WB Govt Scheme : পশ্চিমবঙ্গের বেকারদের জন্য কে রাজ্য সরকারের এক নতুন উদ্যোগ যার মাধ্যমে মাসে মাসে বেকারদের ভাতা প্রদান করা হয়ে থাকে।আপনি কিংবা আপনার পরিবারের যে কেউ যদি অষ্টম শ্রেণী পাস করে থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন অনায়াসে তবে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে প্রার্থীর আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের কোন না কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে হবে না। আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান বা আবেদন করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন
WB Yuvashree প্রকল্পের উদ্দেশ্য কী?
বর্তমানে বেকারত্ব দেশের একটি অন্যতম বড় সমস্যা। বিশেষ করে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করার পর অনেকেই উপযুক্ত চাকরি পান না। অনেকে নিজের পড়াশোনা চালাতে পারছেন না শুধু অর্থাভাবের কারণে। এসব চিন্তা করেই রাজ্য সরকার Yuvashree প্রকল্প চালু করেছে, যেখানে মাসে ₹১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বেকার যুব সমাজকে। এই টাকাটা কোনো কাজের পরিবর্তে নয়, বরং স্বনির্ভরতা গড়ে তোলার জন্য একটি স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeকে কে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?
এই প্রকল্পের সুবিধা নিতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়—
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে
- আবেদনকারীর Employment Exchange-এ নিবন্ধিত হতে হবে
- এক্সচেঞ্জ কার্ড থাকা আবশ্যক
- যাঁরা সরকার বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাঁরাই কেবলমাত্র এই ভাতা পাবেন
প্রকল্পের সুবিধা ও বৈশিষ্ট্য
- মাসিক ₹১৫০০ টাকা ব্যাংক একাউন্টে জমা পড়ে
- অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়
- কোনো অফিসে ঘুরতে হয় না, ঘরে বসেই আবেদন সম্ভব
- আবেদন করলে সরকারিভাবে যাচাই করে যোগ্য প্রার্থীদের তালিকাভুক্ত করা হয়
- একবার তালিকায় নাম উঠলে, প্রতি মাসে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার হয়
WB Yuvashree প্রকল্পের জন্য দরকারি নথিপত্র
WB Yuvashree প্রকল্পে আবেদন করার আগে আপনাকে নিচের নথিগুলি প্রস্তুত রাখতে হবে:
- আধার কার্ড
- ভোটার আইডি কার্ড
- ব্যাংক পাসবুক (ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক)
- Employment Exchange কার্ড
- মাধ্যমিক / অষ্টম শ্রেণির মার্কশিট
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি
- বাসস্থানের প্রমাণপত্র (যেমন বিদ্যুৎ বিল বা রেশন কার্ড)
WB Yuvashree প্রকল্পে অনলাইনে আবেদন করার ধাপগুলি
ধাপ ১: প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে যান
ধাপ ২: সেখানে “New Enrollment Job Seeker” অপশনটি বেছে নিন
ধাপ ৩: নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন
ধাপ ৪: আপনার তথ্য যাচাই হওয়ার পর আপনি পাবেন এক্সচেঞ্জ কার্ড
ধাপ ৫: এরপর Youth Allowance (Yuvashree) প্রোগ্রামে Apply Now বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করুন
ধাপ ৬: আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন
ধাপ ৭: ফাইনাল সাবমিট করার পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন, সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন
WB Yuvashree প্রকল্প – তথ্য টেবিল (Quick Summary)
বিষয়ের নাম | বিস্তারিত |
---|---|
প্রকল্পের নাম | যুবশ্রী প্রকল্প |
পরিচালনাকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
উপকারভোগী | বেকার যুবক-যুবতী |
মাসিক ভাতা | ₹১৫০০ |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ |
ন্যূনতম বয়স | ১৫ বছর |
দরকারি নথিপত্র | আধার, ভোটার কার্ড, ব্যাংক ডিটেইলস, এক্সচেঞ্জ কার্ড |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | employmentbankwb.gov.in |
কেন WB Yuvashree প্রকল্প আলাদা?
রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পের মতো যুবশ্রী প্রকল্পও অন্যতম গুরুত্বপূর্ণ। তবে যুবশ্রী প্রকল্প আলাদা কারণ এটি বেকারত্ব দূরীকরণে সরাসরি ভূমিকা পালন করে। যেখানে অন্যান্য প্রকল্প শিক্ষার্থী বা গৃহবধূদের জন্য, সেখানে যুবশ্রী প্রকল্প যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে।
এই টাকাটা দিয়ে কেউ চাইলে নিজের কোনও ছোট ব্যবসা শুরু করতে পারেন, যেমন—
- মোবাইল রিচার্জের দোকান
- টিউশন পড়ানো
- ছোট হস্তশিল্পের ব্যবসা
- ফুড ডেলিভারি পার্টনার হওয়া
- ডেটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং করা
WB Yuvashree প্রকল্প – প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১: WB Yuvashree প্রকল্প কাদের জন্য?
উত্তর: এই প্রকল্প রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যারা ১৫ বছরের উপরে এবং কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ।
প্রশ্ন ২: আমি কি মাধ্যমিক পাশ না হলেও আবেদন করতে পারব?
উত্তর: হ্যাঁ, ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলেই এই প্রকল্পে আবেদন করা যায়।
প্রশ্ন ৩: এই টাকা কোথায় জমা পড়ে?
উত্তর: টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়।
প্রশ্ন ৪: আমি এখনো এক্সচেঞ্জ কার্ড বানাইনি। আবেদন করতে পারব?
উত্তর: না, আগে Employment Exchange-এ নাম রেজিস্টার করে এক্সচেঞ্জ কার্ড সংগ্রহ করতে হবে।
প্রশ্ন ৫: কতদিনে টাকা পাওয়া যায়?
উত্তর: আবেদন জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া শেষে টাকা দেওয়া শুরু হয়। সাধারণত ১-২ মাস সময় লাগে।
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প এক দারুন উদাহরণ হিসেবে রয়েছে। এখানে আপনি একবার আবেদন করলে ঘরে বসে প্রতি মাসে লক্ষীর ভান্ডার এর মত ভাতা পেতে পারেন। আপনি কি বা আপনার পরিবারের যদি কেউ অষ্টম শ্রেণী পাস করে থাকে এবং সে বেকার হয়ে থাকে তাহলে এই প্রকল্পের সুযোগ আজ এই নিয়ে ফেলুন।উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। তবে আবেদন করার পূর্বে প্রার্থীরা আরও বিস্তারিত জেনে নিবেন।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You