আধার নিয়ে বিরাট আপডেট! ১ অক্টোবর থেকে বাড়তি ফী ধার্য, দেখুন বিস্তারিত – Aadhaar Card Update Fee

Aadhaar Card Update Fee:  আমাদের দেশে আধার কার্ড আজ কেবলমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে জায়গা করে নিয়েছে। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি প্রক্রিয়া, পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, পেনশন সুবিধা, রেশন কিংবা মোবাইল সিম কেনা – প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন পড়ে থাকে। তাই আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেটের নতুন নিয়ম জারি করে করেছে এবং এতে নতুন ফি কাঠামো ঘোষণা করেছে। নতুন এই নিয়ম ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। যার ফলে এখন থেকে সাধারণ নাগরিকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা বায়োমেট্রিক আপডেটের জন্য আগের তুলনায় বেশি টাকা দিতে হবে। তবে শিশু ও কিশোরদের ক্ষেত্রে কিছু বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

এই প্রতিবেদনে আলোচনা করতে যাচ্ছি আধার কার্ড আপডেট সংক্রান্ত সমস্ত নতুন নিয়ম , নতুন ফি, ছাড় এবং নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে।

কেন আধার কার্ড আপডেট প্রয়োজন?

আমাদের দেশে আধার কার্ড হলো একটি ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক ভিত্তিক পরিচয়পত্র। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে বিভিন্ন পরিবর্তন এসে থাকে – কেউ ঠিকানা বদলায়, কেউ নামের বানান সংশোধন করে থাকে, আবার অনেক সময় মোবাইল নম্বর পরিবর্তনের দরকার হয়ে থাকে। অন্যদিকে বয়স অনুযায়ী শিশুদের বায়োমেট্রিক তথ্যও বদলায়, তাই নির্দিষ্ট বয়সে তা হালনাগাদ করতে হয়।

যদি আধার কার্ডে দেওয়া তথ্য ভুল থাকে বা পুরোনো হয়ে গিয়ে থাকে, তাহলে সরকারি পরিষেবা বা ব্যাংক সংক্রান্ত কাজের সময় বড় ধরনের সমস্যায় পড়তে হয়। তাই UIDAI নাগরিকদের নিয়মিত আধার আপডেট করার পরামর্শ দেন।

নতুন ফি কাঠামো: UIDAI-এর ঘোষণা

এদিন UIDAI-এর তরফে ঘোষণা করা হয়, ১ অক্টোবর ২০২৫ থেকে আধার কার্ড আপডেট পরিষেবার জন্য নতুন ফি ধার্য করা হয়েছে। আগের তুলনায় কিছু পরিষেবায় ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি একটি নতুন পরিষেবা হিসেবে যুক্ত হয়েছে বাড়িতে বসে আধার আপডেট করার সুবিধাও।

নতুন ফি তালিকা (২০২৫ থেকে কার্যকর):

পরিষেবার নামপুরোনো ফিনতুন ফি
সাধারণ তথ্য আপডেট (নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল, ইমেল)₹৫০₹৭৫
বায়োমেট্রিক আপডেট (আঙুলের ছাপ, চোখের মণি)₹১০০₹১২৫
বাড়িতে বসে পরিষেবা (হোম সার্ভিস)প্রযোজ্য নয়₹৭০০
শিশু ও কিশোরদের বায়োমেট্রিক আপডেট₹৫০বিনামূল্যে
নবজাতকদের আধার নিবন্ধন ও বায়োমেট্রিক আপডেটবিনামূল্যেবিনামূল্যে

কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে?

এদিকে UIDAI জানিয়েছে, নতুন ফি কাঠামো কার্যকর হলেও শিশু ও কিশোরদের ক্ষেত্রে কিছু বিশেষ ছাড় থাকবে।

  • নবজাতক শিশুদের আধার কার্ড তৈরি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
  • ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোরদের বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে হবে। আগে এর জন্য ৫০ টাকা ফি দিতে হতো।

এই উদ্যোগের ফলে শিশুদের পরিচয়পত্র সহজে ও সঠিকভাবে হালনাগাদ করা সম্ভব হবে।

বাড়িতে বসে আধার আপডেট পরিষেবা

UIDAI এবার একটি নতুন পরিষেবা চালু করেছে, যেখানে নাগরিকরা বাড়িতে বসেই আধার আপডেট করতে পারবেন। এই পরিষেবার জন্য ৭০০ টাকা ফি ধার্য করা হয়েছে বলে জানা যায়।

  • বিশেষ করে যারা অসুস্থ, প্রবীণ বা চলাফেরায় অক্ষম, তারা বিশেষভাবে এই পরিষেবা থেকে উপকৃত হতে পারেন।
  • পরিষেবা নিতে হলে UIDAI–কে ইমেল বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে।
  • অনুমোদিত আধার প্রতিনিধি বাড়িতে এসে নির্দিষ্ট পরিবর্তন করে দিবেন।

এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে, যদিও এর জন্য নির্ধারিত ফি তুলনামূলকভাবে বেশি হতে চলেছে ।

আধার আপডেটের পদ্ধতি

আধার আপডেট করার জন্য দুটি মূল উপায় রয়েছে –

  1. অনলাইন আপডেট (myAadhaar Portal):
    • নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি অনলাইনে আপডেট করা সম্ভব।
    • এর জন্য আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকা আবশ্যক হয়ে থাকে ।
    • অনলাইন আপডেটের পর তথ্য যাচাইয়ের জন্য প্রমাণপত্র আপলোড করতে হয়ে থাকে
  2. অফলাইন আপডেট (Aadhaar Seva Kendra):
    • বায়োমেট্রিক আপডেটের জন্য নাগরিকদের আধার সেবা কেন্দ্রে যেতে হয়ে থাকে ।
    • কেন্দ্র থেকে রসিদ দেওয়া হয়ে থাকে , যার মাধ্যমে পরবর্তী সময়ে আপডেটের অবস্থা ট্র্যাক করা যায়।

নকল আধার কার্ড থেকে সতর্কতা

এদিকে UIDAI নাগরিকদের সতর্ক করেছে যে, বর্তমানে নকল আধার কার্ডের প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। অনেক সময় প্রতারণার মাধ্যমে ভুয়ো আধার ব্যবহার করে আর্থিক জালিয়াতি করা হচ্ছে।

আসল ও নকল আধার কার্ড আলাদা করার সহজ উপায় হলো –

  1. UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর যাচাই করে নিতে হবে।
  2. mAadhaar মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন
  3. QR কোড স্ক্যান করে তথ্য যাচাই করে নিবেন

কোনও তৃতীয় পক্ষ বা অচেনা ওয়েবসাইটে আধার তথ্য শেয়ার করা উচিত নয়।

সাধারণ নাগরিকদের জন্য সতর্কবার্তা

  • আধার আপডেট করতে গেলে কেবলমাত্র UIDAI অনুমোদিত সেন্টার বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
  • কখনও কোনও এজেন্ট বা অচেনা ব্যক্তিকে আধার নম্বর বা OTP দেওয়া যাবেনা।
  • নিয়মিত আধার ডাউনলোড করে এর স্ট্যাটাস যাচাই করতে হবে।
  • সবসময় আধার কার্ডের তথ্য সঠিক রাখতে হবে, কারণ এটি অনেক সরকারি প্রকল্পে প্রাথমিক পরিচয়পত্র হিসেবে ব্যবহার হয়।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ

UIDAI-এর এই নতুন ফি কাঠামো দুটি কারণে গুরুত্বপূর্ণ –

  • সুবিধা বৃদ্ধি: হোম সার্ভিসের মতো নতুন পরিষেবা যুক্ত হওয়ায় অনেক নাগরিক উপকৃত হতে চলেছেন।
  • তথ্য সঠিক রাখা: নিয়মিত তথ্য আপডেট নিশ্চিত করার জন্য ফি বাড়ানো হলেও এটি নাগরিকদের আধার তথ্য নির্ভুল রাখতে সহায়তা করবে।

যদিও ফি কিছুটা বাড়ানো হয়েছে, তবে আধার আপডেট পরিষেবা এখন আরও বিস্তৃত এবং কার্যকর করা হয়েছে।

তাই আধার কার্ড এখন ভারতের প্রতিটি নাগরিকের পরিচয়পত্রের মূল ভিত্তি হয়ে দাড়িয়েছে। এর তথ্য সঠিক ও হালনাগাদ রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। UIDAI-এর নতুন ফি কাঠামো কার্যকর হওয়ার ফলে নাগরিকদের কিছুটা অতিরিক্ত খরচ হলেও পরিষেবার মান ও পরিধি উভয়ই বেড়ে গিয়েছে।

সুতরাং, সময়মতো আধার আপডেট করতে হবে, UIDAI-এর অফিসিয়াল পরিষেবা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কোনও ভুয়ো আধারের ফাঁদে পা দেবেন না। কারণ ভবিষ্যতে সরকারি সুবিধা থেকে শুরু করে ব্যক্তিগত পরিষেবা – সব ক্ষেত্রেই আধারের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!