুধুমাত্র অনলাইন রিনিউয়াল প্রয়োজন হবে।
পুনঃপ্রদানের আওতাধীন ৭৪টি সম্প্রদায়
এই সমস্ত সম্প্রদায়গুলি আদালতের নির্দেশে আগে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের শুরুতে আবার তালিকাভুক্ত হওয়ায় এদের জন্য নতুনভাবে আবেদন বাধ্যতামূলক হয়ে উঠেছে।
বিঃদ্রঃ সর্বশেষ সম্প্রদায়ের তালিকা জানতে হলে castcertificatewb.gov.in ওয়েবসাইটে নোটিফিকেশন বিভাগে গিয়ে বিস্তারিত জেনে নিতে হবে ।
বর্তমানে ওবিসি সার্টিফিকেট পুনঃবৈধকরণ ও পুনঃপ্রদান প্রক্রিয়া রাজ্যের লক্ষ লক্ষ নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাড়িয়েছে। এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকার সংরক্ষণ ব্যবস্থার স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে চাইছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইন আবেদন এবং প্রয়োজনে অফলাইনে জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলুন ।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You