Google দিচ্ছে মাসে লক্ষ লক্ষ আয় করার সুযোগ! দেখুন কীভাবে পকেট গরম হবে – Google Income Tips

Google Income Tips: পৃথিবীর নামিদামি সংস্থা গুলোর মধ্যে গুগল অন্যতম। এই গুগলের মাধ্যমে অনায়াসে ঘরে বসে মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা যায়। এই কাজের জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই, আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা ল্যাপটপে সাহায্য ঘরে বসেই কাজটি সম্পন্ন করতে পারবেন। করোণা মহামারীর পরবর্তী সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম এর চাহিদা ক্রমে বৃদ্ধি পেয়েছে। তাই এখন বিভিন্ন কোম্পানিগুলো ঘরে বসে অধিক কাজ করিয়ে নিতে চাইছে।

আপনাদের মধ্যে যাদের উক্ত অনলাইন কাজের দক্ষতা রয়েছে তারা ঘরে বসেই কাজগুলি সম্পাদনের মাধ্যমে অনায়াসে প্রচুর অর্থ উপার্জন করে নিতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা এমনই কিছু উপায় নিয়ে হাজির হয়েছি, যেগুলোর মাধ্যমে অনায়াসে আপনারা ঘরে বসে ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ উপার্জন করতে পারবেন। তাই ঘরে বসে অর্থ উপার্জনের কার্যকরী পদ্ধতি জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

 

গুগলস এর মাধ্যমে কিভাবে আয় করা সম্ভব ?

আপনারা যারা মোবাইল অথবা ল্যাপটপ ইউজ করেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন কোন কনটেন্ট অথবা ভিডিও দেখতে দেখতে হঠাৎ তার মধ্যে কিছু বিজ্ঞাপন লক্ষ্য করা যায়। ‌ এই বিজ্ঞাপনগুলি গুগল এডের মাধ্যমে প্রদান করা হয়। ‌ যে যে কোম্পানি অথবা সংস্থার অ্যাড প্রকাশিত হয় সেই কোম্পানিগুলো এড প্রকাশের জন্য গুগল অ্যাড সিনসকে কিছু অর্থ প্রদান করেন। উক্ত এডস গুলো যার কনটেন্ট অথবা ভিডিওর মধ্যে প্রদর্শিত হবে, তাকে গুগল এডস কিছু অর্থ দিয়ে থাকেন ‌। এভাবেই আপনার কনটেন্ট অথবা ভিডিওগুলি যতই জনপ্রিয় হয়ে উঠবে এবং অধিক মানুষের কাছে পৌঁছবে ততই গুগল এডসেন্স এর মাধ্যমে অধিক উপার্জন করতে পারবেন। তাই যারা ভাবছেন গুগল এডস মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যায় তারা ওয়েবসাইট বা ব্লগিং বা ইউটিউব চ্যানেল তৈরি করে Google AdSense-এর মাধ্যমে অর্থ উপার্জন করে নিতে পারবেন।

ব্লগিং কি এবং কিভাবে এখানে উপার্জন সম্ভব ?

কোন নির্দিষ্ট বিষয় নিয়মিত কনটেন্ট তৈরি করা এবং আপলোড দেওয়া হলো ব্লগিং। আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে আপনি চাইলে নিয়মিত কনটেন্ট লিখতে পারেন, অথবা বিডিও-র মাধ্যমে উক্ত বিষয়ে তুলে ধরতে পারেন। পরবর্তীকালে দর্শকদের পছন্দ হলে তারা আপনার আর্টিকেলটি যতই পছন্দ করবে ততই আপনার জনপ্রিয়তা বাড়বে। পরবর্তীকালে আপনার ব্লগিংয়ে গুগল এডস এর মাধ্যমে উপার্জন করতে পারবেন। তবে ব্লগিং লেখার জন্য সর্বপ্রথমে আপনাদের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। তার জন্য আপনার পছন্দমত একটি ডোমেন এবং হোস্টিং ক্রয়ের প্রয়োজন রয়েছে। ডোমেইন এবং হোস্টিং ক্রয়ের পর যথাক্রমে আপনার পছন্দের বিষয়ে ব্লগিং কনটেন্ট প্রকাশিত করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেন। হোস্টিং কিনতে ২০০০-৩০০০ টাকা বিনিয়োগ করতে হয়। জনপ্রিয় হোস্টিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে Hostinger, Bluehost, SiteGround ইত্যাদি থেকে। এই খরচ এককালীন এবং বার্ষিক ভিত্তিতে হয়ে থাকে।

অন্যান্য উপার্জনের মাধ্যম :

Google AdSense ছাড়াও আপনারা চাইলে আপনার ব্লগের মাধ্যমে আরও বিভিন্নভাবে আয় করতে পারেন, যেমন-

অ্যাফিলিয়েট মার্কেটিং:

আপনি যদি কোনো পণ্যের রিভিউ লেখেন, তাহলে সেই পণ্যের ক্রয় লিংক যুক্ত করে কমিশন পেতে পারেন এবং প্রচুর আয় করতে পারেন।

স্পন্সরড পোস্ট:

আপনার ওয়েবসাইট জনপ্রিয় হয়ে গেলে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচারের জন্য আপনাকে টাকা দেবে সেখান থেকে আয় করতে পারেন।

• নিজস্ব ডিজিটাল পণ্য বিক্রি:

আপনি যদি কোনো ই-বুক, কোর্স বা টেমপ্লেট তৈরি করতে পারেন, তাহলে ব্লগের মাধ্যমে বিক্রি করে আয় করতে পারেন।

আপনাদের কনটেন্ট ভাইরাল করতে প্রতিদিন বেশি বেশি কনটেন্ট পোস্ট করতে হবে। SEO (Search Engine Optimization) শিখে কনটেন্ট লিখুন, এতে আপনার আর্টিকেল গুগলে র‍্যাংক করে এবং বেশি লোকের কাছে পৌছায়। কারো কনটেন্ট কপি পেস্ট করা একদম চলবে না, এতে আপনার googlesad রিজেক্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনি চাইলে আপনার কনটেন্ট গুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট যেমন – ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে আপলোড দিতে পারেন এতে আপনার কনটেন্ট গুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment