Supreme Court OBC Update 2025: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিয়েছে । কেননা আজকের পদক্ষেপে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে OBC সহ ১৭% সংরক্ষণ নীতি বহাল রাখা হয়েছে। এই রায়ের পরেই দুপুর ২টায় প্রকাশিত হয়েছে WBJEE 2025-এর ফলাফল, যার অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক পরীক্ষার্থী। এরফলে রাজ্যজুড়ে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসছে।
সুপ্রিম কোর্টের রায়: রাজ্যের বড় জয়, ১৭% সংরক্ষণ বহাল
আমরা সকলে জানি, গত কয়েকমাস ধরে সংরক্ষণ নীতিকে ঘিরে রাজ্যের শিক্ষা ও নিয়োগ এবং ভর্তির ক্ষেত্রে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে প্রশ্ন উঠেছিল সংরক্ষণ নীতির বৈধতা নিয়ে। এর ফর স্বরুপ কলেজ ভর্তি, WBJEE ফলাফল এবং শিক্ষক নিয়োগ—সবই একপ্রকার আটকে গিয়েছিল।
সম্পর্কিত পোস্ট
সুসংবাদ! মহিলারা পাবেন ₹১৮,০০০ ও পুরুষরা ₹১৩,০০০ আর্থিক সহায়তা, জেনে নিন পুরো আবেদন পদ্ধতি -Labour Card Yojana 2025তবে জানা গিয়েছে, আজ (২২ আগস্ট, ২০২৫), সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে রায় দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যের প্রস্তাবিত ১৭% সংরক্ষণ (OBC সহ) পুরোপুরি বৈধ এবং তা চালু রাখতে হবে। হাইকোর্টের স্থগিতাদেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি হওয়ায়, পূর্বের রায় কার্যকর হবে না বলে জানা যায়।
WBJEE 2025 ফলাফল প্রকাশ: অপেক্ষার অবসান
সুপ্রিম কোর্টের রায়ের পরই দীর্ঘদিন পর আজ দুপুর ২টা নাগাদ প্রকাশ করা হয় WBJEE 2025-এর ফলাফল। অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হতেই পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। এতদিন আইনি অনিশ্চয়তার কারণে ফলাফল প্রকাশ আটকে ছিল। আজকের রায়ের পরে দ্রুত এই ফলাফল প্রকাশ সম্ভব হয়েছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক।
তাই পরীক্ষার্থীরা এখন wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবেন। পাশাপাশি জানা যায়, মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে কলেজে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়াও।
ভর্তি প্রক্রিয়া চালু হবে পূর্ণ গতিতে
WBJEE ফলাফল প্রকাশ হতেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া চালু করার নির্দেশ এসেছে বলে জানা যায়। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভর্তি তারিখ ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে বলে জানা যায়।
রিপোর্ট বলছে, ১ লক্ষ ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই বছরের WBJEE পরীক্ষায় বসেছিলেন। তাঁদের ভর্তি প্রক্রিয়া এখন আর কোনও আইনি বাধা ছাড়াই সম্পূর্ণ হবে বলে জানা যায়।
প্রাথমিক শিক্ষক ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও চালু হবে
শুধু ভর্তি নয়, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET 2022 পাস প্রার্থীদের) ক্ষেত্রেও বড়সড় আশার আলো জ্বলেছে বলে জানা যায়। এদিকে যেহেতু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, সংরক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখা হয়েছে।
তবে এখন ১৭% সংরক্ষণ বহাল থাকায় নিয়োগ প্রক্রিয়াতেও আর কোনও বাধা থাকবে না বলে জানা যাচ্ছে। অতি দ্রুত TET উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের মারফত খবর।
শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরল
আমরা সকলে জানি, বেশ কিছুদিন ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংকট তৈরি হয়েছিল।একদিকে কলেজে ভর্তি বন্ধ ছিল, অন্যদিকে ফলাফল অনিশ্চিত, এমনকও নিয়োগ থেমে ছিল—সব মিলিয়ে রাজ্যের ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়।
তাই সুপ্রিম কোর্টের রায়ে এই সংকটের অবসান ঘটেছে বলে জানা যায়। এবার থেকে স্বাভাবিক নিয়মে কলেজে ভর্তি, WBJEE কাউন্সেলিং ও শিক্ষক নিয়োগ সবই নিয়ম মাফিক চলবে বলে অনুমান করা হচ্ছে।
কারা উপকৃত হবেন?
ক্ষেত্র | আগে (হাইকোর্টের রায়) | এখন (সুপ্রিম কোর্টের রায়) |
---|---|---|
WBJEE ফলাফল | স্থগিত | প্রকাশিত |
কলেজ ভর্তি | আটকে ছিল | চালু হচ্ছে |
শিক্ষক নিয়োগ | বন্ধ ছিল | শুরু হবে |
সংরক্ষণ নীতি | প্রশ্নবিদ্ধ ছিল | বহাল রইল |
ছাত্রছাত্রীদের অবস্থা | অনিশ্চয়তা | স্বস্তি ও পরিষ্কার রূপরেখা |
পরিশেষে বলা যায়, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী যেভাবে উপকৃত হচ্ছেন, তা নিঃসন্দেহে এক ইতিবাচক দিক হতে হবে। কলেজে ভর্তি, WBJEE কাউন্সেলিং, সরকারি নিয়োগ—সব কিছুই এখন শুরু হতে চলেছে নির্ধারিত নিয়ম অনুযায়ী বলে জানা যাচ্ছে।
আপনি যদি একজন WBJEE পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করতে পারেন।
অথবা যদি আপনি TET পাশ করে বসে থাকেন তাহলে প্রস্তুত হোন – নিয়োগের বিজ্ঞপ্তি যে কোনও সময় আসতে পারে ।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You