PM Ujjwala Yojana 2025: পুজোর মুখে ভারতের মহিলাদের জন্য ফের একবার স্বপ্নপূরণের উদ্যোগ হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana)। শহর থেকে গ্রামে রান্নার জন্য পরিষ্কার জ্বালানি পৌঁছে দিতে এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে ইতিমধ্যেই কোটি কোটি মানুষে ইতিমধ্যে সুবিধা দেওয়া হয়েছে। আর এবারে ২০২৫-২৬ অর্থবর্ষে নতুনভাবে আরও কয়েক লাখ ফ্রি এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
পুজোর মরশুমে দেশের মা-বোনেদের জন্য এই উপহার নিঃসন্দেহে এক বিশাল স্বস্তির খবর হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে কীভাবে এই সুবিধা পাওয়া পাবেন, কে কে পেতে পারেন, কী লাগবে আবেদন করতে, এবং এর পিছনে খরচ কত হতে পারে।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme২৫ লক্ষ নতুন ফ্রি গ্যাস সংযোগ ঘোষণা: সরকারের বড় সিদ্ধান্ত
সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ঘোষণা করে জানিয়েছে যে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই ২৫ লক্ষ নতুন ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হবে। এই ঘোষণা অনুযায়ী, উজ্জ্বলা যোজনার অধীনে মোট গ্রাহকের সংখ্যা বেড়ে নতুন করে দাঁড়াবে ১০.৫৮ কোটিতে।
সরকারের তরফে জানানো হয়, এই সংযোগগুলির জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ₹৬৭৬ কোটি টাকার মতো। জানা যায়, এর মধ্যে ₹৫১২.৫ কোটি শুধু ডিপোজিট-ফ্রি কানেকশন দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে প্রতি সংযোগে সরকারের খরচ হবে ₹২০৫০ টাকার মতো।
উজ্জ্বলা যোজনার মাধ্যমে কী কী সুবিধা মিলবে?
১. সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া
আবেদনকারী মহিলাকে এক টাকাও জমা দিতে হবে না কানেকশন পাওয়ার জন্য। সরকার এর সম্পূর্ণ খরচ বহন করবে।
২. নিম্নলিখিত জিনিসগুলি ফ্রি দেওয়া হবে:
- গ্যাস সিলিন্ডার
- প্রেসার রেগুলেটর
- সুরক্ষা হোস (Gas Pipe)
- ডোমেস্টিক কনজিউমার কার্ড
- প্রথম রিফিল
- একটি স্টোভ (চুলা)
৩. বছরে ৯টি পর্যন্ত রিফিল
এর পর প্রতি বছর আপনি ৯টি পর্যন্ত রিফিল নিতে পারবেন।
৪. সাবসিডি সুবিধা
১৪.২ কেজির সিলিন্ডারের জন্য প্রতি রিফিলে ₹৩০০ পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে সরকারের তরফে।
কী কী মডেল উপলব্ধ রয়েছে?
তবে এক্ষেত্রে গ্রাহক চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী নিচের যে কোনও একটি অপশন বেছে নিতে পারেন—
- ১৪.২ কেজি সিঙ্গল কানেকশন
- ৫ কেজি সিঙ্গল কানেকশন
- ৫ কেজি ডাবল কানেকশন
এগুলি নির্বাচন সম্পূর্ণ গ্রাহকের ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করে থাকবে।
আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার সময় নিচের নথিগুলি প্রয়োজন হয়ে থাকে —
পরিচয়পত্র (Identity Proof):
- আধার কার্ড (নারী আবেদনকারীর)
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- রেশন কার্ড
- বিদ্যুৎ/জল/গ্যাস বিল
আবাসন ও আর্থিক অবস্থা প্রমাণ:
- আবাসিক শংসাপত্র প্রমাণ
- পাসপোর্ট (যদি থাকে)
- ব্যাংক পাসবুক বা স্টেটমেন্ট
- IFSC কোড সহ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
- দারিদ্র্যসীমার নিচে থাকার শংসাপত্র (BPL)
- অন্ত্যোদয় কার্ড / সমাজকল্যাণ দপ্তরের সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র (SC/ST/OBC হলে)
- জন্মসনদ (যদি বয়স প্রমাণের প্রয়োজন হয়)
- স্বঘোষণাপত্র যে আগে কোনও গ্যাস সংযোগ ছিল না
কে পেতে পারেন এই ফ্রি সংযোগ?
এই প্রকল্প শুধুমাত্র অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মহিলাদের জন্য আনা হয়েছে। যারা নীচে উল্লেখিত কোনও ক্যাটাগরির অন্তর্গত হবে, কেবল তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন—
- বি.পি.এল (BPL) পরিবারভুক্ত মহিলাগন
- অন্ত্যোদয় পরিবারভুক্ত করতে হবে
- তফসিলি জাতি/উপজাতি সম্প্রদায়ভুক্ত
- যাদের রান্নার জন্য এখনও পর্যন্ত জ্বালানি কাঠ, গোবর ব্যবহার করতে হয়
- দারিদ্র্য সীমার নিচে থাকা গ্রামীণ গৃহিণীর জন্য
উজ্জ্বলা যোজনার ইতিহাস সংক্ষেপে
- ঘোষণা: ১ মে, ২০১৬ থেকে
- স্থান: বালিয়া, উত্তরপ্রদেশ থেকে
- প্রথম লক্ষ্য: ৫ কোটি সংযোগ
- বর্তমান গ্রাহক সংখ্যা: ১০ কোটিরও বেশি হয়েছে
- নতুন সংযোগ (২০২৫-২৬): ২৫ লক্ষ
এই প্রকল্পের প্রভাব কী?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি গৃহবধূ এখন সুরক্ষিত ও পরিচ্ছন্ন পদ্ধতিতে রান্না করতে পারছেন। পুরানো কাঠ বা কয়লা দিয়ে রান্নার ধোঁয়ায় যে শ্বাসজনিত রোগ হয়ে থাকে সঙ্গে চোখের সমস্যা দেখা দিয়ে থাকে—তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে রিপোর্ট।
নারীদের জন্য সময় ও পরিশ্রম বাঁচানো
এখন আর জ্বালানি কাঠ জোগাড় করতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না।এর ফলে গৃহস্থালির পাশাপাশি তারা অন্য কাজেও সময় দিতে পারছেন।
সামাজিক মর্যাদা বৃদ্ধি
একটি রান্নাঘরে গ্যাস চুলা থাকা মানে শুধুমাত্র পরিবারের আধুনিকতা নয়, এটি একটি গৃহবধূর মর্যাদাকেও বহুগুণে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
কীভাবে আবেদন করবেন?
বর্তমানে অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা সম্ভব। তবে কিছু এলাকায় কেবল নির্দিষ্ট এলপিজি ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই ফর্ম জমা করার সুবিধা থাকবে।
ধাপ ১: নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটর বা CSC সেন্টারে যোগাযোগ করতে পারেন
ধাপ ২: প্রয়োজনীয় নথি সহ ফর্ম পূরণ করতে পারবে পারেন
ধাপ ৩: যাচাই ও অনুমোদনের পর সংযোগ প্রদান করা হবে
ভবিষ্যতের পরিকল্পনা কী?
বিশেষ করে সরকারের লক্ষ্য—২০২৭ সালের মধ্যে প্রত্যেক গ্রামীণ পরিবারে জন্য রান্নার গ্যাস পৌঁছে দেওয়া। এর ফলে শুধু স্বাস্থ্যই নয়, বরং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এক বড় পদক্ষেপ হতে চলেছে। কারণ কাঠ ও জৈবজ্বালানি ব্যবহার কমলে বন উজাড় ও দূষণ রোধ হবে।
মা-বোনেদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এক অনন্য উদ্যোগ
তাই কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা শুধুমাত্র একটি গ্যাস কানেকশন নয়— বরং এটি দেশের লক্ষ লক্ষ দরিদ্র নারীর কাছে স্বাস্থ্য, মর্যাদা এবং স্বনির্ভরতার প্রতীকও বটে। এবার উৎসবের মরশুমে ২৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় বিষয়। যারা এখনও রান্নার জন্য কাঠ বা কেরোসিনের উপর নির্ভরশীল হয়ে আছেন, তাদের জন্য এই উদ্যোগ হতে চলেছে জীবন বদলে দেওয়ার সমতুল্য।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You