আধার নিয়ে নতুন নিয়ম জারি, ঘরে বসেই নাম,জন্ম তারিখ,ঠিকানা পরিবর্তন সহজেই – Aadhaar Card New Rule 2025

Aadhaar Card New Rule 2025:  ভারতের নাগরিক জীবনে আধার কার্ড এখন কেবলমাত্র একটি ডকুমেন্টস নয়, বরং প্রতিদিনের এক অপরিহার্য দলিল হয়ে দাড়িয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেশন তোলা, স্কুলে ভর্তি হতে এমনকি বর্তমানে ট্রেন টিকিট কাটা কিংবা সরকারি সুবিধা পাওয়া—সবকিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর আধার কার্ড ব্যবস্থায় একাধিক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এসব পরিবর্তন নাগরিকদের অনেক বড় ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে পাশাপাশি পুরো আধার ব্যবস্থাকে করবে আরও ডিজিটাল, দ্রুত এবং নিরাপদ করবে বলে জানা যায়।

এই প্রতিবেদনে আমরা জানবো আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলো কী কী, কীভাবে ঘরে বসে আধার আপডেট করতে পারবেন, নতুন অ্যাপের ভূমিকা কী, সম্পত্তি কেনাবেচায় আধার বাধ্যতামূলক হওয়া কেনো, এবং এর ফলে সাধারণ মানুষ কী কী সুবিধা পেতে চলেছেন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

আধার কার্ড আপডেট ঘরে বসে, লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই

আগে যেখানে আধার কার্ডে যদি নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বরে কোনো ভুল হত, তাহলে নাগরিকদের নির্দিষ্ট আধার সেন্টারে গিয়ে সংশোধনের জন্য আবেদন করা যেত। আর শুধু তাই নয় সেখানে আবেদন জমা দিয়ে অপেক্ষা করতে হত দীর্ঘ সপ্তাহের পর সপ্তাহ। কোনো কোনো দেখা যেত প্রায়শই ভুল তথ্য চলে আসছে অথবা কাগজপত্রের কারণে আবেদন বাতিল হয়ে যাচ্ছিল।

কিন্তু বর্তমানে UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, এখন নাগরিকরা ঘরে বসেই নিজের আধার তথ্য আপডেট করাতে পারবেন। শুধুমাত্র বায়োমেট্রিক (আঙুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান) পরিবর্তনের জন্য আধার সেন্টারে যেতে হবে অন্যথায় নয় অর্থাৎ নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট এখন সরাসরি অনলাইনে করতে পারবেন।

সরকারি ডেটাবেস থেকেই স্বয়ংক্রিয় আপডেট করা হবে তথ্য

এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, নাগরিকদের আর আলাদা করে কোন নথির ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। UIDAI দপ্তর জানিয়েছে, জন্মসনদ, স্কুল-কলেজের সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এমনকি বিদ্যুৎ বিলের মতো নথি ইতিমধ্যেই সরকারি ডেটাবেসে সংরক্ষিত করা হয়েছে। তাই এই ডেটা থেকেই সরাসরি যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপডেট করতে পারবেন।

এই পদক্ষেপটি একদিকে যেমন সাধারণ মানুষের সময় সঞ্চয় করবে, তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনাও অনেক কমবে। একাধিক উৎস থেকে তথ্য যাচাই করার ফলে ভুয়ো আধার বা জালিয়াতির সম্ভাবনা প্রায় শূন্য হবে।

আধার অ্যাপের মাধ্যমে QR কোডে পরিচয় যাচাই পদ্ধতি 

জানা যায়, UIDAI যে নতুন আধার অ্যাপ আনতে চলেছে, সেটিতে থাকবে এক অত্যাধুনিক QR কোড ফিচার সুবিধা। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা চাইলে তাঁদের আধার কার্ডের তথ্য আংশিক (Masked Aadhaar) অথবা সম্পূর্ণভাবে QR কোড আকারে শেয়াও করতে পারবেন। QR কোড স্ক্যান করেই প্রতিষ্ঠিত সংস্থাগুলি কিংবা হোটেল, রেল স্টেশন বা সরকারি অফিসে পরিচয় যাচাই করার পদ্ধতি চালু করা হবে।

এই পদ্ধতিতে নাগরিকদের আর ফিজিক্যাল আধার কার্ড সঙ্গে বহন করার প্রয়োজন থাকবেনা। শুধু স্মার্টফোন থাকলেই যথেষ্ট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্য শেয়ারের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতের মুঠোয়। কবে, কোথায়, কার সঙ্গে তথ্য শেয়ার করবেন তা নাগরিক নিজেই নির্ধারণ করতে পারবে। এর ফলে তথ্য চুরি বা অপব্যবহারের আশঙ্কা অনেকটাই কমে যাবে।

ঘরে বসেই আধার সংশোধনের জন্য আসছে নতুন অ্যাপ পরিষেবা

এদিকে UIDAI ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে প্রায় ২,০০০ মেশিনে আধার আপডেট অ্যাপ ইনস্টল করেছে বলে জানা যায়। পরবর্তী ধাপে, এই অ্যাপটি প্রত্যেক নাগরিকের মোবাইলে পৌঁছে দেওয়ার কাজ করা হবে। অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই আধার সংশোধন করা , তথ্য যাচাই করা , ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছুই সম্ভব হয়ে থাকবে।

এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনও প্রয়োজন হবে না। এক ক্লিকে আধার আপডেট ও যাচাই করতে পারবেন একেবারে সহজ ও সুরক্ষিত ভাবে।

আধার ছাড়া হবে না সম্পত্তি কেনাবেচা

এক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন হল—ভারতে এখন থেকে জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক।  সাধারণত দেখা যায়, সম্পত্তি হস্তান্তরের সময় জালিয়াতির নানা খবর। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার আধার যাচাই করতে হবে। যিনি সম্পত্তি বিক্রি করছেন এবং যিনি কিনছেন, উভয়ের আধার বাধ্যতামূলক করা হয়েছে।

এই ব্যবস্থার ফলে ভুয়ো দলিল তৈরি করা, ফেক আইডেন্টিটি বা জমির নামান্তর নিয়ে প্রতারণার ঘটনা অনেকটাই রোধ কমবে। এই পদক্ষেপ সম্পত্তি লেনদেনকে আরও স্বচ্ছ, নিরাপদ ও নির্ভরযোগ্য করে গরে তুলবে।

আধার না থাকলে বন্ধ হতে পারে সরকারি পরিষেবা

এদিকে UIDAI-এর তরফে আরও একটি বড় সতর্কবার্তা এসেছে। ভবিষ্যতে কেউ যদি আধার কার্ড আপডেট না করে থাকেন অথবা ভুল তথ্য সংশোধন না করে থাকেন তাহলে তাঁর আধার নির্দিষ্ট সময় পরে নিষ্ক্রিয় (Deactivated) হতে পারে।এর ফলে সেই ব্যক্তি সরকারি কোনও পরিষেবা যেমন রেশন, ভাতা, স্কলারশিপ, গ্যাস সাবসিডি, ব্যাঙ্ক পরিষেবা প্রভৃতি থেকে বঞ্চিত হতে পারেন।

তাই এই জন্যই নাগরিকদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব আধার আপডেট করে নিবেন। বিশেষ করে মোবাইল নম্বর এবং ঠিকানা যদি পুরনো হয়ে থাকে, তাহলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এখনই তা আপডেট করে নিতে পারেন।

সাধারণ নাগরিকের জন্য কী সুবিধা হবে এই পরিবর্তনে?

এই যুগান্তকারী পরিবর্তনের ফলে সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হবেন বলে উল্লেখ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে:

  1. আধার কার্ড সাথে নিয়ে বেরোতে হবে না, QR কোডেই সব সম্ভব হবে
  2. ফটোকপি জমা দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবে
  3. ঘরে বসেই আধার আপডেট ও যাচাই করা যাবে সহজেই
  4. তথ্য চুরির আশঙ্কা অনেকটাই কমবে
  5. ভুয়ো আধার চিহ্নিত হয়ে যাবে সহজেই
  6. সরকারি প্রকল্প ও ভাতা পেতে আর ঝামেলা হবে না
  7. সম্পত্তি কেনাবেচায় প্রতারণা অনেকটা কমবে
  8. ডিজিটাল ইন্ডিয়া অভিযানে আরও এক ধাপ অগ্রগতি

আধার কার্ড এখন শুধুই পরিচয়পত্র নয়, ডিজিটাল আইডেন্টিটির স্তম্ভ

যেহেতু ভারত সরকার ‘ডিজিটাল ইন্ডিয়া’ মিশনের অধীনে নাগরিকদের সমস্ত পরিষেবাকে ডিজিটাল করার লক্ষ্যে কাজ করছে, তাই এই ডিজিটাল পরিকাঠামোর সবচেয়ে বড় স্তম্ভ হয়ে উঠেছে আধার। স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা কিংবা আর্থিক লেনদেন সহ সম্পত্তি রেজিস্ট্রি ও সরকারি প্রকল্পের সুবিধা—সবকিছুর সঙ্গে এখন আধার জুড়ে যাচ্ছে।

পরিশেষে বলা যায়, এই নতুন আধার আপডেট পদ্ধতির ফলে পুরো দেশেই একটি সুরক্ষিত, দ্রুত এবং নাগরিক-বান্ধব পরিচয় ব্যবস্থা গড়ে উঠতে চলেছে। নিজের পরিচয়ের উপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন—এটি তথ্য স্বাধীনতার এক নতুন যুগের সূচনা বলেও মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment