জন্ম সদন আছে কিন্তু আধার লিঙ্ক নেই? এবার জারি হল নয়া বিজ্ঞপ্তি, না জানলে বিপদ – WB Birth Certificate Aadhaar Link

WB Birth Certificate Aadhaar Link: সরকারি নথি হিসেবে আধার কার্ডের গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাই সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড রয়েছে। বর্তমানে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড ব্যাংক একাউন্ট সহ অন্যান্য ক্ষেত্রে যুক্ত করা হয়েছে। এবার জন্ম প্রমাণপত্রেও আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আপনি অথবা আপনার পরিবারের সদস্যদের জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে অতিসত্বর লিংক করতে পারেন। ‌

আধার কার্ডের সঙ্গে জন্ম প্রমাণপত্রের লিংক প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ করতে হবে। আজকের প্রতিবেদনে জন্ম প্রমান সঙ্গে আধার নম্বর কিভাবে যুক্ত করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন এবং জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ড কেন লিঙ্ক করবেন?
বর্তমানে নবজাতকের জন্মের শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়ে পড়েছে। ডিজিটাল রেকর্ড ব্যবস্থার প্রসার করতে সরকার জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করছেন। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট, সরকারি প্রকল্পের সুবিধা, স্বাস্থ্যবীমা বা যেকোনও জমির রেকর্ডের ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ। শিশুদের জন্মের মুহূর্ত থেকে সঠিক তথ্য যদি এক জায়গায় রাখা যায়, তাহলে ভবিষ্যতে অনেকটাই ঝামেলা কমে। পূর্বে এই প্রক্রিয়াটি বেশ জটিল থাকলেও এখন সরকার সমস্ত প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলেছে। তাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।

নবজাতকের জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের লিংক প্রক্রিয়া :
আপনাদের পরিবারের যে সমস্ত শিশুরা সদ্য জন্মগ্রহণ করেছে, তাদের জন্ম অপমান পত্রের সঙ্গে আধার কার্ডের লিংক করতে চাইলে জন্মের তথ্য প্রথমে রেজিস্টরে নথিভুক্ত করতে হবে। এরপর সেই তথ্য অনলাইনে সিআরএস পোর্টালে পাঠানো হয়। এরপর আবেদন করার সময় আধার লিঙ্ক অপশনটিকে আপনাদের বেছে নিতে হবে। এরপর শিশুর জন্য একটি অস্থায়ী আধার নম্বর তৈরি করা হয়। সেই আধার কার্ডে বাবা-মায়ের আধার, ঠিকানা এবং অন্যান্য তথ্য দেওয়া হয়। এরপর সমস্ত তথ্য মিলে গেলে জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়।

প্রাপ্তবয়স্কদের জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের লিংক প্রক্রিয়া :
আপনাদের পরিবারের যে সমস্ত সদস্যদের পূর্বেই জন্ম প্রমাণপত্র তৈরি হয়েছে অথচ সেই জন্ম প্রমাণপত্রে আধার কার্ড লিঙ্ক করা হয়নি, তাদের ক্ষেত্রে প্রথমে সিআরএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর জেনারেল পাবলিক সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর লগইন করে বার্থ রেজিস্ট্রেশন বিভাগে গিয়ে আধার লিঙ্ক অপশনটিকে নির্বাচন করতে হবে। এরপর শিশুর বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নম্বর ও ওটিপি দিতে হবে। সব তথ্য মিলে গেলে সঙ্গে সঙ্গে তা লিঙ্ক হয়ে যাবে। আপনারা এই প্রক্রিয়াটি ঘরে বসেই সম্পূর্ণ করতে পারবেন।

বলাবাহুল্য যে সমস্ত ব্যক্তিদের জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ডের নাম, বাবার নাম, ঠিকানায় গোলযোগ রয়েছে, তারা জন্ম প্রমাণপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পূর্বে এটি সংশোধন করিয়ে নেবেন। তাই যারা এখনো আধার কার্ডের সঙ্গে নিজের জন্ম প্রমাণপত্রের লিংক সম্পূর্ণ করেননি, তারা দ্রুত উপরে দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment