পোস্ট অফিসের মাধ্যমে মাসিক ৭০ হাজার পর্যন্ত আয়, কীভাবে সুযোগ পাবেন দেখুন বিস্তারিত – Business Idea with Post Office

Business Idea with Post Office: মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে নতুন এই ব্যবসা করে মাসিক ২৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। ব্যবসাটি কোন বেসরকারি সংস্থার সঙ্গে নয়, বরং ভারতীয় ডাক বিভাগের সঙ্গে ন্যূনতম ৫০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। তাই যে সমস্ত যুবক-যুবতীরা কম টাকা বিনিয়োগে অধিক লাভবান হতে চাইছেন তারা এই ব্যবসাটি নির্দ্বিধায় শুরু করতে পারেন। ভারতীয় ডাক বিভাগের সঙ্গে নতুন এই ব্যবসাটি হল পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি ব্যবসা। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখতে পারেন। আজকের প্রতিবেদনে ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি সম্পর্কে বিস্তারিত তথ্য যথা- পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি কী? কারা কারা এখানে আবেদনযোগ্য? কিভাবে আবেদন করতে পারবেন? কতটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হলো।

পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি কী?

পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি স্কিম, এমন একটি স্কিম যার মাধ্যমে বেসরকারি ব্যাক্তি বা কোন সংস্থা ডাক বিভাগের নির্দিষ্ট কিছু কাজের অনুমতি গ্রহণ করেন। এর ফলের ডাক বিভাগ তার পরিসীমার বিস্তার ঘটাতে পারে। ভারতীয় ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি পরিষেবার প্রধান উদ্দেশ্যই হল অত্যন্ত গ্রাম অঞ্চলে ডাক বিভাগের পরিষেবা পৌঁছে দেওয়া। স্বাধীনতার এত বছর পরেও এখনো এমন প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে ডাক পরিষেবা সঠিক ভাবে পৌঁছায়নি। তাই বর্তমানে ভারত সরকার ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি মাধ্যমে ভারতবর্ষের কোণে কোণে ডাক পরিষেবা পৌঁছে দিতে চাইছে।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

কোন কোন পরিষেবা প্রদান করা যাবে?

আপনি ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি গ্রহণ করলে নিম্নলিখিত পরিষেবা প্রদান করতে পারবে।
• স্পিড পোস্ট বুকিং সুবিধা।
• রেজিস্টার্ড পোস্ট অফিস এবং মানি অর্ডার সুবিধা।
• পোস্টাল স্ট্যাম্প ও এনভেলপ বিক্রি করা।
• ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আবেদন গ্রহণ।
• পোস্ট অফিস ব্যাংকিং পরিষেবা।
• ডোর টু ডোর পরিষেবা বৃদ্ধি প্রভৃতি।

ফ্রাঞ্চাইজিতে কত আয় সম্ভব?

ডাক বিভাগের ফ্রাঞ্চাইজির মাধ্যমে অনায়াসে মাসিক প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি আয় করতে পারবেন। তবে এই আয় নির্ভর করছে আপনার পরিষেবা প্রদানের উপর। আপনার এলাকায় বড় হয়ে থাকলে সাধারণ মানুষকে কে পরিষেবা প্রদানের মাধ্যমে যথেষ্ট আয় সম্ভব। স্পিড পোস্ট ৫ প্রতি বুকিং পাবেন। মানি অর্ডার ৩–৫ প্রতি ট্রান্সাকশন। পোস্টাল স্ট্যাম্প বিক্রি ৫% কমিশন পাবেন। স্টেশনারি (এনভেলপ, কার্ড) ৫% কমিশন পাবেন। রেজিস্টার্ড চিঠি ৩–৫ প্রতি পিস গড়ে দিনে ২০–৩০টি সার্ভিস করতে পারবেন। এই সকল পড়ি সেবার বিচার করে দেখলে ডাক বিভাগ ফ্রাঞ্চাইজির মাধ্যমে অনায়াসে মাসিক ২৫,০০০–৭০,০০০ টাকা পর্যন্ত আয় সম্ভব।

আবেদন যোগ্যতা:

ডাক বিভাগ ফ্রাঞ্চাইজি আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন।
১. আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
২. আবেদনকারী কে কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
৩. পরিবারের কোনো সদস্য ইন্ডিয়া পোস্টে চাকরি করলে আবেদন করা করতে পারবেন না।
৪. এলাকার পোস্ট অফিসের থেকে কমপক্ষে ১ কিমি দূরত্বে অফিস স্থাপন করতে পারবেন।
৫. এছাড়াও ডাক বিভাগের সমস্ত পরিষেবা যথা- বিদ্যুৎ সংযোগ ও ফ্যান, কম্পিউটার, প্রিন্টার প্রভৃতি থাকতে হবে।
৬. কাস্টমারদের বসার জায়গার জন্য অফিসে অন্তত ২০০ স্কোয়ার ফুট জায়গা প্রয়োজন।

আবেদন পদ্ধতি:

ভারতীয় ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি আবেদনের জন্য ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf । অফিসে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের ফরম পূরণ করে জমা করতে হবে। ফর্মটি আপনার নিকটস্থ Divisional Head Office জমা দিতে। আবেদন ফরম জমা করার কিছু দিনের মধ্যে ফর্মটি যাচাইয়ের পর MoU স্বাক্ষর সম্পূর্ণ করতে হবে।

বর্তমানে ন্যূনতম 5000 টাকার বিনিময়ে ডাক বিভাগ ফ্রাঞ্চাইজি মতো সুন্দর ব্যবসা দ্বিতীয়টি নেই। তাই যে সমস্ত বেকার যুবক-যুবতীরা দীর্ঘদিন যাবৎ কম পুঁজির সেরা ব্যবসার সন্ধান করছেন, তারা অনায়াসে ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসিক ২৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন। এছাড়াও ডাক বিভাগ ফ্রাঞ্চাইজির সমন্ধিত আরো বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করুন।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment