রাজ্য ১৭% OBC সংরক্ষণ ফাইনাল করে বিজ্ঞপ্তি জারি, কী বলছে এই দপ্তর দেখুন – WB OBC On SSC Matter

WB OBC On SSC Matter: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মাঝে অবশেষে এসএসসি (SSC) প্রকাশ করেছে নতুন শূন্যপদের লিস্ট।বড় কথা হলো, এই লিস্টে প্রথমবারের মতো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে OBC-A এবং OBC-B শ্রেণিভুক্ত সংরক্ষণের হিসাবও। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে এবার কমিশন ১৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের রূপরেখা প্রকাশ করলো

একদিকে এই ঘোষণায় যেমন পরীক্ষার্থীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে, তেমনই অন্যদিকে নতুন করে আলোচনায় এসেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি অবস্থা ও নীতিগত প্রশ্নও

সম্পর্কিত পোস্ট

রাজ্যে সুফল বাংলা প্রকল্প, কৃষক ও শহরবাসীর জন্য দারুণ সুযোগ - WB Sufal Bangla Scheme

কী বলা হয়েছে SSC-র বিজ্ঞপ্তিতে?

আমরা অনেকে জানি, ২০২৫ সালের ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ৬ সেপ্টেম্বর কমিশন প্রকাশ করল বিশাল শূন্যপদের সংরক্ষণ ভিত্তিক তালিকা।

এই তালিকা অনুযায়ী—

  • নবম-দশম শ্রেণিতে শূন্যপদ: ২৩,২১২টি
  • একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদ: ১২,৫১৪টি
  • মোট শূন্যপদ: ৩৫,৭২৬টি

জানা যায়, এই নিয়োগ তালিকায় বড় পরিবর্তন হল ওবিসি সংরক্ষণ নিয়ে। এবারে OBC-A এবং OBC-B দুই ক্যাটাগরি আলাদা করে উল্লেখ করা হয়েছে বলে উল্লেখ এবং সংরক্ষণের মোট ১৭% ধরা হয়েছে। 

ওবিসি সংরক্ষণ নিয়ে আগে কী সমস্যা ছিল?

এর আগে এসএসসি-র প্রকাশিত একাধিক শূন্যপদ তালিকায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত তথ্য ছিল অত্যন্ত অস্পষ্ট ছিল।

  1. এর আগে কোথাও OBC-A ও OBC-B আলাদা করে দেখানো হয়নি
  2. আবার কোথাও সংরক্ষণের মোট হারই উল্লিখিত ছিল না
  3. এদিকে অনেক প্রার্থীই অভিযোগ করেছিলেন যে তালিকা দেখে সংরক্ষণের হিসাব বোঝা যাচ্ছিল না

এইসব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি মামলার প্রেক্ষিতে ওবিসি সংরক্ষণে স্থগিতাদেশ জারি করে দেয়। তবে সেই স্থগিতাদেশের মধ্যেই এবার কমিশন জানিয়ে দিল, নতুন শূন্যপদ নির্ধারণে ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ আপাতত মানা হচ্ছে এবং সমস্ত ক্যাটাগরি এবার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে?

আসুন এবার বিষয়ের ভিত্তিতে বিশ্লেষণ করে দেখি কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষক নিয়োগ হতে চলেছে।

নবম-দশম শ্রেণির বিষয়ভিত্তিক শূন্যপদ:

বিষয়শূন্যপদ সংখ্যা
ভৌত বিজ্ঞান৪৩৪৭
গণিত৩৯২২
জীবনবিজ্ঞান৩৯১১
ইংরেজি৩৩৩৬
বাংলা৩০২৪
ইতিহাস২১৪৯
ভূগোল১৮৪০

এই তালিকা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজ্ঞান ও গণিত বিভাগে শূন্যপদ সবচেয়ে বেশি আছে। এতে স্পষ্ট যে STEM শিক্ষকদের চাহিদা এখন তুঙ্গে রয়েছে

একাদশ-দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক শূন্যপদ:

বিষয়শূন্যপদ সংখ্যা
রাষ্ট্রবিজ্ঞান১৩৭৩
রসায়ন১১৯৪
এডুকেশন১১৪৭
জীববিজ্ঞান৯১৯
পদার্থবিজ্ঞান৮৮১
গণিত৭৮৫
ইংরেজি৫৯৪
ইতিহাস৫৭২
অর্থনীতি৫০৬
বাংলা৩৯০

একাদশ-দ্বাদশ পর্যায়ে সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের বিষয়গুলোতেও ভালো পরিমাণে শূন্যপদ দেখা যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ও রসায়নে সবচেয়ে বেশি শূন্যপদ আছে।

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের প্রভাব

ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। এর মানে, ওবিসি প্রার্থীদের সংরক্ষণ সংক্রান্ত ফাইনাল সিদ্ধান্ত এখনো বিচারাধীন রয়েছে।

তবে রাজ্য সরকার ও এসএসসি-র যুক্তি অনুযায়ী, সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে এবং এমনকি নীতিগতভাবে ১৭% সংরক্ষণ বহাল রাখা হয়েছে। এরফলে ভবিষ্যতে যদি আদালত এই সংরক্ষণ বৈধ বলে থাকে, তবে নিয়োগে সমস্যা হবে না।

একইসঙ্গে, আদালত যদি সংরক্ষণ বাতিল করে দেয়, তাহলে নিয়োগে পরিবর্তন আনা হতে পারে বলে উল্লেখ।

নিয়োগ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিক

তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র তথ্য নয়, একটি বড় সুযোগ বটে। বহুদিন ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল বিভিন্ন মামলার কারণে। এখন সেই স্থবিরতা ভাঙতে শুরু করেছে।

যেসব প্রার্থী ইতিমধ্যেই ফর্ম ফিলাপ করেছেন বা প্রস্তুতি নিয়েছেন , তাঁদের জন্য এই তালিকা বিশেষভাবে উপযোগী হতে চলেছে –

  1. এর ফলে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়ার দিশা স্পষ্ট হয়েছে
  2. সংরক্ষণের স্ট্যাটাস জেনে নিজেদের কোটার অবস্থান বোঝা যাচ্ছে
  3. শূন্যপদ দেখে প্রতিযোগিতা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে 

নিয়োগ পরীক্ষার তারিখ

SSC জানিয়েছে যে:

  • নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষা: ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ
  • একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা: ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ

প্রার্থীদের Admit Card ডাউনলোডের তারিখ এবং বিস্তারিত নির্দেশনা SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে ।

আগে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক

এর আগে ৩০ আগস্ট এসএসসি একটি তালিকা প্রকাশ করেছিল যাতে ‘দাগি’ বা অযোগ্য প্রার্থীদের নাম ছিল।

  • অভিযোগ উঠেছিল দুর্নীতি ও অবৈধভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের নাম সেই তালিকায় পাওয়া আছে
  • তাই সেই তালিকার পরেই SSC দ্রুত নতুন তালিকা প্রকাশ করে, যাতে যোগ্য ও বৈধ প্রার্থীদের জন্য নিয়োগের সুযোগ তৈরি হয়

এই প্রেক্ষাপটেই এবারের শূন্যপদের তালিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

SSC-র পদক্ষেপ: একটি ইতিবাচক ইঙ্গিত?

এদিকে SSC বা West Bengal School Service Commission অতীতে একাধিকবার নিয়োগে বিলম্ব, দুর্নীতি ও অস্পষ্ট নীতির কারণে সমালোচনার মুখে পড়েছে। তবে এবারের পদক্ষেপ বেশ কয়েকটি দিক থেকে ইতিবাচক হতে পারে:

  • পরিষ্কার ক্যাটাগরি বিভাজন আছে (UR, SC, ST, OBC-A, OBC-B)
  • পর্যাপ্ত শূন্যপদ প্রকাশ করেছে 
  • নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা হয়েছে 

এসবই নির্দেশ করে যে এবার কমিশন আগের থেকে অনেক বেশি স্বচ্ছ ও সময়ানুবর্তী নিয়োগ প্রক্রিয়া চালাতে উদ্যোগী হয়েছে

পরবর্তী ধাপ কী?

পরীক্ষা শেষ হলে SSC Answer Key প্রকাশ করবে। তারপরে:

  1. প্রাথমিক ফলাফল প্রকাশ করা
  2. ইন্টারভিউ / পার্সোনালিটি টেস্ট (প্রযোজ্য হলে)
  3. ফাইনাল মেধা তালিকা প্রকাশ করা 
  4. নিয়োগপত্র প্রদান করা

এসব ধাপে কোনও ধরনের আইনি জট না তৈরি হলে ২০২৫ সালের শেষের দিকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে ।

অবশেষে রাজ্যে বহু প্রার্থী বছরের পর বছর ধরে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন তাদের জন্য ভালো খবর। আদালতের স্থগিতাদেশ, দুর্নীতি, তালিকা বাতিল—এইসবের মধ্যে দিয়ে গিয়েও অবশেষে এসএসসি একটি সুসংগঠিত নিয়োগ তালিকা প্রকাশ করেছে, যেখানে ওবিসি সংরক্ষণ থেকে শুরু করে বিষয়ের নিরিখে স্পষ্ট শূন্যপদ সংখ্যা পর্যন্ত উল্লেখ করা আছে।

একদিকে এই তালিকা যেমন নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে, তেমনই চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি শেষ সুযোগ হতে পারে—যা কাজে লাগাতে হলে এখন থেকেই সঠিক প্রস্তুতিতে মন দেওয়া উচিত ।

বিশেষ দ্রষ্টব্য: এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট SSC-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.westbengalssc.com থেকে দেখে নিন।

📢 Join Our Official Channels

Join WhatsApp Channel Join Telegram Channel

আরও পড়ুন

OBC নিয়ে নয়া মোড়! সুপ্রিম কোর্টের দোরগোড়ায় ঐতিহাসিক পদক্ষেপ! রইল বিস্তারিত - WB OBC Case Latest Update

Leave a Comment

error: Content is protected !!