BLO দের জন্য দারুণ সুসংবাদ! একসঙ্গে ডাবল ডাবল উপহার পেল – WB BLO New Benefit 2025

WB BLO New Benefit 2025: পশ্চিমবঙ্গের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের জন্য সুখবর, কারণ নির্বাচন কমিশন বিএলও কর্মীদের পারিশ্রমিক বা ভাতা একলাফে অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, কাজের গতি বাড়াতে এবং ডিজিটাল যুগে কর্মীদের সুবিধার্থে আরও কিছু আনুষঙ্গিক ভাতার প্রস্তাবও রাখা হয়েছে। বর্তমানে রাজ্যজুড়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) কাজ চলছে। এই অতিরিক্ত কাজের চাপে কর্মীদের মনোযোগ বৃদ্ধি এবং কাজে গতি আনতে ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আপনি অথবা আপনার পরিবারে বিএলও থাকলে তাদের জন্য খুশির খবর। বিএলও দের ঠিক কত পরিমান টাকা বৃদ্ধি পেতে চলে? পারিশ্রমিক ছাড়াও আর কোন কোন সুবিধা তাদের প্রদান করা হবে? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

WB BLO New Benefit 2025

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

বিএলও কি?

বিএলও হলো নির্বাচন কমিশনের নিযুক্ত মাঠপর্যায়ের কর্মী, যিনি নির্দিষ্ট একটি ভোটকেন্দ্র (Booth) বা এলাকা দেখভাল করেন। তিনি ভোটার তালিকা সংক্রান্ত সব কাজের দায়িত্বে থাকেন। বর্তমানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) কাজের জন্য বিএলও দের কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। সেই কারণে নির্বাচন কমিশনার বিএলও ভাতার পরিমান বৃদ্ধি করেছেন।

বিএলও র কাজ কি?

১. ভোটার তালিকা তৈরি, ত্রুটি সংশোধন ও আপডেট করা।
২. নতুন ভোটার যুক্ত করা, পুরনো বা মরে যাওয়া বা অন্য জায়গায় সরে যাওয়া ভোটারদের নাম মুছে ফেলা।
৩. বাড়ি বাড়ি গিয়ে (house-to-house) যাচাই করা — কার কার ঠিকানা, বয়স, পরিচয়, ভোটার যোগ্যতা ইত্যাদি যাতে ভোটারের তথ্য সঠিক হয়।
৪. ভোটার সংযোজন / হটানো / সংশোধনের জন্য ফর্ম (যেমন – Form 6, Form 7, Form 8, Form 8A ইত্যাদি) বিতরণ, সংগ্রহ ও যাচাই করা।
৫. ভোটার তালিকা সংক্রান্ত অস্বীকার-অভিযোগ (claims and objections) নেওয়া এবং প্রয়োজন হলে সংশোধন প্রক্রিয়া চালানো।
৬. নিজের এলাকার ভোটারদের সচেতন করা, নতুন ভোটার কীভাবে নাম লিখাবে, কারেকশন বা পরিবর্তন করতে হবে কীভাবে, কোন নির্ধারিত ভোট কেন্দ্র (polling booth) এবং ভোটপ্রকিয়া ইত্যাদি জানানো।
৭. ভোটের দিন (এলেকশন বা ভোটার তালিকা আপডেটের সময়) ভোটকেন্দ্র-বুথে (polling booth) সহায়তা ও তত্ত্বাবধান করা। প্রয়োজন হলে প্রবীণ, differently-abled বা বিশেষ সুবিধা প্রার্থীদের সাহায্য করা।

BLO দের ভাতার পরিমাণ এবং কাঠামো:

অতীতে যেখানে বিএলও-দের পারিশ্রমিক ছিল মাত্র ৬,০০০ টাকা। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ বেড়ে ১২,০০০ টাকা হয়েছিল। তবে এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার জন্য ইলেকশন কমিশনারের তরফে অতিরিক্ত ৬,০০০ টাকা যুক্ত করা হয়েছে। ফলে সব মিলিয়ে এখন থেকে বিএলও-রা মোট ১৮,০০০ টাকা পেয়ে থাকেন। তাই যে সকল ব্যক্তি বি এল ও কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের অতিরিক্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে বিএলও দের কাজের পরিশ্রমিক হিসেবে মাসিক বেতন প্রদান করা হয় না। পুরো অর্থবর্ষের শেষে, অর্থাৎ আগামী বছরের মার্চ মাস নাগাদ এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন দেওয়া হয়।

ইন্টারনেট এবং অতিরিক্ত খরচ:

বর্তমানে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে যাবতীয় SIR সংক্রান্ত কাজে অতিরিক্ত ইন্টারনেটের প্রয়োজন। তাই দীর্ঘদিন যাবত বি এল কর্মীরা অশান্তোস প্রকাশ করেছেন। এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের সিও (CEO) দপ্তরের পক্ষ থেকে ইলেকশন কমিশনার কে জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ডিজিটাইজেশন এবং ডেটা আপলোডিং-এর কাজের জন্য বিএলও-দের ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইন্টারনেট অ্যালাউন্স প্রদান করার কথা বলা হয়েছে। বিএলও রা যেভাবে দিনরাত এক করে নির্ধারিত সময়ের আগেই এনিউমারেশন এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। নির্বাচন কমিশন আশা করছে, এই বর্ধিত পারিশ্রমিক ভোটার তালিকা সংশোধনের কাজে বিএলও দের আরো উৎসাহিত করবে।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment