পুরোনো নয়,ডিজিটাল ভোটার কার্ড নিয়ে ফেলুন, শুধু মোবাইলে এই কাজ করুন – Digital Voter Card Online

Digital Voter Card Online: বর্তমানে ভারতের নির্বাচন কমিশন দেশের নাগরিকদের জন্য ডিজিটাল ভোটার আইডি কার্ড (e-EPIC) চালু করেছে ।আমরা সকলেই জানি, এটি এমন এক গুরুত্বপূর্ণ নথি, যা শুধু ভোট দেওয়ার সময় নয়, বরং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণেও পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত করা হয়ে থাজে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনে e-EPIC সহজেই পাওয়া সম্ভব।

আসুন তাহলে আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিই কীভাবে আপনি ঘরে বসেই এই ডিজিটাল ভোটার কার্ড তৈরি করতে করবো, কারা এটি পেতে পারবেন, কী কী তথ্য দরকার হবে এবং কোথায় সমস্যা হলে কী করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

ডিজিটাল ভোটার আইডি কার্ড কী

e-EPIC বা Elector Photo Identity Card হল একটি PDF ফরম্যাটে প্রাপ্ত ডিজিটাল ভোটার কার্ড মাত্র, যেখানে ভোটারের নাম, জন্ম তারিখ, ঠিকানা, ছবি এবং একটি সুরক্ষিত QR কোড সংযুক্ত থেকে থাকে। এই কার্ডটি সম্পূর্ণভাবে non-editable হয়ে থাকে এবং এটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করা সম্ভব ।

কারা এই কার্ড ডাউনলোড করতে পারবেন

১. যিনি ভারতের নাগরিক হন
২. যার বয়স ১৮ বছর বা তার বেশি রয়েছে
৩. যার ভোটার তালিকায় নাম রয়েছে
৪. যিনি ফর্ম ৬ পূরণ করে আবেদন করেছেন
৫. যার মোবাইল নম্বর নির্বাচন কমিশনে রেজিস্টার্ড করা হয়েছে

কোন ওয়েবসাইট থেকে e-EPIC ডাউনলোড করবেন

ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সরকার নির্ধারিত দুটি প্রধান ওয়েবসাইট রয়েছে তা হলো:

  • voterportal.eci.gov.in
  • nvsp.in

এছাড়া Android মোবাইলে Voter Helpline অ্যাপ ব্যবহার করেও আপনি এই কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

e-EPIC ডাউনলোড করার ধাপসমূহ

১. voterportal.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে
২. লগইন করতে হবে, নতুন হলে রেজিস্টার করতে হবে
৩. “Download e-EPIC” অপশন নির্বাচন করতে হবে
৪. আপনার EPIC নম্বর ও রাজ্যের নাম লিখতে হবে
৫. মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করতে হবে
৬. সফলভাবে যাচাইয়ের পর PDF ফাইল ডাউনলোড করতে হবে

সাধারনত এই কার্ডের ফাইল সাইজ সাধারণত 250 কেবি হয়ে থাকে এবং এটি Digilocker-এ সংরক্ষণযোগ্য হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড বা জন্মের প্রমাণ
  • ঠিকানার প্রমাণ
  • পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাক্ষরের স্ক্যান কপি

মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ডাউনলোড করবেন

১. Google Play Store থেকে Voter Helpline App ডাউনলোড করতে হবে
২. অ্যাপে লগইন করতে হবে
৩. EPIC নম্বর ও OTP দিয়ে যাচাই করতে হবে
৪. তারপর PDF ফরম্যাটে e-EPIC ডাউনলোড করতে হবে

ঘোষনা : আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ড চাইলে PVC আকারে করাতে পারেন অথবা দপ্তর কর্তৃক এই কার্ডের হার্ডকপি অর্ডার করতে পারেন এবং অপেক্ষা করে হাতে হানেও পেতে পারেন। 

কিভাবে যাচাই করবেন আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা

১. electoralsearch.in ওয়েবসাইটে যেতে
২. “Search by Details” নির্বাচন করতে হবে
৩. আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি দিন
৪. যাচাই করুন আপনার নাম তালিকায় আছে কিনা

যদি ভোটার আইডি না পান তবে কী করবেন

১. voterportal.eci.gov.in বা nvsp.in এ লগইন করতে হবে
২. “Track Application Status” অপশন নির্বাচন করতে হবে
৩. আপনার আবেদন ফর্ম নম্বর দিয়ে খোঁজ করতে হবে
৪. প্রয়োজনে CEO অফিসে যোগাযোগ করুন বা অভিযোগ জানান

কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

বিষয়তথ্য
লঞ্চের তারিখ২৫ জানুয়ারি ২০২১
কার্ড ফরমেটPDF, non-editable
QR কোডথাকে
সাইজপ্রায় 250 KB
মুদ্রণযোগ্যহ্যাঁ
সংরক্ষণের মাধ্যমফোন, কম্পিউটার, Digilocker

কোথায় যোগাযোগ করবেন

  • হেল্পলাইন নম্বর: ১৯৫০
  • ইমেইল: techsupport@eci.gov.in
  • অফিসিয়াল সাইট: eci.gov.in

ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু হওয়ার ফলে এখন আর ভোটারদের লাইনে দাঁড়িয়ে আইডি সংগ্রহ করতে হয় না। ঘরে বসেই কয়েকটি সহজ ধাপে আপনি নিজেই আপনার ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন। এটি শুধুমাত্র ভোটার হিসেবেই নয়, বরং একটি বহুমুখী পরিচয়পত্র হিসেবেও গণ্য হয়ে থাকে। এর হার্ড কপি পরে পোস্ট অফিস বা বিএলআরও মারফত পাঠানো হবে।

যারা এখনও এই সুবিধা গ্রহণ করেননি, তারা যেন দেরি না করে আজই আবেদন করে e-EPIC ডাউনলোড করে নিতে পারেন। অথবা PVC এর অর্ডার করতে পারেন।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!