সুখবর! ঘরে বসে ইনকাম, বাসিন্দা ও সুপারিশ সার্টিফিকেট! পঞ্চায়েত কিংবা ব্লক -এখন অনলাইনে – WB Panchayet Certificate Online

WB Panchayet Certificate Online:  রাজ্য সরকারের ডিজিটালাইজেশনের প্রয়াসে সাধারণ নাগরিকরা এখন ঘরে বসেই বিভিন্ন সরকারি পরিষেবা পেতে চলেছেন শুধু হাতে মোবাইল থাকলেই যথেষ্ট।হেক সেটি ইনকাম কিংবা বাসিন্দা অথবা প্রধান সুপারিশ সবকিছুই ঘরে বসে। সেই প্রেক্ষিতে ২০২৫ সালে “Panchayat Certificate Online” প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যার মাধ্যমে আপনি সহজেই ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অনলাইনে আবেদন করতে পারবেন।

আসুন জেনে নিই কিভাবে এই সার্টিফিকেট পেতে হয়, কী কী জানতে লাগবে, আর কতদিনে হাতে পাবেন।

সম্পর্কিত পোস্ট

মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Scheme

কী কী সার্টিফিকেট পাওয়া যায় এই পোর্টালের মাধ্যমে?

আমরা যদিও কমবেশি সকলে জানি যে, পঞ্চায়েত সার্টিফিকেট বলতে মূলত সেই সব সার্টিফিকেট কে বোঝাই যা গ্রামীণ স্তরে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হতো। ২০২৫-এর নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আপনি নিচের বেশ কয়েকটি সার্টিফিকেটগুলোর জন্য আবেদন করতে পারবেন:

  1. আয় শংসাপত্র (Income Certificate)
  2. বাসিন্দা শংসাপত্র (Residential Certificate)
  3. জাতি শংসাপত্র (Caste Certificate)
  4. নাম ভিন্নতা প্রমাণপত্র (Name Discrepancy Certificate)
  5. দূরত্ব শংসাপত্র (Distance Certificate)

কোন কোন কাজে লাগে এই সার্টিফিকেট?

এই সব সার্টিফিকেট বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে বাধ্যতামূলক দরকার হয়ে থাকে, যেমন:

  • স্কুল-কলেজে ভর্তি ও স্কলারশিপ আবেদন করতে গেলে
  • সরকারি চাকরির জন্য আবেদন সময়
  • আবাসন প্রকল্পে অংশগ্রহণ করতে
  • কাস্ট সার্টিফিকেট SC/ST/OBC হিসেবে সুবিধা নিতে গেলে
  • ভোটার আইডি, রেশন কার্ড সংশোধনে করতে
  • লোন নেওয়ার সময় ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়

কী কী নথি লাগবে আবেদন করার জন্য?

আবেদন করার আগে নিচের ডকুমেন্টগুলো স্ক্যান করে প্রস্তুত রাখুন:

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে
  • পরিচয়পত্র: আধার কার্ড / ভোটার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র: রেশন কার্ড / বিদ্যুৎ বিল / জলবিল
  • আয়ের প্রমাণপত্র:
    • BDO কর্তৃক প্রদত্ত ইনকাম সার্টিফিকেট
    • বা অ্যাফিডেভিট লাগতে পারে
  • জাতিগত প্রমাণ: আগের কাস্ট সার্টিফিকেটের কপি (যদি থাকে) থাকতে হবে
  • ফর্ম নম্বর বা আবেদন নম্বর (প্রথমবার না থাকলেও পরবর্তীতে ব্যবহৃত হবে)

কিভাবে অনলাইনে আবেদন করবেন? ধাপে ধাপে নির্দেশনা

১. প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট:
👉 https://wbpanchayat.gov.in
বা Banglar Panchayat পোর্টালে যেতে হবে

২. “Apply Online” বাটনে ক্লিক করতে হবে ।

৩. রেজিস্ট্রেশন করতে হবে 

  • মোবাইল নম্বর দিতে হবে
  • একটি OTP আসবে, তা দিয়ে ভেরিফাই করতে হবে

৪. আবেদন ফর্ম পূরণ করতে হবে :

  • নাম, ঠিকানা, ব্লক, জিপি, জেলা
  • আবেদনকারী ও পরিবারের তথ্য দিতে হবে

৫. ডকুমেন্ট আপলোড করতে হবে :

  • নির্দিষ্ট ফরম্যাটে (PDF/JPG)
  • সাইজ ২MB-র মধ্যে রাখতে হবে

৬. Submit করে আবেদন শেষ হবে।

৭.  এরপী সিস্টেম একটি রেজিস্ট্রেশন নম্বর দেবে, যেটা আপনি ভবিষ্যতে স্ট্যাটাস ট্র্যাক করতে ব্যবহার করবেন।

কিভাবে জানবেন আবেদন অনুমোদিত হয়েছে কি না?

১. Check Application Status-এ যেতে হবে
২. আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে
৩. নিচের স্ট্যাটাসগুলোর একটিতে আপনার ফাইল থাকবে:

  • Pending: যাচাই চলছে
  • Approved: অনুমোদিত হয়েছে
  • Rejected: বাতিল হয়েছে (কারণ উল্লেখ থাকবে)
  • Ready for Download: সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়েছে

কবে হাতে পাবেন সার্টিফিকেট?

সাধারণত, অনলাইন আবেদন করার ৫-৭ কর্মদিবসের মধ্যেই সার্টিফিকেট প্রস্তুত করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে বাড়তি যাচাই প্রয়োজন হলে একটু দেরি হতে পারে।

নিচে কিছু সার্টিফিকেটের প্রাপ্তির সময়:

সার্টিফিকেটসময়সীমা
ইনকাম সার্টিফিকেট১-২ দিন
রেসিডেন্স সার্টিফিকেট৩-৫ দিন
কাস্ট সার্টিফিকেট৫-৭ দিন
নাম সংশোধন৭-১০ দিন

কারা আবেদন করতে পারবেন?

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে
  • যাঁর বয়স ১৮ বছরের বেশি রয়েছে
  • যাঁর বৈধ পরিচয়পত্র রয়েছে
  • যাঁরা শিক্ষাগত, সামাজিক বা আর্থিক কারণে এই সার্টিফিকেটের প্রয়োজন আছে

গুরুত্বপূর্ণ পরামর্শ

  •  আবেদন করার সময় সব তথ্য সততা ও নির্ভুলতার সাথে দিতে হবে
  •  মোবাইল নম্বর ও ইমেল সঠিকভাবে দিতে হবে, কারণ এখানেই আপডেট পাবেন
  • স্ক্যান করা ডকুমেন্ট যেন পরিষ্কার হয়ে থাকে
  •  নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারেন

 ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগিয়ে

পরিশেষে বলা যায় “Banglar Panchayat Certificate Online” প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। এর মাধ্যমে গ্রামীণ থেকে শহুরে—সকল নাগরিকই পাচ্ছেন সমান ডিজিটাল অনলাইন সুবিধা। যেখানে একসময় একটা সার্টিফিকেট তুলতে বহুদিন কেটে যেত, আজ সেটি পাওয়া যাচ্ছে ঘরে বসেই, তাও মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে ।

তাই এটি শুধুমাত্র সময় বাঁচাচ্ছে না, দুর্নীতি ও অপ্রয়োজনীয় ঝামেলা থেকেও মুক্ত করছে সাধারণ নাগরিকদের।আগামিতে আশা করা যায়, আরও বিভিন্ন সার্টিফিকেট এই পোর্টালে যুক্ত হতে পারে, এবং এই পরিষেবার পরিসর আরও বাড়বে পারে।

আরও পড়ুন

প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea

Leave a Comment

error: Content is protected !!