রাজ্য সরকার দিচ্ছে ১০,০০০ টাকা! সরকারের এই প্রকল্পে পড়ুয়ারা পাবেন সুবিধা- Taruner Swapna Prakalpo 2025

Taruner Swapna Prakalpo 2025: পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্কুল পরুয়া ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কয়েকটি হলো শিক্ষাশ্রী, সবুজশ্রী এবং সবলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে একাধিক শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। করোনা মহামারীর সময় ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের পঠন পাঠন অব্যাহত রাখতে পারে তার জন্য রাজ্য সরকার নতুন যে প্রকল্পের সূচনা করে ছিলেন তার নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্প ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে এবং পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার্থে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক অনুদান প্রদান ব্যবস্থা করেছেন।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর কয়েক লক্ষ ছাত্রছাত্রী সুবিধা গ্রহণ করেন। বর্তমান শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৫ সালেও ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার আর্থিক অনুদান প্রদান শুরু হয়েছে। তবে এবারে তরুণের স্বপ্ন প্রকল্পে নতুন কিছু নিয়ম সংযোজিত হয়েছে। তাই আপনি যদি একজন শিক্ষার্থী অথবা অভিভাবক হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে‌ তরুণের স্বপ্ন প্রকল্পে নতুন কি নিয়ম সংযোজিত হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

তরুণের স্বপ্ন প্রকল্প:

করোণা মহামারীর পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে অনলাইন ক্লাস এর প্রয়োজন হয়। তবে সরকারি বিদ্যালয়গুলির অধিকাংশ ছাত্র ছাত্রীর অভিভাবগন অনলাইন ক্লাসের জন্য ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন অথবা ট্যাবলেট তুলে দিতে অক্ষম, তাই রাজ্য সরকার সমস্ত বিদ্যালয়ের পাঠরত একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন বা ট্যাবলেট কেনার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন এবং এই প্রকল্পের নাম দিয়েছেন তরুনের স্বপ্ন। তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের কিছুদিনের মধ্যেই ছাত্র-ছাত্রীদের একাউন্টে দশ হাজার টাকা প্রদান করা হয়।

পরবর্তীকালে ছাত্রছাত্রীরা সেই অর্থ দিয়ে স্মার্টফোন অথবা ট্যাবলেট ক্রয় করতে পারেন। সাম্প্রতিককালে তরুণের স্বপ্ন প্রকল্পে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ধরা পড়েছে। তাই রাজ্য সরকার ২০২৫ সালের জন্য এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রুখতে রাজ্য সরকারের নতুন এই পদক্ষেপ।

২০২৫ সালের নতুন আপডেট:

ইতিপূর্বে ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার পর সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা চলে আসত। কিন্তু এবার নিয়মে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে পরিবর্তনটি এসেছে তা হলো Self-Declaration বা স্ব-ঘোষণা। স্কুল থেকে পোর্টালে তথ্য আপলোড করার পর পড়ুয়ার মোবাইলে একটি SMS আসবে।

এরপর পড়ুয়াকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করে Self-Declaration জমা দিতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, কারণ OTP-র মাধ্যমে এই ভেরিফিকেশন হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন না করা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ঢুকবে না।

আবেদন যোগ্যতা:

তরুণের স্বপ্ন প্রকল্পে, আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের সরকারি বিদ্যালয়ে পাঠরত থাকতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে। পূর্ববর্তী ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর সচল একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।

আবেদন পদ্ধতি:

তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় অফলাইনে অংশগ্রহণ করতে হবে। তার জন্য পড়ুয়াদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে Annexure-F ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। আবেদনের ফরমের সঙ্গে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র যথা- আধার কার্ড, সচল ব্যাংক একাউন্ট পাসবুক, বার্ষিক আয়ের সংশয় পত্র, সক্রিয় মোবাইল নাম্বার প্রভৃতি সমেত জমা করতে হবে। এই প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিজ নিজ স্কুল যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment