Blue Aadhaar Card Update: বর্তমানে আমাদের দেশে আধার কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে দাড়িয়েছে। তবে নবজাতক বা ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সাধারণ আধার বানানো কিছুটা জটিল হয়ে দাড়িয়েছে।এবার এই সমস্যার সমাধানে UIDAI দপ্তর চালু করেছে Blue Aadhaar Card, যা নিদিষ্ট সংখ্যাকের জন্য তৈরি বিশেষ আধার কার্ড।
ব্লু আধার কার্ড আসলে কী?
Blue Aadhaar, যাকে Baal Aadhaar-ও বলা হয়ে থাকে, যা নিদিষ্ট বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি করা হশে থাকে এই আধার কার্ড। তাই সাধারণ আধারের থেকে একে আলাদা করতে এর রঙ রাখা হয়েছে নীল। এতে ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান নেওয়া হয় না। শুধু উপভোক্তার মুখের ছবি ও বাবা-মায়ের মধ্যে যেকোনো একজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়ে থাকে।
সম্পর্কিত পোস্ট
OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026কেন দরকার ব্লু আধার কার্ড?
সাধারণত শিশুর জন্মের পরপরই সরকারি নানা সুবিধা যেমন স্কুলে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা, ভ্যাকসিন রেকর্ড, সরকারি স্কিম সুবিধা – এগুলোর জন্য আধার দরকার কার্ড হয়ে থাকে। এছাড়াও শিশুর পরিচয় পত্র নিশ্চিত করতে, ভবিষ্যতের জন্য আধার থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্লু আধার একটি অত্যন্ত প্রয়োজনীয় নথি হয়ে দাড়িয়েথে।
ব্লু আধার কার্ডের জন্য বয়সসীমা
যেকোনো ৫ বছরের কম বয়সি শিশু এই আধার কার্ডের জন্য উপযুক্ত হয়ে থাকে। নবজাতক হলেও এই কার্ডের আবেদন করতে পারবে। বায়োমেট্রিক তথ্য না নেওয়া হলেও শিশুর ছবি ও পিতামাতার আধারের সঙ্গে সংযুক্তি করা হশ। ৫ বছর ও ১৫ বছর বয়সে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।
কীভাবে করবেন আবেদন – স্টেপ বাই স্টেপ গাইড
Blue Aadhaar-এর জন্য এখন UIDAI অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার হয়ে থাকে। আসুন দেখি কীভাবে আপনি আবেদন করবেন:
১. প্রথমে যেতে হবে uidai.gov.in – UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে
২. “My Aadhaar” ট্যাবে ক্লিক করে “Book an Appointment” সিলেক্ট করতে হবে
৩. আপনার শহর এবং নিকটবর্তী আধার কেন্দ্র নির্বাচন করতে হবে
৪. “New Aadhaar for Child” অপশন বেছে নিতে হবে
৫. মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে
কেন্দ্রে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে
- শিশুর জন্ম সনদ (Birth Certificate)
- শিশুর পিতা বা মাতার আধার কার্ড
- পিতামাতার উপস্থিতি বাধ্যতামূলক
- পিতামাতার বায়োমেট্রিক যাচাইকরণ কেন্দ্রেই হয়
- শিশুর ছবি আধার কেন্দ্রেই তোলা হয়
এই তথ্য দিয়ে রেজিস্ট্রেশন শেষ হলে একটি স্লিপ দেওয়া হয়ে থাকে
কখন ডেলিভারি হবে ও ভবিষ্যতে কী করতে হবে?
রেজিস্ট্রেশনের পর সাধারণত ৬০-৯০ দিনের মধ্যে ব্লু আধার কার্ড পোস্টের মাধ্যমে পাওয়া যায়। শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে আধারে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক হয়েছে। একইভাবে, ১৫ বছর বয়সে আবার আপডেট করাতে হয়।
কারা এই কার্ড করাবেন?
- নবজাতক শিশুদের জন্য
- ৫ বছরের কম বয়সি বাচ্চাদের জন্য প্রযোজ্য হবে
- যাদের স্কুল/আঙ্গনওয়াড়ি বা সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রয়োজন রয়েছে
- যাদের পরিবার সরকারি সুবিধা পেতে ইচ্ছুক
ব্লু আধার কার্ডের সুবিধা কী কী?
- শিশুর জন্য সরকারি ও বেসরকারি পরিষেবায় পরিচয়ের প্রমাণ হিসেবে
- স্কুল ভর্তি বা হাসপাতালের রেকর্ড রাখতে সুবিধা হবে
- শিশুর পরিচয় আগেই তৈরি হয়ে যায়, ভবিষ্যতে ঝামেলা কম হবে
- সরকারি ভাতা বা ভ্যাকসিন স্কিমে নাম তুলতে সহজ হয়ে থাকে
তাই বলা যায়, Blue Aadhaar কার্ড এখন শুধু কাগজপত্র নয়, বরং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আপনার শিশুর সঠিক পরিচয় নিশ্চিত করতে হলে আজই Blue Aadhaar কার্ডের জন্য আবেদন করতে পারেন।এদিকে এই পদ্ধতিতে সরকার এটি অত্যন্ত সহজ করেছে – অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে খুব অল্প সময়ে আপনি এটি হাতে পাবেন। ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে, এটি এখনই করে ফেলা বুদ্ধিমানের কাজ হতে পারে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You










