Aadhaar Card On WhatsApp: আজকের দিনে আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র হিসাবে গণ্য নয়, বরং প্রতিটি ভারতীয় নাগরিকের ডিজিটাল অস্তিত্বের প্রতীক হয়ে দাড়িয়েছে। স্কুলে ভর্তি থেকে শুরু করে রেশন কার্ড আবেদন করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা সরকারি যেকোনও সুবিধা নিতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
এতদিন পর্যন্ত UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড ডাউনলোড করতে হত বা আপডেট করার ঝক্কি ব্যবস্থা ছিল। কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে সেই প্রক্রিয়াই আজ অনেক সহজ করা হয়েছে। এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ঘরে বসে নিজের আধার কার্ডের PDF কপি ডাউনলোড করতে পারবেন সহজেই।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeআসুন জেনে নেওয়া যাক বিস্তারিত, কীভাবে WhatsApp ব্যবহার করে আধার কার্ড ডাউনলোড করা যায় এবং ুমকি এই পরিষেবাটি কাদের জন্য সবচেয়ে উপকারী হতে পারে।
WhatsApp-এর মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার সুবিধা
দেশের প্রযুক্তি যত এগোচ্ছে, নাগরিক পরিষেবাগুলিও তত সহজ হচ্ছে বিভিন্ন পরিষেবা। UIDAI ও MyGov Helpdesk-এর যৌথ উদ্যোগে এখন WhatsApp-এর মাধ্যমে নাগরিকরা তাদের Aadhaar Card ডাউনলোড করতে পারছেন ঘরে বসে।
এই সুবিধার কিছু মূল দিক নিচে তুলে ধরা হল:
- ঘরে বসেই আধার কার্ডের কপি পাওয়া সম্ভব
- কোনও ওয়েবসাইট ব্রাউজ করার দরকার নেই এখানে
- মোবাইলেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে
- নিরাপদ ও OTP ভিত্তিক যাচাইকরণ করা হয়
- DigiLocker সংযুক্ত থাকার ফলে অন্যান্য নথিও পাওয়া সম্ভব
ধাপে ধাপে আধার কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া (WhatsApp ব্যবহার করে)
ধাপ ১: MyGov Helpdesk নম্বর সেভ করতে পারেন
প্রথমেই আপনাকে ৯০১৩১৫১৫১৫ এই নম্বরটিকে আপনার মোবাইলে MyGov Helpdesk নামে সেভ করে রাখতে হবে।
ধাপ ২: WhatsApp-এ বার্তা পাঠান
এই নম্বরে WhatsApp-এ গিয়ে “Hi” অথবা “নমস্কার” লিখে মেসেজ করতে হবে
ধাপ ৩: DigiLocker অপশন সিলেক্ট করতে হবে
Bot থেকে যে মেসেজ আসবে, তাতে আপনি DigiLocker সংক্রান্ত অপশনটি বেছে নিবেন।
ধাপ ৪: DigiLocker অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে
যদি আপনার আগে থেকে DigiLocker অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ভেরিফাই করতে হবে। যদি না থাকে, তাহলে নির্দেশ অনুযায়ী একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ।
ধাপ ৫: আধার নম্বর দিতে হয়
এরপর আপনাকে নিজের ১২ সংখ্যার Aadhaar নম্বর টাইপ করে জনা দিতে হবে।
ধাপ ৬: OTP যাচাইকরণ
আপনার আধার-লিঙ্কড মোবাইলে একটি OTP পাঠানো হয়ে থাকে এবং সেটি হোয়াটসঅ্যাপ চ্যাটেই টাইপ করে পাঠাতে হবে।
ধাপ ৭: ডকুমেন্ট তালিকা থেকে Aadhaar সিলেক্ট করতে হবে
OTP যাচাই হয়ে গেলে আপনার DigiLocker সংযুক্ত সমস্ত ডকুমেন্টের একটি তালিকা দেখানো শুরু হবে। সেখানে থেকে Aadhaar Card অপশনটি বেছে নিতে হবে।
ধাপ ৮: WhatsApp-এ PDF পাবেন
সিলেক্ট করার পর, আপনার আধার কার্ডের PDF কপি সরাসরি WhatsApp চ্যাটেই পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে।
আধার কার্ডে তথ্য পরিবর্তন – নিয়ম ও সীমা
এখন পর্যন্ত অনেকেই জানেন না, আধার কার্ডে তথ্য আপডেট করার নির্দিষ্ট কিছু সীমা রয়েছে। UIDAI-এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী:
- নাম পরিবর্তন: সর্বোচ্চ ২ বার করা সম্ভব
- ঠিকানা পরিবর্তন: যতবার দরকার ততবার পরিবর্তন করা সম্ভব
- জন্ম তারিখ (DOB): মাত্র একবার পরিবর্তন করার সুযোগ থাকে
- মোবাইল নম্বর: একাধিকবার আপডেট করা সম্ভব
এই পরিবর্তনগুলি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট, mAadhaar অ্যাপ অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে করতে পারবেন।
কারা এই WhatsApp পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন?
এই নতুন পরিষেবা এমন নাগরিকদের জন্য খুবই উপযোগী—
- বিশেষ করে যাদের স্মার্টফোন আছে কিন্তু কম্পিউটার নেই
- গ্রামীণ অঞ্চলের প্রবীণ নাগরিক যাঁরা ওয়েবসাইট ব্যবহার করতে সক্ষম নয়
- যারা DigiLocker ব্যবহার করে থাকেম
- যাদের আধার কার্ড তাড়াতাড়ি দরকার হয়ে থাকে
সতর্কতা ও গুরুত্বপূর্ণ তথ্য
- WhatsApp-এ শুধুমাত্র MyGov Helpdesk-এর ভেরিফায়েড নম্বর ব্যবহার করতে হবে
- OTP কখনও অন্য কাউকে শেয়ার করা যাবে না
- ডাউনলোড হওয়া Aadhaar PDF-তে পাসওয়ার্ড থাকতে পারে (সাধারণত জন্ম তারিখের ফরম্যাটে থাকে: DDMMYYYY)
- কেবলমাত্র আধার-লিঙ্কড মোবাইল নম্বর দিয়েই OTP পেয়ে থাকবেন
পরিশেষে বলা যায়, সরকার নাগরিক পরিষেবাকে যতটা সম্ভব ডিজিটাল ও সহজ করে তুলতে লেগেই রয়েছে। WhatsApp-এর মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার এই নতুন ফিচার তারই অন্যতম উদাহরণ হিসেবে গণ্য হবক। এটি বিশেষত তাদের জন্য দারুণ সুবিধার হতে পারে, যারা কম প্রযুক্তি-জ্ঞান রাখেন অথবা দ্রুত আধার প্রিন্টের প্রয়োজন পড়ে থাকে।
তাই আপনি যদি এখনো এই পদ্ধতি ব্যবহার না করে থাকেন, তাহলে আজই চেষ্টা করে দেখতে পারেন। মাত্র কয়েকটি স্টেপে নিজের আধার কার্ড পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You