WB Govt Yuva Scheme Apply 2026: মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্প গুলিতে রাজ্যে সাধারণ মহিলা এবং বেকার যুবক-যুবতীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। তারই মধ্যে বেশ জনপ্রিয় একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা প্রদান করা। রাজ্যের যে সমস্ত শিক্ষিত বেকার যুবক-যুবতী দীর্ঘদিন যাবত চাকরির সন্ধান করছেন অথচ সরকারি চাকরির করা হয়ে উঠছে না তারা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। তাই আপনারা যারা রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা পেতে চান তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
আজকের প্রতিবেদনে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা – যুবশ্রী প্রকল্প কি? প্রকল্পে আবেদনের যোগ্যতা কি? আবেদন পদ্ধতি? প্রয়োজনীয় নথিপত্র প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে যুবশ্রী প্রকল্পের অংশগ্রহণ করুন।
সম্পর্কিত পোস্ট
কন্যা সন্তান থাকলে এককালীন ৫০ হাজার, সঙ্গে বছরে ১ হাজার অনুদান - WB Govt Helpful Schemeযুবশ্রী প্রকল্প কি?
যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক উদ্যোগ, যার উদ্দেশ্য শিক্ষিত বেকার যুবক–যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হয়। ২০১৩ সালে এই স্কিম লঞ্চ করে পশ্চিমবঙ্গ সরকার। এই স্কিমের অধীনে রাজ্যের বেকার যুবকদের মাসিক ১,৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। বর্তমানে যুবশ্রী প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের ১৮ থেকে ৪৫ বছর বয়সী সকল যুবক-যুবতীরা যুবশ্রী প্রকল্পে আবেদন জানাতে পারবেন। কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই যুবশ্রী প্রকল্প বছরের পর বছর ধরে চালিয়ে আসছে রাজ্য সরকার।
আবেদন যোগ্যতা:
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে সকলে আবেদন জানাতে পারবেন না, এখানে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
• আবেদন কারিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদনকারির বয়স নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে।
• যে সমস্ত বেকার যুবক যুবতীদের চাকরি নেই তারা আবেদন জানাতে পারবেন।
• Employment Bank রেজিস্টার্ড থাকতে হবে।
• আবেদনকারির ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে।
• অন্য কোনও সরকারি অনুদান নিচ্ছেন না এমন যুবক যুবতীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
যুবশ্রী স্কিমের জন্য আবেদন জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল www.employmentbankwb.gov.in সাহায্য নিতে হবে। এই ওয়েবসাইটের হোমপেজে Job seeker অপশনে ক্লিক করুন। তার পর নতুন এনরোলমেন্ট জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় তথ্য যেমন- নাম, ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে ফর্মটি সম্পন্ন করতে হবে। আবেদনের ফরমটি পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য যুবক-যুবিদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন।
প্রয়োজনীয় নথিপত্র:
পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা ভাতা পেতে চান তাদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো হলো –
১. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ড।
২. জন্ম প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা অন্যান্য জন্ম প্রমান পত্র।
৩. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
৪. ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি (অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, নাম স্পষ্ট থাকতে হবে)।
৫. বেকারত্ব সংক্রান্ত নথি যথা- Self Declaration / Unemployment Certificate (চাকরিতে নিযুক্ত নন এমন ঘোষণা পত্র)।
৬. আবেদনকারী যুবক-যুবতির আয় শংসাপত্র (স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা ইস্যুকৃত) প্রভৃতি।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You










