Govt Scholarship: রাজ্যজুড়ে কিংবা অন্য রাজ্যের অনেক মেধাবী করি ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণে বাধা প্রাপ্ত হয়ে থাকে। এবার সেই সমস্ত আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সাধারণ ও গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকটি সরকারি স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। আপনি কিংবা আপনার পরিবারে যদি কেউ এমন প্রার্থী থেকে থাকে যার আর্থিক সাহায্য প্রয়োজন পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ করতে তার জন্য এই প্রতিবেদনটি।এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন
এই লেখাতে ২০২৫ সালের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য, যোগ্যতা, আর্থিক সহায়তার পরুমান এবং আবেদন করার নিয়ম ধাপে ধাপে আলোচনা করা হচ্ছে।
সম্পর্কিত পোস্ট
OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026কেন দরিদ্র ছাত্রদের জন্য স্কলারশিপ প্রয়োজন
মেধা থাকা সত্ত্বেও শুধু অর্থের অভাবে অনেকেই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকে। এই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে স্কলারশিপই সবচেয়ে কার্যকরী মাধ্যম হতে পারে। এটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জোগায় এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করে থাকে।
গুরুত্বপূর্ণ স্কলারশিপগুলির তালিকা (২০২৫)
১. National Means‑cum‑Merit Scholarship (NMMS)
এই স্কলারশিপটি ক্লাস ৮-এর পর ছাত্রছাত্রীদের ড্রপআউট আটকাতে দেওয়া হয়ে থাকে। সরকারি, স্থানীয় বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য এটি প্রযোজ্য হবে। বার্ষিক আয় ৩.৫ লক্ষ টাকার নিচে এবং MAT/SAT পরীক্ষায় কমপক্ষে ৪০% (SC/ST-এর জন্য ৩২%) নম্বর থাকলে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে প্রতি মাসে ১০০০ টাকা করে মোট ১২০০০ টাকা বার্ষিক ভাতা দেওয়া হয়ে থাকে। আবেদন শুরু ২ জুন, শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫।
২. Swami Dayanand Education Foundation Scholarship
সাধারণত এই স্কলারশিপ মূলত ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইটি ও আর্কিটেকচারের মত প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আনা হয়েছে। বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে এবং উচ্চ মাধ্যমিক-এ ৮০% নম্বর (অথবা অন্যান্য বোর্ডে ৭০%) থাকতে হবে।
এখানে প্রতি বছর ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আবেদন করার সময়: জুন থেকে ৩১ আগস্ট ২০২৫।
৩. Merck India Charitable Trust (MICT) Scholarship
এই স্কলারশিপ মাধ্যমিকের পর থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। মাসিক আয় ২০,০০০ টাকার কম এবং ৮০% নম্বর পেতে হবে দশম ক্লাসে।
প্রতি বছর সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পাওয়া সম্ভব। আবেদন চলবে ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৪. North South Foundation (NSF) Scholarship
সাধারণত এই স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং, মেডিসিন ও ৩ বছরের পলিটেকনিক কোর্সে ভর্তি ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য হবে। বার্ষিক আয় থাকতে হবে ৯০,০০০ টাকার নিচে।
প্রতি বছর ২৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫ অবধি।
৫. Baba Gurbachan Singh Scholarship Scheme
প্রথম বর্ষের ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এটি দেওয়া হয়ে থাকে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩.৫ লক্ষ টাকা বা তার কম। এই স্কিমে সম্পূর্ণ টিউশন ফি কভার করা হয়।
এর আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।
৬. Central Sector Scheme for College and University Students
কেন্দ্র সরকার পরিচালিত এই স্কলারশিপটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা EWS ছাত্রছাত্রীদের জন্য আনা হয়েছে। ক্লাস উচ্চ মাধ্যমিক-এ ৮০% নম্বর থাকা আবশ্যক।
UG ছাত্রদের বছরে ১০,০০০ টাকা এবং PG ছাত্রদের জন্য ২০,০০০ টাকা ভাতা দেওয়া হয়ে থাকে। আবেদন চলবে অক্টোবর ৩১, ২০২৫ পর্যন্ত।
৭. HDFC Bank Parivartan ECSS Scholarship
এই স্কলারশিপ প্রথম শ্রেণি থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত প্রযোজ্য হয়ে থাকে। পরিবারের আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার নিচে।
স্কুল এবং UG স্তরের জন্য ৩০,০০০ টাকা দেওয়া হয় এবং প্রফেশনাল কোর্সের জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়ে থাকে। আবেদনের শেষ সময় জুলাই ২০২৫ (সম্ভাব্য)।
৮. Foundation for Academic Excellence & Access (FAEA) Scholarship
SC/ST ও EWS ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে। যারা প্রথম বর্ষে কলেজে ভর্তি হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।এই স্কিমে টিউশন ফি, বই, ট্রাভেল খরচ ও অন্যান্য সহায়তার জন্য দেওয়া হয়।
আবেদন শুরু হয় ২০২৫-এর প্রথম দিকে, সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
৯. LIC Golden Jubilee Scholarship Scheme
এই স্কলারশিপ LIC সংস্থা কর্তৃক দেওয়া হয় EWS শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য।উচ্চ মাধ্যমিক বা সমতুল্যে ৬০–৭৫% নম্বর থাকতে হবে।
উচ্চশিক্ষার জন্য প্রতি বছর ৪০,০০০ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। আবেদনের সময় ২০২৫ সালের মাঝামাঝি।
১০. Tata Capital Pankh Scholarship
EWS পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য হবে।সাধারণত প্রফেশনাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ম্যানেজমেন্ট-এর জন্য এটি প্রদান করা হয়ে থাকে। বার্ষিক আয় হতে হবে ৪ লক্ষ টাকার মধ্যে।
প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। আবেদনের শেষ সময় মধ্য-২০২৫ পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা
আবেদনের জন্য কিছু সাধারণ নথিপত্র প্রয়োজন:
- ইনকাম সার্টিফিকেট
- মার্কশিট ও পাশ সার্টিফিকেট
- আধার কার্ড বা ভোটার আইডি
- ডোমিসাইল সার্টিফিকেট
- কলেজে ভর্তির প্রমাণ (Admission Letter)
- ব্যাংক পাসবই বা ক্যানসেল চেক
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
কীভাবে আবেদন করবেন
- এর জন্য কেন্দ্রীয় স্কলারশিপের জন্য আবেদন করতে হবে https://scholarships.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে
- বেসরকারি স্কলারশিপের জন্য সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- অনলাইন ফর্ম পূরণ করার সময় সব তথ্য সাবধানে দিতে হবে এবং প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে।
- আবেদনের পর আবেদন নম্বরটি সংরক্ষণ করে রাখতে হবে।
তাই ২০২৫ সালে গরিব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই সমস্ত স্কলারশিপ ভালো সহায়তা করতে পারে। আপনি কিন্তু আপনার পরিবারের যদি কেউ এমন ছাত্র-ছাত্রী থেকে থাকে তাহলে অবশ্যই এই স্কলারশিপ সম্পর্কের তাকে জানাবেন। আবেদন করার আগে আরও যাচাই করে দেখে নিবেন। সময় সাপেক্ষে তথ্য পরিবর্তন হতে পারে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You










