৪৫০০ টাকা কমে মিলছে ৫০MP ক্যামেরার শক্তিশালী ফোন, ব্যাটারি ৫০০০mAh!- Flipkart Big Billion Days 2025

Flipkart Big Billion Days 2025: ভারতের অন্যতম বৃহৎ অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Billion Days 2025। এই উৎসবমুখর সেলে একের পর এক আকর্ষণীয় অফারে মিলছে হাই-এন্ড স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। তবে এই প্রতিবেদনটিতে আমরা আলোচনা করবো এমন এক স্মার্টফোন অফার নিয়ে, যেটি ইতিমধ্যেই বাজেট ফোন প্রেমীদের নজর কেড়েছে। কথা হচ্ছে CMF Phone 2 Pro নিয়ে, যা মাত্র ₹১৪,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। ফোনটির বৈশিষ্ট্য ও অফার দেখে অনেকেই বলছেন – “এটাই ফেস্টিভ সিজনের সেরা ডিল!”

₹১৮,৯৯৯-এর ফোন এখন ৪৫০০ টাকা কমে! কেমন এই অফার?

সিএমএফ ফোন ২ প্রো মূলত এপ্রিল ২০২৫-এ বাজারে লঞ্চ হয়েছিল ১৮,৯৯৯ টাকায়। কিন্তু Flipkart Big Billion Days 2025-এ ফোনটির দাম কমে এসেছে মাত্র ₹১৪,৪৯৯-এ। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনি এই ফোনটি কিনেন, তাহলে মিলবে অতিরিক্ত ১০% ডিসকাউন্ট, সর্বোচ্চ ₹১,৫০০ পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

অর্থাৎ, কার্যত ফোনটির দাম দাঁড়াচ্ছে ₹১৪,৪৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে যদি আপনার পুরনো ফোনটি ভালো কন্ডিশনে থাকে, তাহলে আরও ₹১২,০৫০ পর্যন্ত ছাড় পেতে পারেন। ফলে এই ফোনটি আপনি সর্বনিম্ন ₹২,৪৪৯ টাকায়ও পেতে পারেন, যা অবিশ্বাস্য।

ডেলিভারি অফার ও EMI বিকল্প

এই ফেস্টিভ সিজনে Flipkart ফোনটি বিক্রির ক্ষেত্রে নানা সুবিধা দিচ্ছে। যেমন, নির্দিষ্ট পিন কোডে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি। এছাড়াও EMI সুবিধার জন্য বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে Flipkart। ফলে আপনি মাসে মাত্র ₹৫০০-₹৭০০ টাকার কিস্তিতে ফোনটি কিনে নিতে পারেন, তাও সুদের ছাড়ে।

৫০MP ক্যামেরার দুনিয়া — ছবি তুলুন ডিএসএলআর লেভেলে

এই প্রাইস রেঞ্জে এত শক্তিশালী ক্যামেরা সেটআপ খুব কম ফোনেই দেখা যায়। CMF Phone 2 Pro ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার মাধ্যমে আপনি ডিএসএলআরের মতো পরিষ্কার এবং শার্প ছবি তুলতে পারবেন।

শুধু তাই নয়, রয়েছে আরও একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা গ্রুপ ফটো কিংবা প্রাকৃতিক দৃশ্যের ছবিতে দেবে অতুলনীয় অভিজ্ঞতা। ভিডিও কলিং ও সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৫০০০mAh ব্যাটারি – ব্যাকআপে কোনও কম্প্রোমাইজ নয়

যাদের মোবাইল ব্যবহার বেশি, তাদের জন্য অন্যতম বড় সমস্যা হল ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়া। তবে এই ফোনে আপনি পাচ্ছেন শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি, যা পুরো একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

এছাড়াও রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যার মাধ্যমে আপনি অন্য ফোন বা ডিভাইস চার্জও করতে পারবেন।

৬.৭৭ ইঞ্চির বড় AMOLED স্ক্রিন — বিনোদনে ভরপুর

CMF Phone 2 Pro ফোনটির ডিসপ্লে একটি বড় আকর্ষণ। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ফুল HD+ AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন 1080×2392 পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০Hz। স্ক্রিনটি ৩০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে রোদে দাঁড়িয়েও আপনি ক্লিয়ার ডিসপ্লে দেখতে পারবেন।

এছাড়াও ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, বা সোশ্যাল মিডিয়ার জন্য স্ক্রিনের অভিজ্ঞতা নিঃসন্দেহে দুর্দান্ত হবে।

পারফরম্যান্সে দুর্দান্ত – মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো প্রসেসর

পারফরম্যান্সের দিক থেকেও এই ফোনটি পিছিয়ে নেই। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 Pro চিপসেট, যা খুবই পাওয়ারফুল এবং স্মুথ পারফরম্যান্স দেয়। আপনি যদি মাল্টিটাস্কিং, গেমিং বা হেভি অ্যাপ ব্যবহার করেন, তাহলেও কোনও প্রকার ল্যাগ বা স্লো হওয়ার আশঙ্কা নেই।

ফোনটি চালিত হচ্ছে Android 15 এর উপরে ভিত্তি করে তৈরি Nothing OS 3.2 ইন্টারফেসে, যা খুবই স্মার্ট, ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

CMF Phone 2 Pro-এ রয়েছে সব আধুনিক কানেক্টিভিটি অপশন। যেমন—

  • ৫জি কানেক্টিভিটি
  • ডুয়াল ৪জি ভিওএলটিই
  • Wi-Fi 6
  • Bluetooth 5.3
  • NFC
  • USB Type-C পোর্ট

ফলে আপনার ইন্টারনেট স্পিড, ব্লুটুথ কানেকশন বা ডেটা ট্রান্সফার— সবকিছুই হবে ঝামেলাহীন এবং দ্রুত।

স্টোরেজ এবং র‍্যাম

এই মডেলটি আসে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজসহ। আপনি যদি আরও বেশি স্পেস চান, তাহলে এক্সটারনাল মেমরি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়াতে পারবেন।

৮ জিবি র‍্যাম থাকায় ফোনটি দ্রুত কাজ করে এবং একাধিক অ্যাপ একসঙ্গে চালালেও স্লো হবে না। গেম খেলুন, ভিডিও এডিট করুন বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান — সব কাজেই ফোনটি টেকসই।

কাদের জন্য এই ফোনটি আদর্শ?

এই ফোনটি মূলত তাদের জন্য আদর্শ যারা মধ্যবিত্ত বাজেটের মধ্যে একটি হাই-কোয়ালিটি স্মার্টফোন খুঁজছেন। বিশেষ করে—

  • কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী
  • কনটেন্ট ক্রিয়েটর
  • অনলাইন গেমার
  • ভ্লগার
  • সাধারণ ব্যবহারকারী, যাদের জন্য ক্যামেরা ও ব্যাটারি গুরুত্বপূর্ণ

Flipkart থেকে কিভাবে কিনবেন?

ফ্লিপকার্ট অ্যাপে গিয়ে “CMF Phone 2 Pro” সার্চ করুন। তারপর সঠিক মডেল সিলেক্ট করে Add to Cart-এ ক্লিক করুন। Checkout-এর সময় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার অ্যাপ্লাই করতে ভুলবেন না।

পেমেন্ট সম্পন্ন হলে আপনি ২-৫ দিনের মধ্যে আপনার ঠিকানায় ফোনটি পেয়ে যাবেন।

 ₹১৫,০০০-এর নিচে এটি সেরা বাজেট স্মার্টফোন?

এক কথায় বলা যায়— হ্যাঁ। ₹১৪,৪৯৯ মূল্যে এই ফোন যে সব ফিচার দিচ্ছে, তা বাজারের অন্য কোনও ব্র্যান্ড এখন দিচ্ছে না। এর ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, স্ক্রিন কোয়ালিটি এবং সফটওয়্যার — সব মিলিয়ে এটি ফ্লিপকার্ট সেলের অন্যতম সেরা অফার।

যদি আপনি এই উৎসবের মরশুমে একটি নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে CMF Phone 2 Pro আপনার তালিকার শীর্ষে রাখা উচিত।

সতর্কতা: ফোনটি সীমিত স্টকে রয়েছে। অতএব অফার মিস করতে না চাইলে আজই অর্ডার করে ফেলুন।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!