লেবার কার্ড মাসে পাবেন ২,০০০ টাকা! এখনই আবেদন করে ফেলুন – Labour Card Benefit Scheme

Labour Card Benefit Scheme: লেবার কার্ড থাকলেই ভারত সরকার দিবে প্রতি মাসে ২০০০ টাকা। এছাড়াও রয়েছে আরো একাধিক সুযোগ-সুবিধা। দেশের দিনমজুর ও অসংগঠিত লেবার শ্রেণীর মানুষের জন্য ভারত সরকার লেবার কার্ড এর সূচনা করেছেন। এই লেবার কার্ডের মাধ্যমে ভারত সরকার সাধারণ জনগণ আর্থিক সহায়তা প্রদান করেন। লেবার কার্ড এর মাধ্যমে আর্থিক সহায়তার পাশাপাশি বীমা, পেনশন সহ একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তাই আপনার পরিবারের কারো লেবার কার্ড থাকলে অতিসত্বর উক্ত সুযোগ-সুবিধা গ্রহণ করুন। লেবার কার্ড থাকা সত্ত্বেও যারা লেবার কার্ডের সুযোগ-সুবিধা সম্পর্কে অভিহিত নন, তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

আজকের প্রতিবেদনে ভারত সরকারের লেবার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- লেবার কার্ড কি? লেবার কার্ডের কি কি সুবিধা রয়েছে? লেবার কার্ড এর আবেদন যোগ্যতা? প্রভৃতি আলোচনা করা হলো। তাই যাদের লেবার কার্ড রয়েছে তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। এছাড়াও যাদের লেবার কার্ডে নাম নেই তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখে নতুন লেবার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

 

লেবার কার্ড কী?

লেবার কার্ড হলো শ্রমিক দের দেওয়া ভারত সরকারের এমন এক নথি যা প্রমাণ করে আপনি একজন নিবন্ধিত শ্রমিক। এর মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন সরকারি কল্যাণমূলক স্কিম, আর্থিক সহায়তা, বীমা, পেনশন ইত্যাদি সুবিধা পান। এটি মূলত অসংগঠিত খাতের শ্রমিকরা পান যেমন – নির্মাণশ্রমিক, দর্জি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বর, কৃষিশ্রমিক, হকার, রিকশাচালক প্রভৃতি। ভারত সরকারের লেবার কার্ড (Labour Card) হলো শ্রমিকদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত একটি পরিচয় ও সুবিধাপ্রদানকারী কার্ড। এই কার্ডের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে ভারত সরকার শ্রমিকদের ১০০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন।

ভারতবর্ষের কয়েক লক্ষ শ্রমিক সরাসরি লেবার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। বছরের যে সময়গুলিতে শ্রমিকেরা কাজের ঘাটতি দেখা দেয় তখন ১০০ দিনের কাজের মাধ্যমে তারা তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে থাকেন। ‌ কর্মসংস্থানে পাশাপাশি ভারত সরকার লেবার কার্ডের মাধ্যমে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন।

লেবার কার্ড এর সুবিধা:

লেবার কার্ডের মাধ্যমে ভারত সরকার অসংগঠিত ক্ষেত্রে যুক্ত শ্রমিক শ্রেণীর মানুষদের একাধিক সুবিধা প্রদান করে। আপনি অথবা আপনার পরিবারে কোনো সদস্যের নাম লেবার কার্ডে নথিভুক্ত থাকলে আপনারা নিম্নলিখিত সুবিধাগুলো পেতে পারেন।
১. ভারত সরকার তরফ থেকে লেবার কার্ড ধারীদের প্রতিমাসে ২০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হয়।
২. আর্থিক অনুদানের পাশাপাশি লেবার কার্ড ধারী শ্রমিকদের স্বাস্থ্যবীমা ও দুর্ঘটনা বীমা প্রদান করা হয়।
৩. যে সমস্ত মহিলাদের লেবার কার্ডের নাম নথিভুক্ত রয়েছে তারা মাতৃত্বকালীন একাধিক সুবিধা (নারী শ্রমিকদের জন্য) উপভোগ করে থাকেন।
৪. লেবার কাদের সঙ্গে যুক্ত শ্রমিকদের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষাবৃত্তি (শ্রমিকদের সন্তানদের জন্য) প্রদান করা হয়।
৫. লেবার কাটে যাদের নাম রয়েছে তাদের বয়স ৬০ বছর পেরোলে বৃদ্ধ পেনশন পেতে পারেন।
৬. লেবার কার্ডে নাম যাদের রয়েছে তারা বাড়ি নির্মাণ বা মেরামতের অনুদান দেওয়া হয়।
৭. উল্লেখিত সুবিধার পাশাপাশি লেবার কার্ড ধারীদের কাজের টুলস/প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
৮. এছাড়াও লেবার কার্ড ধারীরা সরকারি সামাজিক নিরাপত্তা পেয়ে থাকেন।

লেবার কার্ডের আবেদন যোগ্যতা:

উক্ত সুযোগ-সুবিধা পেতে গেলে আপনাদের লেবার কার্ডের নাম নথিভুক্ত থাকতে হবে। তাই যাদের লেবার কার্ডের নাম নথিভুক্ত নেই তারা নতুন লেবার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন। আবেদন জানাতে হলে আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে যাবতীয় নথিপত্র থাকতে হবে। আবেদনকারীর বয়স সাধারণত ১৮ বছর থেকে ৬০ বছর মধ্যে হতে হবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক আবেদন জানাতে পারবেন। এছাড়াও আবেদনের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু রাজ্যে ৯০ দিন বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment