Ayushman Card Apply: বর্তমানে স্বাস্থ্য খরচ সাধারণ মানুষের কাঁধে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে চিকিৎসা খাতে খরচ বেড়েই চলেছে এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের পক্ষে এই খরচ বহন করা অনেক কঠিন হয়ে উঠছে। ঠিক সেই জায়গাতেই আশার আলো হয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য কার্ড (PM-JAY)।
এই কার্ড থাকলে বিশেষত প্রবীণ নাগরিকরা পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা, যা দেশের সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নগদহীন পরিষেবা দেওয়া হয়ে থাকে। এই সুবিধা পেতে হলে আবেদন করতে হবে Ayushman Vay Vandana Card এর জন্য। আসুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeএই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে:
- আয়ুষ্মান কার্ড কী?
- কাদের জন্য প্রযোজ্য হবে?
- কী কী সুবিধা মিলবে?
- কীভাবে আয়ুষ্মান অ্যাপ দিয়ে আবেদন করবেন?
- প্রয়োজনীয় নথিপত্র সমূহ
আয়ুষ্মান ভারত স্কিম – এক নজরে
আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য কার্ড (PM-JAY) চালু হয় ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর থেকে। এটি একটি ন্যাশনাল পাবলিক হেলথ ইন্সুরেন্স স্কিম হয়ে থাকবে, যার রূপায়ণ করছে National Health Authority (NHA) বিভাগ।
এই প্রকল্পের মূল লক্ষ্য:
- দেশের দরিদ্র এবং অর্ধদরিদ্র পরিবারকে স্বাস্থ্য পরিষেবায় আর্থিক সুরক্ষা দেওয়া
- নগদহীন (cashless) এবং পোর্টেবল চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে
- সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ভর্তি ও চিকিৎসা করানোর সুযোগ পাবেন
বিশেষ সুযোগ প্রবীণ নাগরিকদের জন্য – Ayushman Vay Vandana Card
সাধাীনত ২০২৫ সালে কেন্দ্র সরকার নতুন ঘোষণা করেছে – ৭০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে Ayushman Vay Vandana Card, যার মাধ্যমে তারা বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাবেন বিনামূল্যে।
যদিও এই কার্ড মূলত প্রবীণদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে, তাই বাড়তি আর্থিক চাপ ছাড়াই চিকিৎসা পরিষেবা পেতে পারেন তারা।
কী সুবিধা পাওয়া যাবে এই কার্ডে?
সুবিধা | বিস্তারিত |
---|---|
চিকিৎসা কভারেজ | বছরে ₹৫ লক্ষ পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা পাবেন |
হাসপাতাল | সমস্ত সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে প্রযোজ্য হবে |
নগদ প্রয়োজন নেই | পুরো প্রক্রিয়া Cashless এবং Paperless হয়ে থাকবে |
প্রবীণদের জন্য বিশেষ | ৭০+ বয়সীদের জন্য বিশেষ কার্ড – Ayushman Vay Vandana Card |
মোবাইল থেকে আবেদন | Ayushman App-এর মাধ্যমে আবেদন করা যাবে ঘরে বসেই |
পরিবার সহ কভার | পরিবারের সদস্যদের তথ্য দিয়ে একসঙ্গে আবেদন করা সম্ভব |
কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
এই সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরব করতে হবে:
- আবেদনকারীর বয়স ৭০ বছর বা তার বেশি হওয়া উচিত
- অবশ্যই আবেদনকারীর ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে
- আবেদনকারীর কাছে আধার নম্বর ও মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে
- আবেদনকারীকে Ayushman App বা PMJAY ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে
কীভাবে আবেদন করবেন? ধাপে ধাপে নির্দেশিকা
এই আবেদন প্রক্রিয়া একদম ডিজিটাল এবং সহজ হয়ে থাকবে। আপনি Android ফোনে “Ayushman App” ইনস্টল করলেই আবেদন শুরু করতে পারেন।
ধাপ ১: অ্যাপ ডাউনলোড ও লগইন
- Play Store থেকে Ayushman App ডাউনলোড করতে হবে
- Beneficiary অথবা Operator হিসাবে লগইন করতে হবে
- মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে OTP দিয়ে লগইন সম্পন্ন করতে হবে
ধাপ ২: লোকেশন ও ডেটা অনুমোদন
- আপনার ডিভাইসের লোকেশন অ্যাক্সেস অনুমতি দিতে হবে
- এরপর রাজ্য নির্বাচন করতে হবে
- আধার নম্বর ও অন্যান্য ডেটা দিতে হবে
ধাপ ৩: EKYC ও ডিক্লিয়ারেশন
- EKYC (ইলেকট্রনিক Know Your Customer) প্রক্রিয়া শুরু করতে হবে
- EKYC এর জন্য আধার OTP দিন ও ডিক্লিয়ারেশনে সম্মতি দিতে হবে
- নির্দিষ্ট তথ্যগুলি পূরণ করতে হবে যেমন বয়স, ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, পিন কোড
ধাপ ৪: পরিবারের সদস্য যুক্ত করুন
- আবেদনকারীর পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য দিতে হবে (যদি থাকে)
- সম্পর্ক, বয়স, লিঙ্গ ও আধার নম্বর দিতে হবে
ধাপ ৫: সাবমিট ও ডাউনলোড
- সমস্ত তথ্য যাচাই করে Submit করতে হবে
- আবেদন স্বীকৃত হলে আপনি Ayushman Vay Vandana Card ডাউনলোড করতে পারেন
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড (Aadhaar Card)
- মোবাইল নম্বর (আধার লিঙ্কড)
- ঠিকানার প্রমাণ (রেশন কার্ড / ভোটার আইডি)
- বয়সের প্রমাণ (PAN Card / জন্ম শংসাপত্র)
- পরিবারের অন্যান্য সদস্যদের আধার
কোন কোন চিকিৎসা অন্তর্ভুক্ত এই স্কিমে?
PM-JAY কার্ডধারীরা পাবেন নিম্নলিখিত স্বাস্থ্য পরিষেবাগুলির সুবিধা:
- হৃদরোগ (Heart Surgery) চিকিৎসা
- ক্যানসার (Cancer Chemotherapy) চিকিৎসা
- ডায়ালিসিস (Kidney Dialysis)
- নিউরো সার্জারি সুবিধা
- হাড় সংক্রান্ত অস্ত্রোপচার
- চোখ, কানের সার্জারি চিকিৎসা
- শিশু ও মাতৃকালীন চিকিৎসা
এই সমস্ত পরিষেবাই সীমাহীন ক্যাশলেস কভারেজে দেওয়া হয়ে থাকবে এবং এখানে পূর্ব অনুমতির প্রয়োজন নেই।
মূল্য বৃদ্ধির বাজারে ৫ লক্ষ টাকার মেডিক্যাল ইন্সুরেন্স সুবিধা, তাও সম্পূর্ণ বিনামূল্যে, সাধারণ মানুষের কাছে এক বিশাল সুযোগ হতে চলেছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য চালু হওয়া Ayushman Vay Vandana Card প্রকল্পটি স্বাস্থ্য পরিষেবাকে সাশ্রয়ী ও সহজলভ্য করে দিতে চলেছে।
যদি আপনার পরিবারের কেউ ৭০ বছরের বেশি বয়সী হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই Ayushman App গিয়ে আবেদন শুরু করতে পারেন। আর একবার অনুমোদন পেলেই আপনি/আপনার প্রিয়জন ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ থেকে রেহাই পেতে পারেন।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You