WB Free Ambulance Scheme: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে চালু করা হয়েছে জরুরি ভিত্তিতে দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রকল্প — নিশ্চয় তা যান এবং মাতৃযান। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ মাত্র একটি ফোন করলেই পাবেন বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। বিশেষত দুর্ঘটনা, প্রসবকালীন জরুরি অবস্থা বা অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রে এই প্রকল্প জীবনদায়ী হয়ে দাড়াই।
প্রকল্পের সারসংক্ষেপ
প্রকল্পের নাম: নিশ্চয় যান ও মাতৃযান প্রকল্প
শুরু হওয়ার সাল: ২০১১ সাল থেকে
উদ্যোক্তা: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা
মূল উদ্দেশ্য: দুর্ঘটনা ও জরুরি অসুস্থতায় রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং প্রসূতি মায়েদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রদান
পরিষেবা পেতে কল করুন: ১০২ (টোল-ফ্রি হেল্পলাইন)
সুবিধা: সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে
লক্ষ্য গোষ্ঠী: অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত, গর্ভবতী নারী এবং সদ্য মা হওয়া রোগী
নিশ্চয় যান প্রকল্প সম্পর্কে বিস্তারিত
1. এই প্রকল্প কী?
- এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের মধ্যে একটি
- দুর্ঘটনার শিকার, গুরুতর অসুস্থ বা বিশেষ শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে থাকে
- রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানোই এর লক্ষ্য হবে
2. কেন চালু করা হয়েছে?
- দুর্ঘটনার পর অনেক সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর মৃত্যু হয় ঠিক এই কারনে
- সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছাতে বহু মানুষ অসুবিধায় পড়ে থাকেন
- এই সমস্যার সমাধান করতে রাজ্য সরকার ১০২ নম্বর হেল্পলাইন চালু করে এবং গাড়ি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়
3. কীভাবে কাজ করে?
- রোগী বা আত্মীয় ১০২ নম্বরে কল করবে
- লোকেশন যাচাই করে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্স পাঠানো হবে
- গড়ে ১৫-২৫ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছানোর চেষ্টা করবে
4. কী ধরনের অ্যাম্বুলেন্স ব্যবহার হয়?
- Basic Life Support (BLS) অ্যাম্বুলেন্স – সাধারণ অসুস্থতার জন্য ব্যবহার হবে
- Advanced Life Support (ALS) অ্যাম্বুলেন্স – অক্সিজেন, মনিটরিং, জরুরি চিকিৎসা সরঞ্জাম সহ
5. কোন হাসপাতালগুলোতে এই পরিষেবা নেওয়া যায়?
- রাজ্যের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এই পরিষেবা দেওয়া হবে
- বেসরকারি হাসপাতালের জন্য এই পরিষেবা সাধারণত প্রযোজ্য হবে না
মাতৃযান প্রকল্প সম্পর্কে বিস্তারিত
1. এই প্রকল্প কী?
- প্রসূতি মহিলাদের জন্য তৈরি বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা এটি
- সরকারি হাসপাতালে পৌঁছানো এবং সেখান থেকে বাড়ি ফেরার জন্য চালু করা হয়েছে
- শিশুর বয়স ২৮ দিনের মধ্যে চিকিৎসার প্রয়োজন হলেও মাতৃযান পরিষেবা পাওয়া যাবে
2. লক্ষ্য গোষ্ঠী কারা?
- গর্ভবতী মহিলারা পাবেন
- সদ্য মা হওয়া রোগী পাবেন
- সদ্যোজাত শিশুরা পাবেন
3. সুবিধার ধরন
- হাসপাতালে যাওয়ার ও ফেরার জন্য গাড়ি দেওয়া হয়ে থাকে
- গ্রামাঞ্চলের মহিলাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ হবে
- মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে সাহায্য করবে এই প্রকল্প
পরিষেবা পেতে কী করতে হবে?
1. কিভাবে অ্যাম্বুলেন্স ডাকবেন?
- যে কোনও মোবাইল বা ল্যান্ডলাইন থেকে ১০২ নম্বরে কল করতে হয়
- নিজের নাম, ঠিকানা, অবস্থান ও সমস্যার ধরন জানাতে হয়ে থাকে
2. কোন কোন তথ্য দিতে হবে?
- রোগীর অবস্থানের তথ্য
- রোগীর শারীরিক সমস্যা কী
- কোথায় নিয়ে যেতে হবে (সরকারি হাসপাতাল) রোগীকে
- রোগীর মোবাইল নম্বর (ফলোআপের জন্য) দিতে হবে
3. কোন ধরনের রোগীর জন্য সুবিধা পাওয়া যাবে?
- দুর্ঘটনায় আহত হলে
- হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসকষ্ট ইত্যাদির ক্ষেত্রে সুবিধা
- প্রসূতি মায়েদের জন্য প্রসবের আগে ও পরে
- নবজাতকের জরুরি চিকিৎসার জন্য তথ্য
পরিষেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
বিষয় | তথ্য |
---|---|
পরিষেবার নাম | নিশ্চয় যান ও মাতৃযান |
ফোন নম্বর | ১০২ |
পরিষেবার ধরন | বিনামূল্যে অ্যাম্বুলেন্স |
সময়সীমা | ২৪x৭ পরিষেবা |
প্রযোজ্য এলাকা | পশ্চিমবঙ্গের সব জেলা ও ব্লক |
রোগীর খরচ | শূন্য হবে |
কাদের জন্য এই প্রকল্প উপকারী?
- যাঁরা আর্থিকভাবে দুর্বল এবং প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে পারেন না তাদের জন্য
- যাঁরা দূরবর্তী বা দুর্গম অঞ্চলে বসবাস করে থাকেন
- হঠাৎ দুর্ঘটনায় যাঁরা দ্রুত হাসপাতালে পৌঁছাতে চাই
- গর্ভবতী মায়েরা যাঁদের নিয়মিত চেকআপ বা প্রসবের প্রয়োজন হয়
সচরাচর প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্ন: ১০২ নম্বরে কল করলে কি কোনও চার্জ কাটে থাকে?
উত্তর: না, এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং টোল ফ্রি নম্বর।
প্রশ্ন: বেসরকারি হাসপাতালে কি এই পরিষেবা পাওয়া যাবে?
উত্তর: না, এটি কেবল সরকারি হাসপাতালে রোগী পাঠানোর জন্য প্রযোজ্য হবে।
প্রশ্ন: মাতৃযান পরিষেবা কাদের জন্য?
উত্তর: গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া রোগী এবং ২৮ দিনের কম বয়সি শিশুরা এই সুবিধা পেতে পারেন বিনামূল্যে।
প্রশ্ন: পরিষেবা নিতে কোনও কাগজপত্র জমা দিতে হয় কি?
উত্তর: না, শুধুমাত্র ফোন করলেই অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
পশ্চিমবঙ্গ সরকারের ‘নিশ্চয় যান’ ও ‘মাতৃযান’ প্রকল্প শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব সঙ্গে একটি মানবিক উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রত্যেক নাগরিকের চিকিৎসার অধিকারকে নিশ্চিত করতে এই প্রকল্প চালু করলো। শুধু শহর নয়, গ্রামাঞ্চলের সাধারণ মানুষও যেন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেটাই এর লক্ষ্য হবে।
আজ যখন চিকিৎসা খরচ প্রতিনিয়ত বেড়েই চলেছে, তখন এই ধরনের বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্যের দরিদ্র ও অসহায় মানুষদের কাছে একটি আশার আলো হয়ে দাড়িয়েছে। যেকোনও জরুরি অবস্থায় সময় নষ্ট না করে ১০২ নম্বরে কল করতে পারেন এবং দ্রুত নিরাপদে পৌঁছে যান কাছের সরকারি হাসপাতালে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You