পোস্ট অফিসে টাকা ডাবল স্কিম! দেশবাসীর জন্য দারুণ প্রকল্প ডাক বিভাগের – India Post Money Double Scheme

India Post Money Double Scheme: আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সঠিক প্রকল্পের বিনিয়োগ করতে হবে। তবে বর্তমানে সঠিক বিনিয়োগ সংস্থার অভাব রয়েছে। বেশকিছু বিনিয়োগকারী সংস্থা থাকলেও তার বিশ্বাসযোগ্যতা খুবই কম। তাই বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম মাধ্যম হলো কোন সরকারি সংস্থা। কারণ সরকারি সংস্থায় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি খুব কম। তাই সাধারণ জনগণের কথা মাথায় রেখে ভারতীয় ডাক বিভাগ নতুন এক প্রকল্পের সূচনা করেছেন।

এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা মাত্র ১১৫ মসে টাকা দ্বিগুণ করতে পারবেন। এখানে আপনারা চাইলে ন্যূনতম ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। তাই যে সকল ব্যক্তিরা বিনিয়োগের সঠিক মাধ্যম খুঁজছেন তারা ভারতীয় ডাক বিভাগের কিষাণ বিকাশ পত্র আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে ডাক বিভাগের কিষান বিকাশ প্রকল্প (KVP) সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে বিনিয়োগ করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র:

বর্তমানে দেশ তথা রাজ্যে বেশ কিছু বেসরকারি বিনিয়োগকারী সংস্থা উপলব্ধ রয়েছে। সারদা এবং রোজভ্যালির মতো চিটফান্ড কোম্পানিগুলোর কর্মকাণ্ডের পর সাধারণ মানুষ এই সমস্ত বেসরকারি বিমা সংস্থার আস্থা হারিয়েছেন। তাই ভারতীয় ডাক বিভাগ সাধারণ মানুষের জন্য নতুন এক প্রকল্প নিয়ে এসেছে যার নাম হল কিষাণ বিকাশ পত্র (KVP)। এটি ভারত সরকারের পোস্ট অফিসের একটি নিরাপদ সঞ্চয় স্কিম। যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাকা দ্বিগুণ হয়ে যায়। এটি মূলত ছোট সঞ্চয়কারীদের জন্য খুব জনপ্রিয় একটি বিনিয়োগ ব্যবস্থা।‌ নির্দিষ্ট সময়ের মধ্যে (সরকার প্রতি কয়েক মাসে সময়সীমা নির্ধারণ করে) আপনার বিনিয়োগকারী মূলধন দ্বিগুণ হয়। এই প্রকল্পে আপনারা সাধারণত নূন্যতম 1000 থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। যার বিনিয়োগ এর সর্বোচ্চ কোন সীমা নেই অর্থাৎ এক হাজারের উপরেও আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন।

লাভের পরিমাণ:

কিষান বিকাশ প্রকল্প (KVP) বিনিয়োগ মাধ্যমে অধিক লাভবান হতে পারবেন। এখানে নূন্যতম ১০০০ টাকা থেকে আপনারা বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগের টাকা সর্বোচ্চ কোন সীমা নেই অর্থাৎ আপনারা চাইলে কিষান বিকাশ প্রকল্প (KVP) ১০০০ এর বেশি অর্থ বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করার কয়েক মাসের মধ্যে উক্ত অর্থের দ্বিগুণ রিটার্ন হিসেবে পেয়ে থাকেন। এই স্কিমে বার্ষিক ৭.৫% হারে সুদ দেওয়া হয়, যা চক্রবৃদ্ধি পদ্ধতিতে গণনা করা হয়। অর্থাৎ প্রতি বছরের সুদ জমার সঙ্গে যুক্ত হয়ে পরের বছরের সুদের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। কেউ যদি এই KVP প্রকল্পে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি সুদে তা দাঁড়াবে প্রায় ১,০৭,৫০০ টাকা। পরের বছর এই নতুন অঙ্কের উপর ৭.৫% সুদ যুক্ত হবে। এভাবে ১১৫ মাস শেষে জমা পরিমাণ প্রায় ২ লক্ষে পৌঁছয়। একইভাবে কোন ব্যক্তি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে মেলে সুদে আসলে প্রায় ১০ লক্ষ টাকা পেয়ে যাবেন। আর যদি কেও ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে সে ১৪ লক্ষ টাকা পাবেন।

আবেদন পদ্ধতি:

এই প্রকল্পে যারা আবেদন করতে চান তারা আবেদনের জন্য নিকটস্থ পোস্ট অফিসে যান। পোস্ট অফিসে গিয়ে KVP Application Form পূরণ করুন। প্যান কার্ড (বড় অঙ্কে বিনিয়োগ হলে), পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিন। আপনারা চাইলে এই প্রকল্পের টাকা নগদ/চেক/ডিমান্ড ড্রাফট/অনলাইনে জমা করতে পারবেন। প্রকল্পে আবেদনের পর আপনাকে KVP Certificate বা ডিজিটাল কপি দেওয়া হবে। এছাড়াও উক্ত KVP প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আপনাদের নিকট ডাক বিভাগে যোগাযোগ করুন। ‌

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment