WB OBC Revalidation Update: বর্তমান ডিজিটাল যুগে সরকারি পরিষেবাগুলিকে সহজতর ও মানুষের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছেন। এরই ধারাবাহিকতায় চালু করা হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনলাইন পরিষেবা— OBC-B থেকে OBC-A কাস্ট সার্টিফিকেট পরিবর্তনের সুযোগ এখন ঘরে বসে। আগে যেখানে এই প্রক্রিয়ার জন্য দিনের পর দিন অফিসে দৌড়াদৌড়ি করতে হতো, কিন্তু এখন মাত্র কয়েকটি ক্লিকে ঘরে বসেই সম্পন্ন করা যাচ্ছে নানা আবেদন।
আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে আলোচনা করতে যাচ্ছি কীভাবে আপনি নিজের পুরনো OBC-B সার্টিফিকেটকে পরিবর্তন করে OBC-A সার্টিফিকেট অনলাইনে পেতে পারেন, আর এতে কী কী নথি লাগবে, আবেদনপত্র জমা দেওয়ার পর কী করতে হবে এবং কীভাবে সার্টিফিকেট ডাউনলোড লরা যাবে পুরো প্রক্রিয়া।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeকেন দরকার OBC-A সার্টিফিকেট?
আমরা সকলে জানি OBC (Other Backward Classes) শ্রেণির মধ্যে আবার দুটি ভাগ রয়েছে— OBC-A এবং OBC-B। বিভিন্ন সরকারি চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষিত আসন ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণের জন্য নির্ধারিত বিভাগ অনুযায়ী বৈধ সার্টিফিকেট থাকা অত্যন্ত প্রয়োজন। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বেশ কিছু জাতিকে OBC-B থেকে উন্নীত করে OBC-A বিভাগে স্থানান্তর করেছে। সেক্ষেত্রে আপনার পুরনো OBC-B সার্টিফিকেটটি এখন থেকে কার্যকর নয়। তাই নতুন করে OBC-A সার্টিফিকেট নিতে হবে।
কারা এই পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন?
যারা ইতিমধ্যেই একটি বৈধ OBC-B কাস্ট সার্টিফিকেট পেয়েছেন এবং সরকারের নতুন ঘোষণায় যাদের জাতি এখন OBC-A তে শ্রেণিভুক্ত হয়েছে, তারা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আপনার কাছে অবশ্যই একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অবশ্যই থাকতে হবে।
OBC-B থেকে OBC-A: অনলাইনে কিভাবে আবেদন করবেন?
আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া:
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে প্রবেশ
প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে – https://castcertificatewb.gov.in
ধাপ ২: “Have any digitized cast certificate?” অপশন
এই পোর্টালে ঢোকার পর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে –
“Have any digitized cast certificate?”
এখানে আপনাকে “Yes” অপশনটি নির্বাচন করতে হবে। এবং পরবর্তী ধাপে যেতে হবে
ধাপ ৩: সার্টিফিকেট নম্বর ও জন্মতারিখ প্রদান
এরপর আপনাকে আপনার পুরনো ডিজিটাল OBC-B সার্টিফিকেট নম্বর ও জন্মতারিখ সঠিকভাবে ইন্টার করতে হবে।
ধাপ ৪: স্বয়ংক্রিয় তথ্য পূরণ
আপনার প্রদত্ত তথ্যগুলো যদি সঠিক হয়, তাহলে নিচে আপনার নাম, ঠিকানা, জেলা এবং বিভাগ (OBC-B) স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
এই অবস্থায় আপনার বিভাগটি স্বয়ংক্রিয়ভাবে OBC-B থেকে পরিবর্তিত হয়ে OBC-A হয়ে যাবে।
আবেদন করতে যেসব নথি লাগবে
আবেদন ফর্ম পূরণ করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করতে হবে:
- সাম্প্রতিক আয়ের সার্টিফিকেট (তিন মাসের পুরনো হওয়া চলবে না)
- একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আধার কার্ডের স্ক্যান কপি (SDO অফিসে জমা দেওয়ার সময় লাগবে)
নথিগুলো স্পষ্ট ও PDF বা JPG ফরম্যাটে আপলোড করা করতে হবে।
আবেদন জমা দেওয়া ও পরবর্তী পদক্ষেপ
এই সব তথ্য ঠিকভাবে দিয়ে এবং প্রয়োজনীয় নথি আপলোড করার পর আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদন জমা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি Acknowledgement Slip ও আবেদন ফর্মের কপি ডাউনলোড করতে পারবেন অনলাইন মাধ্যমে।
এরপর কী করবেন?
- প্রথমে আবেদন ফর্মের প্রিন্টআউট ও রসিদ নিন।
- পুরনো OBC-B সার্টিফিকেট, নতুন পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড এবং Acknowledgement Slip সহ SDO অফিসে নির্ধারিত তারিখে গিয়ে সরাসরি নথি যাচাই করাতে হবে।
- এরপর আপনার পুরনো OBC-B সার্টিফিকেটের একটি রঙিন ফটোকপি নিজের কাছে রেখে দিন ভবিষ্যতের জন্য।
নতুন OBC-A সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে?
যদি আপনার সমস্ত নথি সঠিক হয় এবং SDO অফিসে যাচাই-পর্ব সফলভাবে সম্পন্ন হয়ে থাকে, তাহলে সাধারণত ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনি আপনার নতুন ডিজিটাল OBC-A সার্টিফিকেট অনলাইন মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড প্রক্রিয়া দেখুন :
- আবার https://castcertificatewb.gov.in ওয়েবসাইটে যান।
- এরপর “Download Certificate” সেকশন এ যান।
- তারপর আপনার পুরনো সার্টিফিকেট নম্বর ও জন্মতারিখ দিয়ে সার্চ করুন।
- নতুন OBC-A সার্টিফিকেট PDF আকারে ডাউনলোড করুন।
এই সার্টিফিকেটে SDO অফিসারের ডিজিটাল স্বাক্ষর থাকবে এবং এটি অবশ্যই সরকার স্বীকৃত ।।
যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা এখনই এই সুযোগটি গ্রহণ করতে পারেন এবং নিজের OBC বিভাগ হালনাগাদ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন।কেননা বর্তমানে ওবিসি সংক্রান্ত এই কাজ আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আগে থেকেও বেশি উপভোক্তা হয়ে থাকেন কিংবা নতুন করে অফিসে বানাতে চান তাহলে এখনই বিস্তারিত জেনে নিন।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You