মমতা দিচ্ছে ছেলেদের ১ লক্ষ এবং মেয়েদের ১.৫ লক্ষ! তাড়াতাড়ি আবেদন করুন এই প্রকল্পে – WB Government Gatidhara Scheme

WB Government Gatidhara Scheme: গতিধারা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকদের ১ লক্ষ টাকা এবং যুবতীদের ১.৫ লক্ষ টাকা প্রদান করছে‌ পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) এর মতে, গতিধারা প্রকল্পটি কেবল বেকার যুবকদের উপার্জনে সহায়তা করেনি, বরং বাংলার অটো শিল্পকে চুক্তিবদ্ধ হতেও বাধা দিয়েছে। এই গতিধারা স্কিমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করছে সরকার। এর ফলে দীর্ঘদিন যাবত যে সমস্ত যুবক-যুবতীরা নিজের গাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন অথচ আর্থিক অনটনের কারণে পারছিলেন না তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন।

আজকের প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- গতিধারা প্রকল্প কি? গতিধারা প্রকল্পে উদ্দেশ্য? গতিধারা প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায়? গতিধারা প্রকল্পের আবেদন যোগ্যতা? গতিধারা প্রকল্পে আবেদন পদ্ধতি? প্রভৃতি আলোচনা করা হলো। তাই যে সমস্ত যুবক-যুবতীরা নিজের গাড়ি কেনার স্বপ্ন দেখছেন তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

সম্পর্কিত পোস্ট

কন্যা সন্তান থাকলে এককালীন ৫০ হাজার, সঙ্গে বছরে ১ হাজার অনুদান - WB Govt Helpful Scheme

গতিধারা প্রকল্প:

গতিধারা প্রকল্প (Gatidhara Scheme) হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি চাকরি ও স্ব-কর্মসংস্থান সংশ্লিষ্ট প্রকল্প, যা মূলত রাজ্যের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে সরকার বেকার ব্যক্তিদের ট্যাক্সি, অটোরিকশা, বাস বা অন্যান্য বাণিজ্যিক গাড়ি কিনে পরিচালনার জন্য আর্থিক সহায়তা দেয় এবং পরিবহন খাতে নিজের ব্যবসা শুরু করতে উৎসাহিত করে। এই প্রকল্পে বাণিজ্যিক গাড়ি কেনার জন্য সরকার থেকে ভর্তুকি পাওয়া যায়। প্রকল্পে আবেদন কারিদের সাধারণত সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হয়। গতিধারা প্রকল্প রাজ্যের যুবকদের জন্য গাড়ি পরিচালনা করে আয় করার সুযোগ দেয় যাতে তারা নিজের ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারে

প্রকল্পের উদ্দেশ্য:

১. স্ব-কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকার যুবকদের নিজের অর্থ উপার্জনের সুযোগ তৈরি করা।
২. রাজ্যের গ্রাম ও শহর অঞ্চলে পরিবহন পরিষেবা উন্নয়ন করা
৩. বাণিজ্যিক গাড়ি কেনার জন্য সরকার থেকে ভর্তুকি প্রদান ব্যবস্থা করা।

গতিধারা প্রকল্পে আবেদন যোগ্যতা:

গতিধারা প্রকল্পে আবেদন করার সময় আপনাকে নিচের শর্তগুলো মানতে হবে, যেমন –

  • • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • • আবেদন কারির বয়স 20 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর প্রার্থী যথা- SC/ST/OBC শ্রেণির জন্য বয়সের ছাড় দেওয়া হয় (SC/ST জন্য প্রায় 5 বছর, OBC জন্য প্রায় 3 বছর বয়সের ছাড় রয়েছে)।
  • • আবেদনকারীর পরিবারের মোট মাসিক আয় অবশ্যই 25,000 বা তার কম হতে হবে।
  • • আবেদনকারীর নাম শ্রম দফতরের Employment Bank/Unemployment রেজিস্টারে নথিভুক্ত থাকতে হবে।
  • • একজন পরিবারে শুধুমাত্র একজন সদস্যই গতিধারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন; একই পরিবারের একাধিক সদস্য আবেদন করতে পারবেন না।

গতিধারা প্রকল্প আবেদন পদ্ধতি:

এই প্রকল্পে আবেদনের জন্য অফলাইনে নথি সহ আবেদনপত্র পূরণ করে আঞ্চলিক পরিবহন অফিসে জমা দিতে হবে। তারপর সেখানে আবেদন মঞ্জুর হলে পছন্দের ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে। এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে সর্বপ্রথম Employment Bank নাম রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার জন্য আবশ্যকীয় নথি প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনীয় নথির লিস্ট উপরে উল্লেখিত রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হলে অনুমোদিত গাড়ি-ডিলারের কাছে আবেদন এবং কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা করার পর পরিবহন দফতর আবেদন যাচাই করবে। আবেদন পত্রটি যাচাই হলে ভর্তুকি + ঋণ দিয়ে গাড়ি কিনতে পারবেন।

আরও পড়ুন

রাজ্য সরকার দিচ্ছে মাসে মাসে ভাতা! কোন কাজ না করে ব্যাঙ্ক একাউন্টে পাবেন - দেখুন বিস্তারিত - WB Govt Bekar Vata Scheme

Leave a Comment