সরকারের টাকায় লক্ষ টাকার ব্যবসা! শুধু নিজের ৫ হাজার হলেই কেল্লাফতে, হাতছাড়া নয় – Business Idea

Business Idea: শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য জন ঔষধি কেন্দ্র খোলার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ভারত সরকার। যেখানে মাত্র ৫০০০ টাকার বিনিয়োগে আপনারা ঔষধ কেন্দ্র খুলতে পারবেন।‌ তাই যে সমস্ত যুবক-যুবতীরা দীর্ঘদিন যাবত ঔষধ কেন্দ্র খোলার কথা চিন্তা ভাবনা করছেন অথচ আর্থিক অনটনের কারণে পারছিলেন না তারা এই সুযোগ কাজে লাগিয়ে আবেদন জানাতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে। নিম্নে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র (PMBJP) সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র কি? কিভাবে আবেদন করবেন? জন ঔষধি কেন্দ্র স্থাপনের খরচ কত? আবেদনের প্রয়োজনীয় নথিপত্র? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

তাই যে সমস্ত যুবক-যুবতীরা প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্র স্থাপন করতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র কি?

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র (PMBJK) হলো ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প (PMBJP)–এর অধীনে পরিচালিত একটি সেন্টার বা দোকান, যেখানে সাধারণ মানুষের জন্য উচ্চমানের জেনেরিক ওষুধ খুবই কম দামে সরবরাহ করা হয়। এই জন ঔষধি কেন্দ্র স্থাপনের প্রধান উদ্দেশ্য গুলো হল- জনগণকে সুলভ মূল্যে মানসম্মত ওষুধ দেওয়া। স্বাস্থ্য ব্যয় কমিয়ে স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা। ব্র্যান্ডেড ও জেনেরিক ওষুধের দাম–পার্থক্য কমানো প্রভৃতি।

মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ:Business Idea

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র আবেদন করে বেকার যুবক-যুবতীরা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবেন। প্রধানমন্ত্রীর ঔষধি কেন্দ্রে আবেদনের জন্য, আবেদনকারীর বেশি অর্থ বিনিয়োগের প্রয়োজন নেই। ন্যূনতম ৫০০০ টাকা থাকলেই আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীদের অবশ্যই ডি-ফার্মা বা বি-ফার্মা সার্টিফিকেট থাকতে হবে। ব্যবসা পরিচালনার জন্য ১২০ বর্গফুট জায়গা প্রয়োজন। তাই যে সকল যুবক-যুবতীরা দীর্ঘদিন যাবত ঔষধ কেন্দ্র খোলার কথা চিন্তাভাবনা করছেন অথচ অর্থের অভাবে পারছেন না তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন।

আবেদন পদ্ধতি:

ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন কিভাবে আবেদন করবেন সমস্ত প্রক্রিয়াটি বিস্তারিত জানুন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম ল্যাপটপ বা কম্পিউটারে থেকে janaushadhi.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তার পর মেনুতে “Apply For Kendra” অপশনে ক্লিক করুন। এরপর একটি নতুন পৃষ্ঠা খুলবে।

সেখানে “Click Here To Apply” ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে সাইন-ইন ফর্মটি খুলবে। উক্ত ফর্মে নীচের “রেজিস্টার নাও” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে জন ঔষধি কেন্দ্রের জন্য ফর্মটি খুলবে। এরপর ভালোভাবে পড়ে সঠিকভাবে আবেদনের ফরম পূরণ করুন। ফর্মটি পূরণ করার পর একবার চেক করুন এবং তারপর ড্রপ-ডাউন তালিকা থেকে রাজ্যটি নির্বাচন করুন। টার্মস এন্ড কন্ডিশনস বাক্সে ক্লিক করুন। এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।

প্রয়োজনীয় নথিপত্র:

প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র আবেদনের জন্য নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন, যথা- আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ফার্মাসিস্ট নিবন্ধন শংসাপত্র (ডি-ফার্মা), প্যান কার্ড ছাড়াও, বৈধ মোবাইল নম্বর এবং বসবাসের শংসাপত্র প্রয়োজন। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য সরকারের সহায়তার করে থাকেন। ঔষধি কেন্দ্রের নির্মাণের জন্য ভারত সরকারের তরফে আর্থিক সহায়তা প্রণোদনা আকারে প্রদান করা হয়। ৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ওষুধ কেনার ক্ষেত্রে কেন্দ্র প্রতি মাসে ১৫ শতাংশ বা সর্বোচ্চ ১৫,০০০ টাকা প্রণোদনা প্রদান করে।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment