টাটা TCS দিচ্ছে ঘরে বসে আয়ের সুযোগ! সর্বাধিক ৩৫ হাজার আয়, দেখুন বিস্তারিত – TATA TCS Work From Home

TATA TCS Work From Home: বর্তমানে দেশজুড়ে কাজের সুযোগের অভাব দেখা যাচ্ছে, একাদিকে বেকারত্বের চাপ অন্যদিকে নারীদের কর্মসংস্থানে নানা অসুবিধা — এই তিনটি বিষয় অনেক ভারতীয়ের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাঝেই ভারতের অন্যতম সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) একটি অভিনব এবং যুগোপযোগী পদক্ষেপ নিয়ে ফেলেছে। জানা যায়, এবার ২০২৫ সালে তারা Work From Home Job যা ১০ম শ্রেণি উত্তীর্ণ যেকোনো ব্যক্তিকে সুযোগ দিতে চলেছে, এমনকি ফ্রেশাররাও করতে পারবেন।

বড় কথা হলো, এই চাকরির জন্য প্রার্থীকে অফিসে আসতে হবে না, ঘরে বসেই করা যাবে সমস্ত কাজ ধাজ। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, মাসিক বেতন ₹১৮,০০০ থেকে শুরু করে ₹৩৫,৬০০ পর্যন্ত হতে পারে তবে তা ফিক্সড নয়। আসুন বিস্তারিত জানি এই নিয়োগ সংক্রান্ত প্রতিটি তথ্য।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

TCS Work From Home Job 2025: সারাংশ

বিষয়বিস্তারিত
কোম্পানিটাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)
পদের ধরনWork From Home (দূর থেকে কাজ)
বেতন₹১৮,০০০ – ₹৩৫,৬০০
যোগ্যতান্যূনতম ১০ম শ্রেণি পাশ
আবেদন প্রক্রিয়াঅনলাইন
আবেদন শুরুর তারিখ২৫ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ৩১ অক্টোবর ২০২৫
চাকরির ধরনফুল টাইম / পার্ট টাইম
অভিজ্ঞতাফ্রেশার এবং অভিজ্ঞ, উভয়ই যোগ্য

এই কাজের জন্য কে আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে, এই নিয়োগে TCS সংস্থা একেবারে স্পষ্ট করে বলেছে যে নারী, ছাত্র এবং ফ্রেশারদের অগ্রাধিকার দেওয়া হবে। নিচে দেখে নেওয়া যাক কে কে এই পদে আবেদন করতে পারবেন:

  1. ১০ম / ১২শ শ্রেণি পাশ প্রার্থী তবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
  2. আইটি বা নন-আইটি বিভাগে ডিপ্লোমা / গ্র্যাজুয়েট
  3. বাড়িতে বসে কাজ করতে ইচ্ছুক মহিলাদের
  4. যারা অতীতে কোনো চাকরি করেননি বা সদ্য পড়াশোনা শেষ করেছেন
  5. প্রাথমিক কম্পিউটার জ্ঞান রয়েছে এমন প্রার্থীদের
  6. যাদের ইন্টারনেট ব্যবহারে দক্ষতা রয়েছে

বয়সসীমা:

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছরের মধ্যে থাকতে হবে
  • সর্বোচ্চ বয়স: নির্দিষ্ট নয় তবে অধিকাংশ ক্ষেত্রে ৩৫–৪০ এর মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে

আবেদন কীভাবে করবেন?

আবেদন পদ্ধতিটি একেবারে অনলাইনে থাকবে এবং ঘরে বসেই করা সম্ভব। TCS-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হয়ে থাকে ।

আবেদন করতে যা যা লাগবে:

  • প্রার্থীর নাম ও ঠিকানা পূরণ করা
  • বৈধ মোবাইল নম্বর ও ইমেইল থাকা
  • শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি করা
  • আধার কার্ড / ভোটার আইডি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস (বেতন পাঠানোর জন্য)

ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া:

  1. প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম খুলতে হবে।
  2. দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে হবে।
  3. তৃতীয় ধাপ: ফর্ম সাবমিট করুন এবং আপনার রেজিস্ট্রেশন আইডি সংগ্রহ করতে হবে।
  4. চতুর্থ ধাপ: আপনার ইমেইলে ইন্টারভিউ ডেট বা পরবর্তী আপডেট চলে আসবে।

নির্বাচনের পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না।

  1. শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হতে পারে তবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  2. নির্বাচিত হলে আপনার মোবাইলে / ইমেইলে জয়েনিং চিঠি পাঠানো হতে পারে।
  3. জয়েনিং নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে পারে।

বেতন কাঠামো ও সুবিধা

বিভাগপরিমাণ
মাসিক বেতন₹১৮,০০০ – ₹৩৫,৬০০ আনুমানিক
ইন্টারনেট ভাতাদেওয়া হয়ে থাকে
স্কিল ট্রেনিংঅনলাইন প্রশিক্ষণ দেওয়া হয়
কর্মঘণ্টাফ্লেক্সিবল
অন্যান্য সুবিধাপারফরমেন্স ইনসেন্টিভ

এছাড়াও আপনি বাড়িতে বসেই কাজ করার জন্য TCS থেকে প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে থাকে ও গাইডলাইন পেয়ে যাবেন সহজেই।

এই চাকরি কেন অনন্য?

TCS এর এই উদ্যোগ অনেকের জন্য একটি নতুন আলো হতে চলেছে। বিশেষ করে যারা…

  1. বাচ্চা সামলানোর পাশাপাশি আয় করতে পারবেন
  2. পড়াশোনার ফাঁকে ইনকাম করার সুযোগ থাকছে
  3. গ্রামে বসে কোনো ভালো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন
  4. অফিসে যেতে হবে না, কিন্তু দক্ষতা রয়েছে

এদের জন্য এই কাজ আদর্শ হতে চলেছে।

সাম্প্রতিক আপডেট (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)

  • গ্রামীণ যুবকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হতে হবে
  • মহিলাদের জন্য স্পেশাল স্কিম দেওয়া হবে 
  • দীপাবলির আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা করা হয়েছে বলে জানা যায়
  • অনলাইন ট্রেনিং ও হেল্প ডেস্ক সুবিধা দেওয়া

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • অবশ্যই আবেদন করতে দেরি করবেন না। শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত করা হয়েছে
  • এক্ষেত্রে অবশ্যই কোনো তৃতীয় পক্ষকে টাকা দেবেন না। আবেদন পুরোপুরি ফ্রি হয়ে থাকে।
  • অফিসিয়াল সাইট ছাড়া অন্য কোথাও নিজের তথ্য সাবমিট করবেন না।

পরিশেষে বলা যায়, TCS-এর এই Work From Home Job 2025 উদ্যোগ বাস্তবিক অর্থেই অনেকের জীবন বদলে দিতে চলেছে। আজকের এই ডিজিটাল যুগে ঘরে বসেই কাজ করার পর অর্থ উপার্জনের সুযোগ খুবই প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে মহিলাদের ও ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত হতে চলেছে। শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি, সময় ম্যানেজমেন্ট আর সামান্য স্কিল থাকা।

এই কাজ শুধুই আয়ের উৎস নয়, বরং ভবিষ্যতে আইটি জগতে প্রবেশের সিঁড়ি হতে পারে আপনার জন্য।

আপনার যদি ন্যূনতম কম্পিউটার জ্ঞান ও ইন্টারনেট জ্ঞান থাকে, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। আজই আবেদন করে ফেলুন, ক্যারিয়ারের প্রথম ধাপ হোক ঘর থেকেই।

আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী লেখা হয়েছে। কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না। এক্ষেত্রে বিনামূল্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 

Source : Visit Now

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!