Sim On Without Recharge: সাধারণত মোবাইল সিম কোম্পানিগুলো পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট মেয়াদে রিচার্জের শর্ত দিয়ে থাকে। আপনি যদি সঠিক সময়ে রিচার্জ না করে থাকেন, তাহলে আপনার সিমটিকে ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেয় তারা। প্রথমে বন্ধ হয়ে যায় আউটগোইং পরিষেবা তারপর বন্ধ হয়ে যায় ইনকামিং কল পরিষেবা এবং শেষে পুরোপুরি নিষ্ক্রিয় (Deactivated) হয়ে যায় ওই নম্বরটি। এই প্রক্রিয়া প্রতিটি কোম্পানির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হলেও মূল নিয়ম TRAI দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
প্ল্যান ২: TRAI-এর নির্দেশনা কী বলছে?
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটরকে ন্যূনতম ৯০ দিন পর্যন্ত গ্রাহকের ইনকামিং পরিষেবা দিতে হবে বিনামূল্যে। এটি করার উদ্দেশ্য হলো, গ্রাহক যেন প্রয়োজনে রিচার্জ করে নম্বরটি চালু রাখতে পারে। তবে এই সময়সীমা পেরিয়ে গেলে কোম্পানি সেই নম্বরটি অন্য গ্রাহককে বরাদ্দ করে দিতে পারে বলে জানানো হয় ।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeপ্ল্যান ৩: জিও, এয়ারটেল, Vi এবং BSNL – কার নিয়ম কী?
Jio:
- ৩০ দিন পর আউটগোইং বন্ধ থাকবে
- ৯০ দিন পর্যন্ত ইনকামিং চালু থাকবে
- এরপর ডিঅ্যাক্টিভেট করা হবে
Airtel:
- ২৮-৩০ দিন পর আউটগোইং বন্ধ থাকবে
- ৯০ দিন পর্যন্ত ইনকামিং চালু থাকবে
- ৯০ দিন পর নম্বর বাতিল হতে পারে
Vi (Vodafone Idea):
- ৩০ দিন পর আউটগোইং বন্ধ থাকবে
- ইনকামিং ৯০ দিন পর্যন্ত চালু থাকবে
- এর পর সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হবে
BSNL:
- ১৫-৩০ দিনের মধ্যে আউটগোইং বন্ধ
- ৭৫–৯০ দিন ইনকামিং চালু থাকবে
প্ল্যান ৪: ব্যালেন্স থাকলে কী সিম চালু থাকবে?
এদিকে অনেকেই মনে করেন, সিমে টাকা থাকলে সেটি নিষ্ক্রিয় করা যাবে না। এটি আংশিকভাবে সত্য হতে পারে। যদি ব্যালেন্স ₹২০ বা তার বেশি থেকে থাকে, তবে অপারেটর অনেক সময় সেই টাকা থেকে কাটে এবং ইনকামিং পরিষেবা চালু রাখে ৩০ দিনের জন্য। তবে এটি নির্ভর করে কোম্পানির নীতির উপর ভিত্তি করে । এইভাবে সিমটি আরো কিছুদিন চালু রাখা সম্ভব।
প্ল্যান ৫: সিম সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে কী করবেন?
আপনার সিমটি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় (Deactivate), তবে তা আবার চালু করার জন্য আপনাকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা নিকটবর্তী স্টোরে গিয়ে যোগাযোগ করতে হবে। পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন করা দরকার এবং ₹২০–₹৫০ ফি দিতে হতে পারে। সময়সীমা পেরিয়ে গেলে নম্বর আর ফেরত পাওয়া যাবে না।
প্ল্যান ৬: রিচার্জ ছাড়াও সিম চালু রাখার উপায়
আপনার সিমটি সেকেন্ডারি হলে এবং আপনি কেবল OTP-এর জন্য ব্যবহার করেন, তাহলে নিচের পদ্ধতিতে সেটি চালু রাখতে পারেন—
- মাঝে মাঝে ছোট রিচার্জ করুন (₹১০–₹২০) টাকা দিয়ে
- প্রতিমাসে অন্তত একবার করে ব্যবহার করতে হবে
- ব্যালেন্স ₹২০-এর উপরে রাখুন যাতে অটো-ডিডাকশন হয়ে পরিষেবা চালু থাকে
প্ল্যান ৭: OTP পরিষেবার জন্য সিম চালু রাখার গুরুত্ব
অনেকেই ব্যাংক, আধার, প্যান, Google, WhatsApp ইত্যাদির OTP-এর জন্য একটি নির্দিষ্ট নম্বর ব্যবহার করে থাকেন। যদি এই নম্বরটি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ অ্যাকসেস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য প্রয়োজনীয় দেখা দিলে সেই নম্বরে মাসে অন্তত একবার করে রিচার্জ করুন অথবা ব্যবহার করুন।
প্ল্যান ৮: ১৫ দিনের মধ্যে ফেরত না পেলে কী হবে?
এদিকে TRAI-এর নিয়ম অনুযায়ী, একটি নম্বর ডিঅ্যাক্টিভেট হওয়ার পর কমপক্ষে ১৫ দিনের মধ্যে গ্রাহককে নম্বর ফেরত নেওয়ার সুযোগ দেওয়া দরকার। কিন্তু আপনি যদি এই সময়সীমা পার করপ দেন, তাহলে সেই নম্বরটি অন্য গ্রাহকের হাতে চলে যাবে। এর ফলে আপনার সমস্ত লিংকড অ্যাকাউন্টে সমস্যা দেখা দেবে।
প্ল্যান ৯: সিম ইনঅ্যাকটিভ হলে কাদের বেশি সমস্যা হয়?
- যারা OTP ব্যবহার করে থাকেন
- ব্যাঙ্কিং / UPI ইউজার হিসেবে ব্যবহার
- Google লগইন-ভিত্তিক অ্যাকাউন্ট থাকা
- ফেসবুক, WhatsApp লগইন
- সরকারি নথি সংযুক্ত নম্বর
এইসব ক্ষেত্রেই যদি নম্বর নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে সমস্যা হয় লগইন এবং অ্যাকসেস সংক্রান্ত নানা দিকে।
প্ল্যান ১০: কোন রিচার্জ প্ল্যান ব্যবহার করবেন?
সিম চালু রাখার জন্য আপনি ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জ করতে পারেন—
কোম্পানি | প্ল্যান | মূল্য | বৈধতা |
---|---|---|---|
Jio | Value Pack | ₹১৫ | ২৮ দিন |
Airtel | Smart Recharge | ₹৭৯ | ৩০ দিন |
Vi | Combo Plan | ₹৯৯ | ২৮ দিন |
BSNL | Prepaid STV | ₹৪৯ | ২০ দিন |
প্ল্যান ১১: নম্বর সংরক্ষণের জন্য কাস্টমার কেয়ারের সাহায্য
আপনি চাইলে কাস্টমার কেয়ারে কল করে আপনার নম্বরের বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারেন এবং বন্ধ হয়ে যাওয়ার পূর্বে রিচার্জ করে নিতে পারেন নম্বরটি। এতে আপনার নম্বরটি নিরাপদ থাকবে।
প্ল্যান ১২: আধার, প্যান, ব্যাঙ্ক, ভোটার ইত্যাদির জন্য সংযুক্ত সিমের যত্ন
এইসব গুরুত্বপূর্ণ পরিষেবার সাথে সংযুক্ত নম্বরটি বন্ধ হয়ে গেলে আপনার আধার OTP, ব্যাঙ্কিং ট্রানজাকশন এবং ই-ভোটার কার্ড অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। তাই সেগুলিকে সঠিকভাবে রিচার্জ করে বা ব্যবহার করে সচল রাখতে হবে ।
প্ল্যান ১৩: নতুন সিম নিলে পুরনো নম্বর ফেরত পাওয়া যাবে?
ট্রাই এর নিয়ম অনুযায়ী, একবার যদি আপনার নম্বর অন্য কারও কাছে দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি পুনরায় ফেরত পাওয়া সম্ভব নয়। আপনি চাইলেও সেই নম্বর কোম্পানি আর আপনাকে দেবে না। তাই ৯০ দিনের মধ্যে সতর্ক থাকতে হবে ।
প্ল্যান ১৪: ডুয়েল সিম ব্যবহারকারীদের জন্য টিপস
যারা দুটি সিম ব্যবহার করে থাকেন এবং একটি কম ব্যবহার হয়, তারা চাইলে:
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea- মাসে একবার করে পরিবর্তন করে প্রাইমারি-সেকেন্ডারি করে নিতে পারেন
- উভয় সিমেই মিনিমাম রিচার্জ করতে পারেন
- যেটা কম ব্যবহার হয় সেটি OTP বা মেসেজের জন্য রেখে দিন, কিন্তু মাঝে মাঝে ইনকামিং আসতে পারে

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You