রাজ্য কর্মী জন্য ছুটির ঘোষণা, কোনদিন ও কেন ছুটি আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনেনিন – WB Govt Employees Holiday

WB Govt Employees Holiday: আমরা সকলে জানি এই বছর এই আগামী মাস থেকে শেষ হতে চলেছে। ডিসেম্বর মাস বেরোলেই নতুন বছর শুরু হচ্ছে। এদিকে এ নিয়ে রাজ্য সরকারের তরফে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ বার্তা। নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা। আজকের এই প্রতিবেদনে আমরা সেই নোটিশ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেখানে কোন কোন মাসে কি উপলক্ষে ছুটি এবং কোন তারিখ ছুটি তা উল্লেখ করা আছে। তাই আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন অথবা আপনার পরিবারে কেউ সরকারি কর্মী হয়ে থাকে তাহলে এটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

এর পাশাপাশি এই তালিকা কেবল সরকারি কর্মচারী নয়, ব্যাংক কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা যায়। কারণ একটি সহজ ছুটির ক্যালেন্ডার হাতে থাকলে সারা বছরের অফিস-ব্যক্তিগত পরিকল্পনা করা সম্ভব, পরিবারের সঙ্গে ভ্রমণ-প্রব্রজন, উৎসব আয়োজন—সবকিছুর প্রস্তুতি নেওয়া আরও সুবিধাজনক হয়ে ওঠতে পারে বলে অনেকের অনুমান।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

২০২৬ সালের ছুটির তালিকার মূল হাইলাইট

তাই ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে:

এক্ষেত্রে রাজ্য কর্মীদের জন্য দুর্গাপুজোর সময় টানা ছুটির সুযোগ থাকছে
চৈত্র-বৈশাখ ও গ্রীষ্মের সময় বেশ কিছু ছুটি ধারাবাহিকভাবে পড়তে চলেছে।
কিছু জনপ্রিয় উৎসব রবিবার পড়ায় আলাদা ছুটি ঘোষণা হয়নি বলে উল্লেখ
N.I. Act অনুযায়ী ব্যাংক কর্মচারীদের জন্য অতিরিক্ত বিশেষ ছুটির ব্যবস্থা রয়েছে
Sectional Holidays এ কিছু সম্প্রদায়ের জন্য বিশেষ ছুটি ধার্য করা হয়েছে

এই পরিবর্তনগুলি আগামী বছরে সরকারি দপ্তরের কাজের সময়সূচি ও জনসাধারণের পরিষেবার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে বলে জানা যায়।

মাসওয়ারি ছুটির সরলীকৃত তালিকা (January – December 2026)

এই প্রতিবেদনের নিচে ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ দিনপঞ্জি সহজ ভাষায় দেওয়া হলো:

জানুয়ারি ২০২৬ ছুটি

তারিখকি বারকোন উপলক্ষে
১ জানুয়ারিবৃহস্পতিবারইংরেজি নববর্ষ
১২ জানুয়ারিসোমবারস্বামী বিবেকানন্দের জন্মদিন
২২ জানুয়ারিবৃহস্পতিবারসরস্বতী পুজোর আগের দিন
২৩ জানুয়ারিশুক্রবারনেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে
২৬ জানুয়ারিসোমবারপ্রজাতন্ত্র দিবস

এরপর ফেব্রুয়ারি ২০২৬ ছুটি

তারিখকি বারকোন উপলক্ষে
৪ ফেব্রুয়ারিবুধবারশবে বরাত
১৪ ফেব্রুয়ারিশনিবারঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস উপলক্ষে

তারপর মার্চ ২০২৬ ছুটি

তারিখকি বারকেন উপলক্ষে
৩ মার্চমঙ্গলবারদোলযাত্রা
৪ মার্চবুধবারহোলি উপলক্ষে
১৭ মার্চমঙ্গলবারশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস
২০ মার্চশুক্রবারঈদুল ফিতরের আগের দিন
২১ মার্চশনিবারঈদুল ফিতর
২৬ মার্চবৃহস্পতিবাররাম নবমী
৩১ মার্চমঙ্গলবারমহাবীর জয়ন্তী

তারপর এপ্রিল ২০২৬ ছুটি

তারিখকি বারকোন উপলক্ষে
৩ এপ্রিলশুক্রবারগুড ফ্রাইডে উপলক্ষে
১৪ এপ্রিলমঙ্গলবারড. বি.আর. আম্বেদকরের জন্মদিন
১৫ এপ্রিলবুধবারবাংলা নববর্ষ (পয়লা বৈশাখ)

মে মাস ২০২৬ ছুটি

তারিখকি বারকোন কোন উপলক্ষে
১ মেশুক্রবারমে দিবস, বুদ্ধ পূর্ণিমা
৯ মেশনিবাররবীন্দ্রজয়ন্তী উপলক্ষে
২৬ মেমঙ্গলবারবকরি ইদের আগের দিন
২৭ মেবুধবারইদুজ্জোহা (বকরি ইদ)

জুন ২০২৬ ছুটি

তারিখকি বারকি উপলক্ষে
২৬ জুনশুক্রবারমহরম উপলক্ষে

এরপর জুলাই ২০২৬ ছুটি

তারিখবারের বামউপলক্ষ কি
১৬ জুলাইবৃহস্পতিবাররথযাত্রা

তারপর অগাস্ট ২০২৬ ছুটি

তারিখকি কি বারকোন কোন উপলক্ষে
১৫ অগাস্টশনিবারস্বাধীনতা দিবস
২৬ অগাস্টবুধবারফতেহা-দোয়াজ-দহম
২৮ অগাস্টশুক্রবাররাখি বন্ধন উপলক্ষে

সেপ্টেম্বর ২০২৬ ছুটি

তারিখকি বারউপলক্ষ কি
৪ সেপ্টেম্বরশুক্রবারজন্মাষ্টমী
১৭ সেপ্টেম্বরবৃহস্পতিবারবিশ্বকর্মা পুজো

অক্টোবর ২০২৬ ছুটি (দুর্গাপুজো বিশেষ)

এই মাসেই রয়েছে টানা ছুটির মূল আকর্ষণ।

তারিখকি কি বারকোন কোন উপলক্ষ
২ অক্টোবরশুক্রবারগান্ধী জয়ন্তী
১০ অক্টোবরশনিবারমহালয়া উপলক্ষে
১৫ অক্টোবরবৃহস্পতিবারমহা চতুর্থী
১৬ অক্টোবরশুক্রবারমহা পঞ্চমী
১৭ অক্টোবরশনিবারমহা ষষ্ঠী
১৯ অক্টোবরসোমবারমহা অষ্টমী
২০ অক্টোবরমঙ্গলবারমহা নবমী
২১ অক্টোবরবুধবারবিজয়া দশমী
২২ – ২৪ অক্টোবরবৃহস্পতি – শনিঅতিরিক্ত পুজোর ছুটি
২৬ অক্টোবরসোমবারলক্ষ্মীপুজো (অতিরিক্ত ছুটি)

এরপর নভেম্বর ২০২৬ ছুটি

তারিখকি কি বারউপলক্ষ কি কি
৯–১০ নভেম্বরসোম–মঙ্গলকালীপুজো ও অতিরিক্ত ছুটি
১১ নভেম্বরবুধবারভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে
১২ নভেম্বরবৃহস্পতিবারভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন
১৬ নভেম্বরসোমবারছট পুজো (অতিরিক্ত ছুটি)
২৪ নভেম্বরমঙ্গলবারগুরু নানকের জন্মদিন

শেষে ডিসেম্বর ২০২৬ ছুটি

তারিখবার কিউপলক্ষ
২৫ ডিসেম্বরশুক্রবারবড়দিন উপলক্ষে

বিশেষ করে যে ছুটিগুলি রবিবার পড়ায় তালিকাভুক্ত হয়নি

দেখা গিয়েছে ২০২৬ সালে বেশ কয়েকটি বড় উৎসব রবিবার পড়েছে। তাই সরকারের তরফে এগুলিকে আলাদা সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।

• শিবরাত্রি – ১৫ ফেব্রুয়ারি রবিবার রয়েছে
• মহা সপ্তমী – ১৮ অক্টোবর
• লক্ষ্মী পুজো – ২৫ অক্টোবর
• কালীপুজো – ৮ নভেম্বর
• ছট পুজো ও বিরসা মুন্ডা জন্মদিবস – ১৫ নভেম্বর

Sectional Holidays (সম্প্রদায়ভিত্তিক ছুটি)

ইস্টার স্যাটারডে – ৪ এপ্রিল (খ্রিস্টান সম্প্রদায়) জন্য
হুল দিবস – ৩০ জুন (সাঁওতাল আদিবাসী সম্প্রদায়)
করম পুজো – পরে ঘোষণা করা হবে

ব্যাঙ্ক কর্মচারীদের জন্য বিশেষ ছুটি

আমরা সকলে জানি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য ২০২৬ সালের ১ এপ্রিল (বুধবার) তারিখে Annual Closing of Accounts উপলক্ষে ছুটি থাকে প্রতি বছরের ন্যায়।
তবে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে।

শালা সরকারি কর্মীদের জন্য এই বিশেষ ঘোষণা অবশ্যই একটি স্বস্তি আসতে চলেছে এরপরও রাজ্য সরকারের কর্মী ছাড়া অন্যান্যদের জন্য এটি একটি ভালো খবর। কেননা এর ফলে বিভিন্ন সাধারণ মানুষ যারা সরকারি কাজকর্ম করবেন তারা এই দিনগুলিতে সতর্ক থাকবেন এবং সরকারি কর্মীরাও এই দিনগুলিতে নতুন কিছু প্ল্যান করতে পারবেন। সব মিলিয়ে রাজ্য সরকারের প্রকাশিত 4188-F(P2) নোটিশের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা রয়েছে যারা আরো বিস্তারিত জানতে চান তারা অবশ্যই রাজ্য সরকারের ফাইনান্স ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট নোটিফিকেশন দেখে নিতে পারেন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment