New Rule from 1 October: অক্টোবর মাসের শুরুতেই দেশের সাধারণ মানুষের জন্য Bank থেকে পোস্ট অফিস,কিংবা UPI সহ আরও বিভিন্ন বিভাগে একাধিক নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই পরিবর্তনগুলো একদিকে যেমন আর্থিক ক্ষেত্রে প্রভাব ফেলতে চলেছে, অন্যদিকে সাধারণ জীবনযাত্রায়ও বড়সড় প্রভাব ফেলতে চলেছে। রেল টিকিট বুকিং থেকে শুরু করে, ব্যাংকিং পরিষেবা, পেনশন বিনিয়োগ সুবিধা, স্পিড পোস্টের চার্জ থেকে শুরু করে অনলাইন খেলা পর্যন্ত নানা ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। প্রতিটি নিয়ম মানুষের দৈনন্দিন জীবনকে ছুঁয়ে যেতে পারে। তাই এই পরিবর্তনগুলো সম্পর্কে জানা জরুরি হয়ে দাড়িয়েছে।
এনপিসিআই বন্ধ করল UPI “পুল ট্রানজেকশন” সুবিধা
ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) ১ অক্টোবর থেকে UPI প্ল্যাটফর্মে “পুল ট্রানজেকশন” বা “কলেক্ট রিকোয়েস্ট” সুবিধা বন্ধ করা হচ্ছে। আগে এই সুবিধার মাধ্যমে কেউ গুগল পে, phonepe কিংবা পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করে অপর কারও কাছে টাকা চাওয়ার রিকোয়েস্ট পাঠাতে পারতো।
কিন্তু নিয়ম বদলানোর ফলে এখন থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না। এর মূল উদ্দেশ্য হলো অনলাইন প্রতারণা বন্ধ করা। অনেক ক্ষেত্রে দেখা যেত যে, প্রতারকরা ভুয়া রিকোয়েস্ট পাঠিয়ে টাকা হাতিয়ে নিত।এর ফলে সাধারণ ব্যবহারকারীর সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যারা বন্ধু বা পরিবারের কাছে টাকা চাইতে এই অপশন ব্যবহার করতেন, তাঁদের কিছুটা অসুবিধা হতে পারে।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeপেনশন বিনিয়োগে ১০০% ইকুইটির সুযোগ
জানা যায়, এবার থেকে বেসরকারি পেনশনভোগীরা তাঁদের পেনশনের ১০০% অংশ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে পারবেন বলে উল্লেখ। আগে এই সীমা ছিল সর্বোচ্চ ৭৫%। নতুন নিয়মে বিনিয়োগকারীরা বেশি মুনাফার সুযোগ পাবেন, তবে এক্ষেত্রে ঝুঁকিও বাড়বে।
দীর্ঘমেয়াদে ইকুইটিতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে, যদিও এর সঙ্গে ওঠা-নামার ঝুঁকি সবসময় থাকবে। তাই বিনিয়োগ করার আগে প্রত্যেককে নিজের ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা বিচার করতে হবে।এর পাশাপাশি স্থায়ী অবসরভাতা অ্যাকাউন্ট (PRAN) খোলার ও রক্ষণাবেক্ষণের ফি-তেও পরিবর্তন আনা হয়েছে। এখন ই-প্রান কিটের জন্য ১৮ টাকা এবং ফিজিক্যাল প্রান কার্ডের জন্য ৪০ টাকা ধার্য করেছে।
রেলওয়ে টিকিট বুকিংয়ে নতুন নিয়ম
১ অক্টোবর থেকে অনলাইন রিজার্ভেশন সিস্টেমে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে যখনই রেলওয়ের টিকিট বুকিং শুরু হবে, প্রথম ১৫ মিনিট কেবলমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরাই টিকিট বুক করার সুযোগ দেওয়া হবে।
এই নিয়ম চালুর মূল কারণ হলো দালাল ও এজেন্টদের নিয়ন্ত্রণে আনা। আগে সফটওয়্যার ব্যবহার করে অনেক দালাল একসঙ্গে বিপুল সংখ্যক টিকিট বুক করে নিতেন, এর ফলে সাধারণ যাত্রীদের টিকিট পাওয়া কঠিন হয়ে যেত। তাই আধার ভেরিফিকেশনের ফলে এখন থেকে প্রকৃত যাত্রীদের সুবিধা হবে এবং প্রতারণা অনেকটা কমে যাবে বলে অনুমান করা হচ্ছে।
অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম
আমরা সকলে জানি, ভারতে অনলাইন গেমিং শিল্প দ্রুত বাড়ছে। কিন্তু এর সঙ্গে প্রতারণা ও স্বচ্ছতার সমস্যা দেখা দিচ্ছিল প্রবল। সেই কারণে সরকার নতুন নিয়ম চালু করেছে। ১ অক্টোবর থেকে অনলাইন গেমিংয়ে কড়া লাইসেন্সিং ব্যবস্থা করা হয়েছে, বয়সসীমা এবং এখন থেকে KYC নিয়ম কার্যকর হয়েছে।
এতে করে শিশু-কিশোররা অনিয়ন্ত্রিতভাবে গেমিংয়ে জড়িয়ে পড়বে না এবং পুরো খাতটি আরও সুরক্ষিত ও স্বচ্ছ করা হবে। অভিভাবকদেরও সন্তানদের অনলাইন গেমিংয়ে অংশগ্রহণের দিকে নজর রাখা দরকার।
পিএনবিতে লকার ও ব্যাংকিং পরিষেবার চার্জ বৃদ্ধি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) লকার পরিষেবা ও আরও কয়েকটি পরিষেবার চার্জ বাড়িয়েছে। ১ অক্টোবর থেকে গ্রাহকদের লকার ব্যবহারের জন্য আগের তুলনায় বেশি টাকা ধার্য হবে। এছাড়াও নমিনেশন ফি-সহ অন্যান্য চার্জও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
এতে মধ্যবিত্ত পরিবারগুলির ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে। তবে ব্যাংকের দাবি, পরিষেবা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা খরচ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পিড পোস্টের খরচ বাড়ল ও চালু হলো OTP ভিত্তিক ডেলিভারি
পোস্ট অফিসের ১ অক্টোবর থেকে স্পিড পোস্ট পরিষেবার দাম বাড়িয়েছে। এখন থেকে স্পিড পোস্ট পাঠাতে অতিরিক্ত খরচ হয়ে থাকবে। একই সঙ্গে এবার থেকে স্পিড পোস্ট ডেলিভারির জন্য OTP ভিত্তিক ভেরিফিকেশন চালু করা হয়েছে ।
এর মানে হলো, প্রাপককে ডেলিভারি পাওয়ার আগে মোবাইল OTP দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। এর ফলে নিরাপত্তা আরও বাড়বে, তবে গ্রামীণ এলাকায় যেখানে নেটওয়ার্ক সমস্যা আছে, সেখানে সমস্যায় পড়তে পারেন সাধারণ জনগণ।
আরবিআই-এর নতুন চেক ক্লিয়ারিং সিস্টেম
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) দ্রুত ও স্বচ্ছ লেনদেনের জন্য “নিরবিচ্ছিন্ন চেক ক্লিয়ারিং সিস্টেম” চালু করা হয়েছে। এই ব্যবস্থা দুই ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপ শুরু হয়েছে ৪ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে ২ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ জানুয়ারি ২০২৬ থেকে বলে জানা যায় ।
নতুন নিয়ম চালু হওয়ার ফলে চেক আগের তুলনায় অনেক দ্রুত ক্লিয়ার হতে পারে এবং গ্রাহকরা সময়মতো অর্থ পেয়ে যাবেন। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়েই এর সুবিধা পেতে পারেন।
অক্টোবর মাসে ২১ দিন ব্যাংক বন্ধ
অক্টোবর মাসে একাধিক বড় উৎসব আছে যেমন দুর্গাপুজো, দশেরা, দীপাবলি ও ছটপুজোর কারণে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক ২১ দিন বন্ধ থাকতে চলেছে। তবে সব রাজ্যে ছুটির তারিখ এক হবে না, রাজ্যভেদে আলাদা হবে।
তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে আগে থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং কাজ শেষ করে নিতে হবে এবং নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মতো অনলাইন সেবা ব্যবহার করা দরকার। এতে উৎসবের সময় অসুবিধায় পড়তে হবে না ।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You