Realme Chill Fan Phone: বিদেশি স্মার্টফোন ব্র্যান্ড realme আবারও প্রমাণ করে দিল যে তারা শুধুমাত্র বাজেটের মধ্যে ফোন নয়, বরং টেকনোলজির দুনিয়ায় অপ্রত্যাশিত উদ্ভাবনের দিক থেকেও শীর্ষে জায়গা করে নিচ্ছে তারা। ২০২৫ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে এই কোম্পানিটি এমন এক স্মার্টফোন বাজারে আনলো, যা কেবল শক্তিশালী ব্যাটারির জন্যই বিশেষ নয়, বরং এক অভিনব ফিচারের জন্য গোটা গ্যাজেট জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই ফোনটির নামই হয়ে উঠেছে ‘Chill Fan Phone’। আর এতে রয়েছে এমন একটি অ্যাকটিভ কুলিং ফ্যান সিস্টেম, যেটিকে রিয়েলমি নিজেই মজার ছলে বলছে “AC Inside”।
ইন-বিল্ট ফ্যান: সত্যিই কি ফোন থেকে AC-র মতো ঠাণ্ডা হাওয়া বেরোবে?
এই ফোনটির সবচেয়ে আলোচিত দিক হলো—এতে রয়েছে একটি ইন-বিল্ট কুলিং ফ্যান বা অ্যাকটিভ কুলিং সিস্টেম। এই ফোনের বাম পাশে একটি ছোট গ্রিল রাখা রয়েছে, যেখান থেকে সরাসরি ঠাণ্ডা বাতাস বের হবপ বলে দাবি কোম্পানির। রিয়েলমি জানিয়েছে, এই ফ্যান ফোনের তাপমাত্রা অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো যাবে। ভারী গেমিং, ভিডিও এডিটিং বা মাল্টি-টাস্কিং-এর সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয়, তার জন্যই এই সিস্টেম আনা হয়েছে ।
সম্পর্কিত পোস্ট
OBC নিয়ে নয়া মোড়! সুপ্রিম কোর্টের দোরগোড়ায় ঐতিহাসিক পদক্ষেপ! রইল বিস্তারিত - WB OBC Case Latest Updateএখানে বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত আমরা স্মার্টফোনে শুধুমাত্র প্যাসিভ কুলিং সিস্টেম দেখেছি—যেমন গ্রাফিন লেয়ার, তামার হিট পাইপ, ইত্যাদি। কিন্তু এই Chill Fan Phone-এ রয়েছে একেবারে PC-র মতো অ্যাকটিভ কুলিং প্রযুক্তি আনা হয়েছে।
হাই পারফরম্যান্সের জন্য একেবারে প্রস্তুত, গেমারদের জন্য স্বর্গ
এই ফোনটি যে বিশেষভাবে হেভি ইউজারদের কথা ভেবে তৈরি, তা বলার আর অবকাশ নেই। যারা দিনে ৫-৬ ঘণ্টা মোবাইল গেম খেলে থাকেন বা যারা রিয়েলটাইম ভিডিও রেকর্ডিং এবং এডিটিং সহ নানা কাজ করে থাকেন—তাদের জন্য ফোনের অতিরিক্ত উত্তাপ একটি প্রধান সমস্যা হয়ে থাকে। এমন সময় ইন-বিল্ট ফ্যান বা কুলিং সিস্টেম ফোনকে ঠাণ্ডা রাখতে সহায়তা করবে এবং দীর্ঘ সময় ধরে পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে থাকবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এটি মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে এক নতুন যুগের সূচনা করতে চলেছে, যেখানে ফোন আর গরম হয়ে পারফরম্যান্স ড্রপ একেবারে করবেনা।
বিশাল ব্যাটারি: ১৫,০০০mAh-র পেছনের কারণ কী?
এই ফোনটির আরেকটি বড় আকর্ষণ হল এর ব্যাটারি পাওয়ার। রিয়েলমি এতে দিয়েছে একটি ১৫,০০০mAh বিশাল ক্ষমতার ব্যাটারি সিস্টেম। স্মার্টফোন ইন্ডাস্ট্রির গড় ব্যাটারি ৪,০০০ থেকে ৫,০০০mAh-এর মধ্যেই ঘোরাফেরা করে থাকে। কিন্তু ১৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফোনকে ৩ থেকে ৪ দিন পর্যন্ত চার্জ ছাড়াই চালাতে সক্ষম হবে ।
এদিকে রিয়েলমির দাবি, এই ফোন দিয়ে গেম খেলা যাবে টানা ১২ ঘণ্টা বা তার বেশি, ভিডিও দেখা যাবে ২৫ ঘণ্টার মতো, আর সাধারণ ব্যবহারে চার্জ থাকবে ৩ দিন পর্যন্ত ।
ডিজাইন: ওজন ও পুরুত্ব নিয়ে তৈরি হয়েছে কৌতূহল
এত বড় ব্যাটারি ও ইন-বিল্ট ফ্যান থাকা সত্ত্বেও ফোনটির ডিজাইন কতটা হালকা রাখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহলও সৃষ্টি হয়েছে। আগের একটি কনসেপ্ট ফোনে রিয়েলমি দেখিয়েছিল ১০,০০০mAh ব্যাটারির ফোন যার ওজন মাত্র ২০০ গ্রাম ছিল এবং পুরুত্ব ছিল ৮.৫ মিলিমিটার। তাহলে কি এই ফোনেও সেই ধরনের লাইটওয়েট বডি আসছে?
তবে এখনও পর্যন্ত ফাইনাল ওজন বা ডাইমেনশন রিয়েলমি প্রকাশ করেনি, এদিকে টেক-বিশ্বের ধারণা, এই ফোনটি ২৫০ গ্রাম থেকে ২৭০ গ্রামের মধ্যে হতে পারে এবং পুরুত্ব ১০ মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে বলে অনুমান।
ক্যামেরা ও ডিসপ্লে: সম্ভাব্য স্পেসিফিকেশন যা জানা যাচ্ছে
যদিও ফোনটির পূর্ণ স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে কিছু লিক খবর অনুযায়ী এতে থাকছে ৬.৭ ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ। ক্যামেরা সেকশনে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর থাকতে চলেছে।
সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার ক্যামেরা। ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকবে 4K পর্যন্ত ।
প্রসেসর ও র্যাম: এক কথায় পারফরম্যান্স মনস্টার
জানা যায়, এই ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 2 বা Dimensity 9200 সিরিজের কোনো হাই-এন্ড প্রসেসর। সঙ্গে এতে থাকতে পারে ১২GB র্যাম ও ৫১২GB পর্যন্ত স্টোরেজ অপশন সুবিধাও । এতে থাকছে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক Realme UI 6 সুবিধাও।
এই কনফিগারেশন প্রমাণ করে যে রিয়েলমি ফোনটিকে কেবলমাত্র গেমিং এর কাজ নয়, বরং মাল্টি-টাস্কিং এবং হাই-এন্ড ইউজের জন্য প্রস্তুত করেছে তারা।
চার্জিং স্পিড: বিশাল ব্যাটারি, কিন্তু কত দ্রুত চার্জ হবে?
বড় কথা হলো, একটি ১৫,০০০mAh ব্যাটারি চার্জ করতে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিয়েলমি বলছে, এতে ব্যবহার করা হচ্ছে 240W বা 320W পর্যন্ত চার্জিং টেকনোলজি সিস্টেম। আগে রিয়েলমি এমন ফাস্ট চার্জিং এক কনসেপ্ট ফোনে দেখিয়েছিল বলে জানা যায়, যেখানে মাত্র ৯ মিনিটে ফোন ফুল চার্জ হয়ে যেত।
এই ফোনেও এমন চার্জিং স্পিড ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। এতে USB Type-C Gen 3 পোর্ট দেওয়া হবে।
রিয়েলমির ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ইঙ্গিত
এই Chill Fan Phone নিঃসন্দেহে রিয়েলমির একটি বড় রিস্ক ও ইনোভেশনের প্রমাণ হতে চলেছে। স্মার্টফোনের জগতে কুলিং সিস্টেম এখনও পর্যন্ত একটি ‘ফ্ল্যাগশিপ ফিচার’ হিসেবেই রয়েছিল। অথচ রিয়েলমি এটিকে একটি পোর্টেবল AC-এর মতো করে সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে বলে জানা যায়।
ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ড যেমন Xiaomi, Vivo, iQOO, OnePlus এই ধরণের প্রযুক্তিকে নিজের ফোনে আনতে পারে—এমনটাই মনে করা হচ্ছে।
দাম ও লঞ্চ সম্পর্কে আপডেট
তথ্য অনুযায়ী, Realme এখনও অফিসিয়ালি ফোনটির নাম বা দাম জানায়নি। তবে চীনের টেক ফোরাম ও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া তথ্যমতে জানা যাচ্ছে, এই ফোনের প্রারম্ভিক দাম রাখা হতে পারে ₹২১,৯৯৯ থেকে ₹২৪,৯৯৯ টাকার মধ্যে। তবে এটি কনফার্মড নয়, পরে সঠিক তথ্য পাওয়া যাবে ।
এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে ভবিষ্যতে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আসতে চলেছে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You