জেলা স্বাস্থ্য বিভাগে HS পাশে চাকরির সুযোগ, শুধু ইন্টারভিউ দিলেই কেল্লাফতে – WB Health Recruitment 2025

WB Health Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। জেলা Chief Medical Officer of Health (CMOH),এর তরফে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে যেমন রাঁধুনি, অ্যাটেনডেন্ট ও মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল

এক্ষেত্রে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগের খুঁটিনাটি—

নিয়োগের সারসংক্ষেপ (CMOH Health Job 2025)

বিষয় বস্তু বিস্তারিত তথ্য
সংস্থাCMOH Murshidabad
মোট পদএকাধিক
পদের নামরাঁধুনি (Cook), অ্যাটেনডেন্ট (Attendant), মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার
আবেদন পদ্ধতিসম্পূর্ণ অফলাইন পদ্ধতি
আবেদনের শুরুর তারিখ১৬ সেপ্টেম্বর, ২০২৫ থেকে
আবেদনের শেষ তারিখ৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত 
অফিসিয়াল ওয়েবসাইটwww.murshidabad.gov.in

শূন্যপদের বিবরণ (Vacancy Details)

পদের নামশূন্যপদ
Cook (রাঁধুনি)১টি
Attendant (সহায়ক)১টি
Medical Social Worker১টি
মোট৩টি

শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria)

প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন রয়েছে। তাই নিচে পদ অনুযায়ী বিস্তারিত দেওয়া হলো—

১. Cook (রাঁধুনি)

  • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HS) পাশ থাকতে হবে
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেতে পারেন।

২. Attendant (সহায়ক)

  • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন

৩. Medical Social Worker

  • যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (BA/BSc/BCom) পদশ করতে হবে 
    • কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আবশ্যক এক্ষেত্রে

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী নিচের মতো থাকতে হবে:

  • সর্বনিম্ন বয়স: ২০ বছর থেকে আবেদন করতে পারবেন
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর বয়স থাকতে হবে

তবে এক্ষেত্রে প্রযোজ্য থাকলে সরকারি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো (Salary Structure)

পদের নামমাসিক বেতন
Cook₹৮,০০০/-
Attendant₹৫,০০০/-
Medical Social Worker₹১৮,০০০/-

এক্ষেত্রে বেতন রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রদান করা হবে।

আবেদন ফি (Application Fees)

প্রার্থীর শ্রেণিআবেদন ফি
সকল প্রার্থীর₹৫০/- অথবা ₹১০০/- (বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জেনে নিবেন )

আবেদন ফি মানি অর্ডার/ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে দেখে নিবেন।

আবেদন পদ্ধতি (How to Apply)

এই নিয়োগের জন্য আবেদন সম্পূর্ণ অফলাইনে জমা নেওয়া হবে। আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

আবশ্যক পদক্ষেপ:

  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • নির্ভুলভাবে আবেদনপত্র পুরন করতে হবে 
  • প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে (যোগ্যতা, বয়স, পরিচয় প্রমাণ)
  • আবেদনপত্র একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে

এই নিয়োগের আবেদন জমার ঠিকানা ও বিজ্ঞপ্তির পূর্ণ বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: www.murshidabad.gov.in

গুরুত্বপূর্ণ নথিপত্র (Documents Required)

  1. মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সমূহ
  2. স্নাতক ডিগ্রি (পদ অনুযায়ী প্রযোজ্য হলে) এর ডকুমেন্টস
  3. কম্পিউটার সার্টিফিকেট (Medical Social Worker পদের জন্য)
  4. আধার কার্ড/ভোটার কার্ড (ID Proof) সবক্ষেত্রেই লাগবে
  5. জন্মতারিখের প্রমাণ বা মাধ্যমিক এডমিট কার্ড
  6. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি (২ কপি)
  7. আবেদন ফি জমার রসিদ কপি

নির্বাচনের পদ্ধতি (Selection Process)

নির্বাচন হবে নিচের ধাপগুলির মাধ্যমে—

  • আবেদনপত্র যাচাই করা হবে
  • ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে
  • ইন্টারভিউ (প্রয়োজনে লিখিত পরীক্ষাও হতে পারে) নিয়ে নিয়োগ পদ্ধতি শেষ করা হবে

তবে বাছাই হওয়া প্রার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হতে পারে।

গুরুত্বপূর্ণ FAQ

প্রশ্ন: এই চাকরিতে আবেদন কি শুধুমাত্র মুর্শিদাবাদের প্রার্থীরা করতে পারবেন?

উত্তর: না, পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থী আবেদন জানাতে পারেন, তবে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

প্রশ্ন: আবেদনপত্র কোথায় পাওয়া যাবে?

উত্তর: অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

প্রশ্ন: আবেদন কি কেবল ডাকযোগে পাঠাতে হবে?

উত্তর: হ্যাঁ, আবেদন শুধুমাত্র ডাকযোগে বা হাতে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

প্রশ্ন: আবেদন ফি কত?

উত্তর: ₹৫০/- বা ₹১০০/- নির্দিষ্ট পদের উপর নির্ভর করে। অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়তে হবে।

পরিশেষে বলা যায় WB Health Recruitment 2025 স্বাস্থ্য জেলার স্বাস্থ্য বিভাগে এই নিয়োগ হলো পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি সুযোগ, বিশেষ করে যারা স্বাস্থ্য দপ্তরের আওতায় সরকারি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন।এক্ষেত্রে আবেদন পদ্ধতি সহজ, এবং যোগ্যতা সাধারণ। তাই যাঁরা সরকারি চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এটি একটি আদর্শ সুযোগ।

আবেদন করার শেষ দিন ৮ অক্টোবর, ২০২৫ — সময় থাকতেই আবেদন করে নিন।

 গুরুত্বপূর্ন লিংক:

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!