E-Shram Card Online Apply: আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে ৩০০০ টাকা ভাতা পেতে চান তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন। এক্ষেত্রে ভারত সরকার নিদিষ্ট বয়সে মাসিক ৩০০০ টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে। সম্প্রতি ভারত সরকারের এই স্কিম নিয়ে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়বেন –
ভারত সরকার এবার ই-শ্রম নতুন কিংবা পুরোনো কার্ডধারীদের জন্য চালু করল এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা।এই নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে ₹৩০০০ পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করে। আগে যেখানে ই-শ্রম কার্ডধারীরা মাসে ₹১০০০ করে ভাতা পেতেন, এখন সেই পরিমাণ তিনগুণ করে বাড়ানো হয়েছে। এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিদিষ্ট সময়ে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
সম্পর্কিত পোস্ট
সেপ্টেম্বরে নয়া নিয়ম! গ্যাস, ব্যাঙ্ক, গয়না ও GST নিয়মে পরিবর্তন দেখুন - September New Rulesকী এই নতুন পেনশন স্কিম?
এই নতুন স্কিমটি শুধুমাত্র ই-শ্রম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায়। যাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে, এবং যাঁরা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার্ড রয়েছেন, তাঁরা সরাসরি মাসিক ₹৩০০০ পেনশন পেতে পারেন। এটি একটি নির্ধারিত পরিমাণ যা সরকারের তরফ থেকে সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যায়।
ই-শ্রম কার্ড কী?
ই-শ্রম কার্ড হল একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড, যা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। যেমন নির্মাণ শ্রমিক, বাড়ির কাজের লোক, রিকশা চালক, কৃষিশ্রমিক, ছোট ব্যবসায়ী, হকার ও সমতুল্য— এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এর আওতায় আসতে পারেন। এই কার্ডে একটি ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকল এবং এটি শ্রম মন্ত্রণালয়ের ডাটাবেসে রেকর্ড থাকে।
আগে কী সুবিধা মিলত?
এই প্রকল্পের আওতায় আগের ই-শ্রম কার্ডধারীরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন। যেমন মাসে ₹১০০০ টাকা, ₹২ লক্ষ পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা দেওয়া হত, নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করা হত ইত্যাদি। বর্তমানে সরকারের পক্ষ থেকে বার্ধক্যজনিত আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কে এই ₹৩০০০ মাসিক পেনশন পাবেন?
- যাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি হ’য়েছে
- যাঁদের ই-শ্রম কার্ড আছে
- যাঁরা পূর্বে রেজিস্টার করেছেন অথবা এখন করতে ইচ্ছুক
- যাঁরা ভারতীয় বাসিন্দা
- যাঁদের মাসিক আয় আয়করের আওতার নিচে থাকে
- যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেটি আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে
উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন ₹৩০০০ টাকার এই পেনশন সুবিধা নেওয়ার জন্য।
আবেদন কীভাবে করবেন?
অনলাইনে আবেদন করতে আবেদনের জন্য প্রথমে আপনার নিকটবর্তী CSC (Common Service Centre)-এ যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। এরপর CSC কর্মী আপনার রেজিস্ট্রেশন করে তৈরি করে দেবেন এবং এরপর আপনার আবেদন জমা হয়ে যাবে সরকারের ই-শ্রম পোর্টালে।
কোন কোন নথি প্রয়োজন হবে?
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবুক
- মোবাইল নম্বর
- বয়স প্রমাণপত্র (যেমন ভোটার কার্ড বা জন্মসনদ)
- পাসপোর্ট সাইজ ছবি
- প্যান কার্ড (যদি থাকে)
তবে আপনার যদি প্যান কার্ড না থাকে, তাহলেও আবেদন করা যাবে এখানে, কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য তা করে নেওয়াই ভালো।
ই-শ্রম কার্ড কিভাবে বানাবেন?
যাঁদের এখনো পর্যন্ত ই-শ্রম কার্ড নেই, তাঁরা নিচের পদ্ধতিতে তা বানিয়ে নিতে পারেন:
- নিকটবর্তী CSC সেন্টারে যেতে হবে
- উপরোক্ত সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে
- CSC কর্মী অনলাইনে শ্রম পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে নিবেন
- রেজিস্ট্রেশনের পর ১২ সংখ্যার ই-শ্রম ইউআইডি জেনারেট হয়ে যাবে
- সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে
- রেজিস্টার মোবাইলে SMS-এর মাধ্যমে সমস্ত তথ্য চলে আসবে
পেনশন কবে থেকে শুরু হবে?
অনলাইন আবেদন সফলভাবে জমা হওয়ার পর যাচাই প্রক্রিয়া চালু হবে এবং সফল হলে ১–২ মাসের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ₹৩০০০ টাকা করে পেনশন আসতে শুরু করে দেবে। এটি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে দেওয়া হবে, এবং আপনি চাইলে CSC-তে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন।
যাঁরা আগেই রেজিস্টার করেছেন, তাঁদের কী করতে হবে?
যাঁরা আগে থেকেই ই-শ্রম কার্ডধারী বা কার্ড পেয়েছেন, বর্তমানে ৬০ বছর পূর্ণ করেছেন, তাঁদের নতুন করে শুধুমাত্র পেনশন স্কিমের জন্য আবেদন করা দরকার। CSC সেন্টারে গিয়ে শুধু বয়স ও ব্যাঙ্ক তথ্য যাচাই করিয়ে দিলেই হয়ে হবে।
অন্য কোনো অতিরিক্ত সুবিধা মিলবে?
হ্যাঁ, এই পেনশনের পাশাপাশি আপনি দুর্ঘটনাজনিত মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে ₹২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে পরিবারকে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন স্কিম ও সুবিধা ই-শ্রম কার্ডের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
এই প্রকল্প কারা চালাচ্ছে?
এই বিশেষ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (Ministry of Labour & Employment) দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই প্রকল্পের জন্য কোনো তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে CSC-এর মাধ্যমে করা সম্ভব ।
সবশেষে বলা যায়, কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিম ই-শ্রম কার্ডধারী প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হতে চলেছে। ₹৩০০০ করে মাসিক পেনশন শুধু তাঁদের বার্ধক্যের নিরাপত্তাই নিশ্চিত করে না বরং পরিবারকেও আর্থিক দিক থেকে দাড়িয়ে রাখে।
আরও পড়ুন
জমি থাকলে কেন্দ্রের 5 প্রকল্প! মাসিক ভাতা সমেত নানা সুবিধা রয়েছে - Central Govt Farmer Yojna
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You