WB Govt Scheme For Aspirants: রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। যার সুবিধা রাজ্যের ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপভোগ করে থাকেন। রাজ্য সরকারের এমনই এক প্রকল্প হলো যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বিশেষ সহযোগিতা প্রদান করা হয়। উক্ত সহায়তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা প্রয়োজন রয়েছে তারা যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে আবেদন করে সহযোগিতা পেতে পারেন।
আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- যোগ্য শ্রী প্রকল্প কি? এই প্রকল্পে কারা আবেদন জানাতে পারবেন? আবেদন পদ্ধতি? প্রয়োজনে নথিপত্র? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্হণ করুন।
যোগ্যশ্রী প্রকল্প কি?
যোগ্যশ্রী হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক সামাজিক/শিক্ষাগত প্রকল্প যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন JEE, NEET, WBJEE ইত্যাদি) এবং সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষায় (ব্যাংক, রেল, পোস্ট অফিস, পুলিশ, আধাসামরিক, অন্যান্য সরকারি চাকরি) ছাত্র–ছাত্রীদের বিনামূল্যে কোচিং / প্রস্তুতি প্রদান করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মেধাবী, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা বা সুবিধাপ্রাপ্ত নন–শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা বা সরকারি চাকরিতে সুযোগ তৈরি করা সুবিধা পাওয়া যায়।
JEE, NEET, WBJEE-এর মতো প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার জন্য বিনা-মূল্যে কোচিং / প্রাক-পরীক্ষা প্রস্তুতি। সরকারি চাকরির (ব্যাংক, রেল, পোস্ট, পুলিশ ইত্যাদি) প্রস্তুতির জন্য কোচিং। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, শুধু কোচিং নয় এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাসিক ৩০০ টাকা স্টাইপেন্ডও দেওয়া হচ্ছে।
আবেদন যোগ্যতা:
শুরুতে যোগ্যশ্রী প্রকল্পটি ছিল মূলত তফসিলি জাতি / তফসিলি উপজাতি (SC / ST / Adivasi) ছাত্র-ছাত্রীদের জন্য। তবে ২০২৪–২০২৫ সালের ঘোষণা অনুযায়ী, এখন সাধারণ অর্থাৎ জেনারেল, OBC এবং সংখ্যালঘু ছেলেমেয়ারাও আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী যে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে যাবতীয় নথিপত্র থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
যোগ্য প্রার্থীরা অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে — নিজ জেলার যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ক্ষেত্রে সাধারণভাবে নির্ধারিত কিছু যোগ্যতা বা মান (যেমন – আগের বোর্ড পরীক্ষায় ফল) থাকতে পারে — নানা সময় পরিবর্তন হতে পারে, তাই আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়। অনলাইন আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র:
১. আবেদনকারীর Aadhaar Card (আধার কার্ড), পরিচয় পত্র এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
২. আবেদন কারির সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি (Passport-size )।
৩. আবেদন কারির বাসস্থানের শংসাপত্র / ঠিকানার প্রমাণ (Domicile বা Residence certificate)।
৪. সামাজিক শ্রেণি / জাতিগত প্রমাণ (যদি আপনি SC / ST / OBC / সংখ্যালঘু / অন্য কোনো সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন করেন)।
৫. পারিবারিক বা ব্যক্তিগত আর্থিক আয়ের প্রমাণ (Income certificate / family income certificate), কারণ এই প্রকল্পের সুবিধা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা নির্ধারিত আয় সীমার নিচে পড়া প্রার্থীদের দেওয়া হয়।
৬. আবেদনকারী ছাত্র-ছাত্রীর একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, যাতে স্কলারশিপ/স্টাইপেন্ড পাঠানো যায়।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You










