স্টেট ব্যাংক দিচ্ছে 20 লাখ পর্যন্ত স্কলারশিপ বিনামূল্যে! দেখুন কীভাবে আবেদন করবেন – SBI ASHA Scholarship 2025

SBI ASHA Scholarship 2025: এবার সাধারণ পড়ুয়াদের সাহায্য করতে একধাপ এগিয়ে এল ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।আপনি বা আপনার আশেপাশে কেউ যদি মেধাবী থেকে থাকে এবং আর্থিক দিক থেকে অসচ্ছল হয়ে থাকে তবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ। এক্ষেত্রে আপনি তাহলে আপনি যদি এই স্কলারশিপের সুবিধা নিতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমার নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি 

বড় কথা হলে এই স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৫। তাই আপনাদের কাছে অনেক সময় রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, এবং এই স্কলারশিপ প্রকৃতপক্ষে কাদের জন্য কতটা পরিবর্তন আনতে চলেছে।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

এই স্কলারশিপের উদ্দেশ্য ও গুরুত্ব

এই স্কলারশিপ প্রকল্পটি মূলত SBI Foundation-এর মাধ্যমে CSR (Corporate Social Responsibility) উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে। ২০২৫ সালে SBI তাদের প্ল্যাটিনাম জুবিলি অর্থাৎ ৭৫তম বার্ষিকী পালন করতে চলেছে। সেই উপলক্ষেই এই বৃহৎ শিক্ষাবৃত্তি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক দ্বারা।

এর উদ্দেশ্য একটাই—
অসচ্ছল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক প্রতিবন্ধকতা না আসুক তার ব্যবস্থাপনা। স্কুল শিক্ষা স্তর থেকে উচ্চশিক্ষা, এমনকি বিদেশে পড়াশোনা পর্যন্ত যেন মেধার যথাযথ মর্যাদা দেওয়া হয়ে থাকে তার সুযোগ করে দেওয়া হয় ।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপে আবেদন করতে কিছু যোগ্যতার প্রয়োজন হয় তা নিম্নরূপ আলোচনা করা হলো

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনকারীর ধরন:

স্তরযোগ্য শ্রেণি/কোর্স
স্কুল স্তরনবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
স্নাতকNIRF টপ ৩০০ বা NAAC ‘A’ রেটেড কলেজের ছাত্রছাত্রী
স্নাতকোত্তরমেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইআইটি, আইআইএম
বিদেশে পড়াশোনাSC/ST প্রার্থীরা, মাস্টার্স বা উচ্চতর শিক্ষা

অন্যান্য যোগ্যতা সমূহ:

  1. আবেদনকারী ভারতের নাগরিক (Indian Citizen) হতে হবে
  2. পূর্ববর্তী শিক্ষাবর্ষে অন্তত ৭৫% নম্বর বা ৭.০ CGPA নিয়ে পাশ করতে হবে
  3. পরিবারের বার্ষিক আয়:
    • স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে: ₹৩ লক্ষের নিচে থাকতে হবে
    • উচ্চশিক্ষার ক্ষেত্রে: ₹৬ লক্ষের নিচে থাকতে হবে 

স্কলারশিপের আর্থিক সুবিধা

এই স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সর্বনিম্ন ₹১৫,০০০ থেকে সর্বোচ্চ ₹২০,০০,০০০ পর্যন্ত বার্ষিক সাহায্য পাওয়ার সুযোগ থাকছে।বিশেষ করে যে শিক্ষার্থী বিদেশে পড়তে যাচ্ছেন, বিশেষত SC/ST ক্যাটেগরির প্রার্থীরা — তাদের জন্য এই স্কিম এক কথায় এক “লাইফ চেঞ্জিং” সুযোগ দিতে চলেছে।

স্কলারশিপের পরিমাণের পরিসর:

শিক্ষার স্তরবার্ষিক স্কলারশিপ (₹)
স্কুল₹১৫,০০০ – ₹৫০,০০০
স্নাতক₹৫০,০০০ – ₹১,০০,০০০
স্নাতকোত্তর₹১,০০,০০০ – ₹৫,০০,০০০
বিদেশে উচ্চশিক্ষা₹৫,০০,০০০ – ₹২০,০০,০০০

কিভাবে আবেদন করবেন?

অনলাইন আবেদন প্রক্রিয়া:

  1. এর জন্য অফিসিয়াল পোর্টাল-এ যেতে হবে https://sbifoundation.in
  2. Platinum Jubilee Asha Scholarship 2025” অপশনে ক্লিক করতে হবে
  3. Apply Now” বাটনে ক্লিক করতে হবে
  4. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথিপত্র আপলোড করতে হবে 
  5. Submit করুন এবং অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে রাখতে হবে

প্রয়োজনীয় নথিপত্র

  1. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে
  2. আইডি প্রুফ (আধার / প্যান / ভোটার)
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  4. মার্কশিট (শেষ পরীক্ষার) সমূহ
  5. ইনকাম সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  6. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস (স্কলারশিপ ট্রান্সফার-এর জন্য)

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

বিবরণতারিখ
স্কলারশিপে আবেদন শুরু শুরুসেপ্টেম্বর ২০২৫
আবেদন শুরুর তারিখ২৬ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ তারিখ১৫ নভেম্বর ২০২৫
ফলপ্রকাশ করবেডিসেম্বর ২০২৫ (সম্ভাব্য)
অর্থ প্রদানজানুয়ারি ২০২৬ থেকে

FAQ (প্রশ্নোত্তর)

প্রশ্ন ১: একাধিক স্কলারশিপ একসাথে নেওয়া যাবে কি?

উত্তর: এক্ষেত্র একাধিক সরকারি স্কিম থেকে একসাথে স্কলারশিপ নেওয়া যাবে না। তবে ব্যক্তিগত দাতব্য সংস্থা বা প্রাইভেট স্কলারশিপ থাকলে নির্দিষ্টভাবে দেখা প্রয়োজন।

প্রশ্ন ২: আবেদন কী শুধুমাত্র অনলাইনে?

উত্তর: হ্যাঁ, আবেদন শুধুমাত্র অনলাইনে করা সম্ভব। অফলাইন আবেদন প্রক্রিয়া নেই।

প্রশ্ন ৩: আবেদন করতে টাকা লাগে?

উত্তর: না, এটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনযোগ্য এই স্কলারশিপ।

প্রশ্ন ৪: শুধুমাত্র SC/ST ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন?

উত্তর: না, সাধারণ ছাত্রছাত্রীরাও আবেদন করার সুযোগ পাবেন। তবে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে SC/ST প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ রাখা হয়েছে।

প্রশ্ন ৫: নির্বাচনের মানদণ্ড কী?

উত্তর:

  1. শিক্ষাগত পারফরমেন্স
  2. আর্থিক অবস্থা কেমন
  3. প্রয়োজনীয় নথির স্বচ্ছতা যাচাই
  4. ক্ষেত্রে বিশেষে সাক্ষাৎকার বা ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে

আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং আর্থিক সমস্যার কারণে আপনি কিংবা আপনার পরিবারের কেউ এই স্পর্শী মেয়েটি আগ্রহী হয়ে থাকে তাহলে এই খবরটি তার কাছে অবশ্যই শেয়ার করবেন। আপনি দেশের মধ্যে পড়াশোনা করুন কিংবা বিদেশে স্কুল শিক্ষা কিংবা স্নাতক পাস না করতো সব ক্ষেত্রেই এই স্কলারশিপ দিচ্ছে দারুন সুবিধা এবং সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা দিতে চলেছে। নূন্যতম ১৫০০০ টাকা থেকে শুরু করা হবে এবং স্কুল শিক্ষার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত এবং স্নাতক শিক্ষার ক্ষেত্রে ৫০ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত দেওয়া হবে।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!