Meesho দিচ্ছে ঘরে বসে ২০-২৫ হাজার ইনকামের সুযোগ! এখনই এই কাজ শুরু করুন – Meesho Work From Home Tips

Meesho Work From Home Tips: বর্তমানে ডিজিটাল যুগে অর্থ উপার্জন করা অনেক সহজ। কারণ এখন অর্থ উপার্জন এর জন্য চাকরি অথবা ব্যবসার পাশাপাশি ঘরে বসেই একাধিক কাজ করা সম্ভব। গৃহবধূ, ছাত্র-ছাত্রী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং চাকরিজীবি সকলে অনলাইনের ঘরে বসে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। করোনা মহামারীর পরবর্তী সময় থেকে ঘরে বসে অনলাইন টাকা উপার্জন করা অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তাই মানুষ চাইলে এখন ঘরে বসে পৃথিবীর যেকোন প্রান্তের কোম্পানির কাজ সম্পন্ন করতে পারবেন। আজকের প্রতিবেদনে এমনই এক অনলাইন উপার্জনের মাধ্যম নিয়ে হাজির হয়েছি, যেখানে কাজ করে আপনারা ঘরে বসে নূন্যতম ২০ থেকে ২৫ হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারবেন।

আপনারা চাইলে অধিক কাজের মাধ্যমে এই উপার্জন অর্থের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারবেন। ঘরে বসে অর্থ উপার্জনের মাধ্যম গুলি ওর মধ্যে অন্যতম হলো Meesho অ্যাপ সাহায্যে অর্থ উপার্জন করা। এখানে আপনারা বিনা পুঁজিতে ঘরে বসে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। তাই চলুন আর দেরি না করে Meesho সাহায্যে কিভাবে অর্থ উপার্জন করা সম্ভব তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

Meesho কী?

Meesho হল একটি Reselling Mobile App, যার মাধ্যমে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন ঘরে বসে কোন রকম আর্থিক বিনিয়োগ ছাড়া। এই অনলাইন সেলিং অ্যাপ এর সাহায্যে বিভিন্ন পোশাক (মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের), জুতো-স্যান্ডেল, সাজানোর সামগ্রী, রান্নাঘরের পণ্য সমূহ, বিউটি প্রোডাক্টস ইত্যাদি সেল করা হয়। তাই আপনারা চাইলে মেসো অ্যাপের একাধিক সেলিং লিংকগুলো আপনার WhatsApp, Facebook বা Instagram এর প্রাইভেট অ্যাকাউন্টেশেয়ার করে বিক্রি করে ভালো আয় করতে পারেন। আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে কোন ব্যক্তি অর্ডার করলে তার থেকে কিছু পরিমাণ অর্থ আপনাকে প্রদান করা হবে।

Meesho অ্যাপ কাজ কীভাবে করে?

মেসো একটি ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে মেসো অ্যাপ টিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মোবাইল নম্বর দিয়ে Sign Up করতে। সাইন আপ সম্পন্ন হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, যাতে আপনার মুনাফা সরাসরি সেই অ্যাকাউন্টে যায়। এবার মেসো অ্যাপ থেকে বিভিন্ন ড্রেস অথবা সেলিং দ্রব্য ছবি তুলে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতে পারেন। আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে কেউ যদি শপিং করে থাকে তাহলে তার থেকে আপনাদের কিছু কমিশন প্রদান করা হবে। এভাবেই ধীরে ধীরে একাধিক দ্রব্য বিক্রি করে নূন্যতম ২০ থেকে ২৫ হাজার টাকা উপার্জন সম্ভব।

Meesho থেকে মাসিক ২০,০০০-২৫,০০০ টাকা আয় কিভাবে সম্ভব?

মেসো অ্যাপের সাহায্যে আপনারা চাইলে অনায়াসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন। যাদের বিশ্বাস হচ্ছে না তারা নিম্নে প্রদত্ত হিসেবটি দেখুন- আপনি যদি প্রতিদিন মেসো হ্যাপি ৫টি অর্ডার পেয়ে থাকেন তাহলে প্রোডাক্টে আপনার মার্জিন যদি হয় ১৫০ টাকা। তাহলে ৫ x ১৫০ = ৭৫০ প্রতিদিন আয় সম্ভব। মাসে ৩০ দিনে আয় = ৭৫০ x ৩০ = ২২,৫০০ টাকা। আপনারা চাইলে অধিক সেল করে উক্ত আয়ের পরিমাণ আরো বাড়াতে পারবে। মেসো এপ বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলি সেল বেশি এবং উপার্জন অনেক বেশি হয়ে থাকে। এই প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম হলো- মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, কুর্তি ইত্যাদি।

ছেলেদের টি-শার্ট, জিন্স ইত্যাদি। কিচেন পণ্য যথা- মিক্সার, কুকার, বাটির সেট, বেডশীট, কার্পেট, পর্দা মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্টস, স্মার্টফোন কভার, মোবাইল এক্সেসরিজ ইত্যাদি ইলেক্ট্রনিকস জিনিসপত্র প্রভৃতি। তাই আপনারা অধিক অর্ডার পেতে উক্ত প্রোডাক্টগুলোর ছবি আপনাদের সোশ্যাল সাইটগুলোতে নিয়মিত আপলোড করতে পারেন।

কারা কারা কাজটি করতে পারবেন?

মেসোর সাহায্যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে উপার্জন করতে চাইলে, আপনাদের হাতের স্মার্টফোনের সাহায্যে এটি সম্পূর্ণ করতে পারবেন। সকল শ্রেণীর মানুষেরা ঘরে বসেই অন্য কাজের পাশাপাশি একটু সময় দিয়ে কাজটি অনায়াসে পড়তে পারবে। তাই গৃহবধূ, কলেজের ছাত্র ছাত্রী, সমেত সকলেই অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন এর মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আপনারা google অথবা নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment