SBI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ! এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একাউন্ট হোল্ডাররা – SBI Bank New Rule

SBI Bank New Rule: সাধারনত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক হিসেবে কোটি কোটি গ্রাহককে প্রতিদিন পরিষেবা নিয়ে থাকে। লক্ষ লক্ষ মানুষ এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন,তারা দৈনন্দিন লেনদেন করে থাকেন, বেতন গ্রহণ করা, সঞ্চয় করা এবং অনলাইন ট্রান্সফারের জন্য। এর ফলে SBI-র পক্ষ থেকে কোনো নতুন নিয়ম বা সুবিধা চালু হলে কিংবা পুরনো নিয়মে পরিবর্তন এলে, তার প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবন যাত্রার উপর।

SBI-র নিয়ম বদল: সাধারণ গ্রাহকের ওপর কী প্রভাব পড়তে চলেছে?

সম্প্রতি দেশে বৃহৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কয়েকটি পরিষেবা ও নিয়মাবলীতে নয়া পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে রয়েছে ব্যাঙ্কের নতুন ইন্টারেস্ট পলিসিও, ইমেইলের মাধ্যমে গ্রাহকদের সতর্কবার্তা জানানো হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বাড়তি সুবিধাও দিতে পারে।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

এই নতুন নিয়মগুলোর মধ্যে কিছু আবার শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য আনা হয়েছে, আবার কিছু সমস্ত গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে।এর ফলে আপনি যদি একজন সাধারণ SBI গ্রাহক হয়ে থাকলল, তাহলে এই পরিবর্তনগুলি আপনার ব্যাঙ্কিং অভিজ্ঞতায় বড়সড় পার্থক্য আনতে চলেছে।

রেল কর্মীদের জন্য বাড়তি সুবিধা

এদিকে রেল মন্ত্রকের পক্ষ থেকে একটি ঘোষণা অনুযায়ী, এখন থেকে SBI-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা রেলকর্মীরা পাবেন ১০ লক্ষ টাকার জীবন বিমার কভারেজ সুবিধা, যা থাকবে একেবারে প্রিমিয়াম-ফ্রি হিসেবে। এর জন্য কোনও প্রকার মেডিকেল টেস্টেরও প্রয়োজন হবে না।

এই সুবিধাটি একদিকে যেমন রেল কর্মীদের আর্থিক সুরক্ষা দিতে চলেছে , তেমনই SBI-এর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে অটুট ।

নতুন গ্রাহকরা কীভাবে প্রভাবিত হবেন?

বিশেষ করে যাঁরা সম্প্রতি SBI-তে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন বা ভবিষ্যতে খুলতে ইচ্ছুক, তাঁদের জন্য কিছু বিষয় জানা জরুরি:

  1. SBI-র গ্রাহক পরিষেবার ধরনে কিছুটা পরিবর্তন করা হয়েছে।
  2. অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই কেওয়াইসি ও ডকুমেন্টেশন প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে ।
  3. ব্যাঙ্ক নতুন গ্রাহকদের ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ বেছে নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত বিকল্প সুবিধা দিয়েছে, যেমন ছাত্র অ্যাকাউন্ট, মহিলা অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট ইত্যাদি।

এইসব পরিবর্তন আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে সাহায্য করে থাকে।

SBI অ্যাকাউন্টে সঞ্চয় রাখা এখন আরও লাভজনক হতে পারে?

যেহেতু বর্তমানে RBI-র রেপো রেট বেশ কিছুটা বেড়েছে, সেই অনুযায়ী বিভিন্ন ব্যাঙ্ক তাদের ডিপোজিটে সুদের হারও বাড়িয়েছে।এদিকে SBI-ও পিছিয়ে নেই। এবার ১ বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে, SBI এখন আকর্ষণীয় সুদের হার দিচ্ছে, যা সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি হতে পারে।

এই কারণে অনেক গ্রাহকই এখন চাইছেন তাদের অতিরিক্ত টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে অন্য কোথাও রাখতে পারেন।

এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে – Auto Sweep সুবিধা

আমাদের মধ্যে অনেকেই জানেন না, SBI-র সেভিংস অ্যাকাউন্টে রয়েছে একটি Auto Sweep সুবিধা , যার মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিটের সুদ উপভোগ করতে পারেন সহজেই, তাও আবার আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকেই।

Auto Sweep বা Multi Option Deposit (MOD) এমন একটি ফিচার , যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে একটি টার্ম ডিপোজিটে পরিণত হয়ে – এট ফলে আপনি পান উচ্চতর সুদ।

কিন্তু এখানেই এল বড়সড় পরিবর্তন।

আগে যেখানে এই Auto Sweep সুবিধা ৩৫ হাজার টাকা থেকে শুরু করা হত, এখন সেই ন্যূনতম থ্রেশোল্ড বাড়িয়ে করা হয়েছে ৫০,০০০ টাকা করা হ’য়ছে যা গ্রাহকদের জমা মোটেও ভালো খবর না

মানে, যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার নিচে ব্যালান্স থেকে থাকে, তবে আপনার অতিরিক্ত টাকা আর টার্ম ডিপোজিটে রূপান্তরিত হচ্ছে না। যার ফলে আপনি অতিরিক্ত সুদের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

Auto Sweep সুবিধা বদলে কী কী হবে?

  • গ্রাহকদের MOD অ্যাকাউন্ট খুলতে গেলে এখন কমপক্ষে ₹৫০,০০০ ব্যালান্স থাকা জরুরি।
  • এই নতুন থ্রেশোল্ড সীমা কার্যকর হওয়ার পর, অনেক সাধারণ গ্রাহক হয়ত অতিরিক্ত মুনাফা থেকে বঞ্চিত হতে পারেন।
  • ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে কারন তাদের আর্থিক স্থিতি বজায় রাখতে এবং ক্যাশ ফ্লো অপটিমাইজ করতে।

পরিশেষে বলা যায়, SBI তাদের পরিষেবাকে আরও উন্নত করতে ও আর্থিক স্থিতি বজায় রাখতে নিয়মিত নতুন পরিবর্তন নিয়ে আসে। তবে এই পরিবর্তনের আগে-পরে আপনি যদি সঠিক তথ্য না জানেন, তাহলে অনেক সুবিধা হাতছাড়াও করতে পারেন।

তাই আপনি যদি বর্তমানে SBI-র Auto Sweep সুবিধা ব্যবহার করে থাকেন, তাহলে এখনই দেখে নিন আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যালান্স ৫০ হাজার টাকার বেশি আঋে কিনা। না হলে আপনি অতিরিক্ত সুদের সুযোগ হারাতে চলেছেন।

তবে এই সংক্রান্ত যেকোনো পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে SBI-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা মোবাইল অ্যাপ, অথবা নিকটবর্তী শাখায় গিয়ে যোগাযোগ করতে ভুলবেন না।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!