Digital Farmer ID Card: রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ে কৃষকদের জন্য প্রতিনিয়ত কাজ করেই চলেছে। এবার কৃষকদের জন্য এমন একটি নতুন উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে বহুভাবে উপকৃত হতে চলেছে দেশের সমস্ত কৃষকরা।আপনি কিন্তু আপনার পরিবারে অথবা আপনার জানাশোনা যদি কেউ কৃষক হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনটি তার কাছে শেয়ার করবেন এবং বিস্তারিত জেনে নিবেন।
বর্তমানে ভারতের প্রতিটি রাজ্যে Farmer ID Card (কৃষক পরিচয়পত্র) তৈরি ও তা ডাউনলোডের কাজ পুরোদমে চলছে। কেন্দ্র ও রাজ্য সরকার চায় প্রত্যেক প্রকৃত কৃষক ডিজিটাল ফর্মে রেজিস্ট্রেশন করে নিক, যাতে তারা সরাসরি সরকারি সুবিধা, ভর্তুকি ও স্কিমের উপকার পেতে পারেন।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeতাই আজকের প্রতিবেদনে আমরা জানাবো কীভাবে আপনি ঘরে বসে Farmer ID Card পাবেন, এর জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগবে, এবং কোন কোন ভুল করলে আপনার কার্ড বাতিল হতে পারে।
Farmer ID Card কী এবং কেন এটি জরুরি?
Farmer ID Card বা কৃষক পরিচয়পত্র হলো একটি সরকার-স্বীকৃত ডিজিটাল কার্ড যেখানে কৃষকের নিজস্ব পরিচয়, জমির মালিকানা, ফসল সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি অনলাইনে সংরক্ষিত হয়ে থাকে।
এই কার্ডের সাহায্যে কৃষক যে সুবিধাগুলি পাবেন:
- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে যাবে
- ফসল বিমা যোজনা, কৃষি যন্ত্র ভর্তুকি, বীজ ও সার বিতরণ সহজ ভাবে পাবেন
- জমির ডিজিটাল রেকর্ড সংযুক্ত করা থাকবে
- সরাসরি কৃষি অফিসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে পারবেন
- কৃষকের ব্যাংক লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে
কোন কোন রাজ্যে Farmer ID Card চালু হয়েছে?
২০২৫ সালের মধ্যে প্রায় প্রতিটি রাজ্যে এটি চালু হয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল:
- উত্তরপ্রদেশ: upfr.agristack.gov.in
- বিহার: dbtagriculture.bihar.gov.in
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- পশ্চিমবঙ্গ (শীঘ্রই চালু হচ্ছে)
কিভাবে অনলাইনে কৃষক কার্ড ডাউনলোড করবেন? (Step-by-step গাইড)
ধাপ ১: রাজ্যভিত্তিক সরকারি ওয়েবসাইটে যান
আপনার রাজ্য অনুযায়ী কৃষি দফতরের ওয়েবসাইটে যেতে হবে। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশের জন্য:
https://upfr.agristack.gov.in
ধাপ ২: “Farmer Registration” বা “কৃষক রেজিস্ট্রেশন” অপশন নির্বাচন করুন
ধাপ ৩: নিচের তথ্য পূরণ করুন
- আধার নম্বর
- মোবাইল নম্বর
- জেলা, ব্লক, গ্রাম
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
- জমির তথ্য (খতিয়ান, দাগ নম্বর)
ধাপ ৪: প্রমাণপত্র আপলোড করুন
- আধার কার্ড (PDF)
- জমির দলিল / খতিয়ান
- ব্যাংক পাসবুক
- পাসপোর্ট সাইজ ফটো
ধাপ ৫: ফর্ম সাবমিট করুন
সঠিকভাবে ফর্ম পূরণ করার পর Submit বাটনে ক্লিক করতে হবে।এমনি সফলভাবে আবেদন জমা দিলে আপনি একটি Acknowledgement Number বা আবেদন নম্বর পাবেন।
কিভাবে কার্ড ডাউনলোড করবেন?
রেজিস্ট্রেশনের পর ৭-১৫ দিনের মধ্যে নিচের পদ্ধতিতে এই কার্ড ডাউনলোড করুন:
- ফের একই ওয়েবসাইটে যেতে হবে
- “Farmer Search” বা “Download ID Card” অপশন বেছে নিতে হবে
- আপনার আবেদন নম্বর অথবা মোবাইল নম্বর দিতে হবে
- OTP ভেরিফাই করে PDF আকারে কার্ড ডাউনলোড করতে হবে
- চাইলে প্রিন্ট করে নিতে পারবেন
মোবাইল অ্যাপ থেকে কিভাবে কার্ড ডাউনলোড করবেন?
বেশ কিছু রাজ্য সরকার Android অ্যাপ চালু করেছে:
- Google Play Store-এ গিয়ে সার্চ করতে হবে:
“Farmer Registry App”, “किसान कार्ड ऐप” বা আপনার রাজ্যের নাম + “Kisan App”
ইনস্টল করার পর:
- মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে লগইন করতে হবে
- সমগ্র আইডি / কিষান রেজিস্ট্রি নম্বর দিয়ে লগইন করতে হবে
- Download Farmer Card অপশনে ক্লিক করে নিবেন
প্রয়োজনীয় ডকুমেন্টস (যা রেজিস্ট্রেশনের সময় লাগবে)
প্রমাণপত্র সমূহ | প্রয়োজনীয়তা |
---|---|
আধার কার্ড | পরিচয়ের জন্য প্রয়োজন |
মোবাইল নম্বর | OTP ভেরিফিকেশনের জন্য |
জমির দলিল / খতিয়ান | জমির মালিকানা প্রমাণ |
ব্যাংক পাসবুক | অর্থ লেনদেনের জন্য |
পাসপোর্ট সাইজ ছবি | ফর্মে যুক্ত করার জন্য |
গুরুত্বপূর্ণ তথ্য
- Farmer ID Card ছাড়া এখন বেশিরভাগ সরকারি কৃষি স্কিমের সুবিধা পাওয়া যাবে না
- কার্ড ভুল থাকলে সংশ্লিষ্ট কৃষি সহায়তা কেন্দ্র (Krishi Sahayata Kendra) তে গিয়ে সংশোধন করে নিতে পারবেন
- প্রিন্ট করা কার্ড সব কৃষি অফিসে বৈধ হিসেবে গ্রহণযোগ্য
কার্ড ডাউনলোড ফি কত?
- এর জন্য কিছু রাজ্যে ₹৩০ থেকে ₹৫০ পর্যন্ত ফি নেওয়া হচ্ছে প্রিন্ট ও সার্ভিস চার্জ হিসাবে
- তবে অনেক রাজ্যে এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া সম্ভব
হেল্পলাইন / অভিযোগের জন্য যোগাযোগ
রাজ্য | হেল্পলাইন নম্বর |
---|---|
উত্তরপ্রদেশ | 1800-180-1551 |
বিহার | 1800-345-6195 |
পশ্চিমবঙ্গ | কৃষি সহায়তা কেন্দ্র |
এমপি | 0755-2558823 |
ভবিষ্যৎ আপডেট
- আগামী দিনে Farmer ID Card-এর সঙ্গে PM-KISAN, KCC Loan ও Soil Health Card সংযুক্ত হতে চলেছে
- QR কোড যুক্ত ID Card চালু হবে, যা স্ক্যান করলেই কৃষকের জমি, ফসল ও ব্যাংক তথ্য দেখা যাবে
- পর্যায়ক্রমে কার্ডে জমির মানচিত্র, ফসল চক্র ও বীমার তথ্য সংযুক্ত করা হবে
বর্তমানে আমাদের দেশে কৃষকদের ডিজিটাল রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কৃষকদের Farmer ID Card থাকলে সরকারের সরাসরি ভর্তুকি ও সুবিধা ঘরে বসে পাওয়া সম্ভব। আপনি যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আজই নিজের রাজ্যের কৃষি পোর্টালে গিয়ে আবেদন করে ফেলুন এবং আপনার Farmer ID Card ডাউনলোড করেনিন।
কারণ, আগামী দিনে কৃষি উন্নয়নের চাবিকাঠি হতে চলেছে – ডিজিটাল কৃষক পরিচয়।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You