Aadhaar Link Sim Card: আজকের দিনে আধার কার্ড ছাড়া সরকারি-বেসরকারি সব পরিষেবাই অসম্ভব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বাড়ি ভাড়া নেওয়া কিংবা নতুন সিমকার্ড নেওয়া বা ভোটার কার্ড সংশোধন সহ আরও বহু কাজে — সর্বত্র আধার বাধ্যতামূলক করা হয়েছে। কারণ একটাই — এই কার্ডে সংরক্ষিত রয়েছে আপনার বায়োমেট্রিক ও ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা এক ক্লিকে যাচাই করা সম্ভব হয়েছে।
আধার-সংশ্লিষ্ট জালিয়াতি বাড়ছে, সতর্ক হোন
যদিও আমাদোর দেশে আধার কার্ড একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচয়পত্র, তবু এর অপব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। কিছু অসাধু ব্যক্তি বা দোকানদার আপনার অজান্তে আপনার আধার তথ্য ব্যবহার করে অন্য কাউকে সিমকার্ড ইস্যু করছে। আর সেই সিম ব্যবহার করে যদি অপরাধমূলক কাজ হয়ে থাকল, তাহলে আইনের চোখে আপনি হয়ে উঠবেন একজন প্রাথমিক ভাবে অপরাধী।
সম্পর্কিত পোস্ট
মমতা দিচ্ছে কন্যা বিবাহের জন্য 25,000 টাকা! শুধু এই কাজ করলে কেল্লাফতে - WB Govt Schemeআধার সংযুক্ত সিমকার্ড আপনার জন্য হুমকি?
বর্তমানল অনেকেই জানেন না, যে কত মোবাইল সিমকার্ড তাঁদের নামে ইস্যু হয়েছে, তার সবকটিই তাঁরা ব্যবহার করছেন কিনা। হয়তো দোকানে একবার বায়োমেট্রিক দিয়েছিলেন একটি সিমের জন্য, কিন্তু সেই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে দোকানদার প্রচুর সিম ইস্যু করে নিয়েছে। এর ফলে, অজান্তেই আপনি হয়ে যাচ্ছেন অনেক অপরাধের ‘নামী মালিক’!
আধার থেকে কতটি সিম অ্যাকটিভ রয়েছে বুঝবেন কীভাবে?
এবার আপনার আধার নম্বরের সাহায্যে কতগুলি মোবাইল সিম ইস্যু হয়েছে — তা জানার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ ওয়েবসাইট চালু করে দিয়েছে। এর নাম TAFCOP – Telecom Analytics for Fraud Management & Consumer Protection।
TAFCOP পোর্টাল কী?
জানিয়ে রাখি TAFCOP (https://tafcop.sancharsaathi.gov.in) হলো এক সরকারি ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন আপনার আধার নম্বর ব্যবহার করে আপানর নামে কতটি মোবাইল নম্বর অ্যাকটিভ রয়েছে। এই পোর্টাল মূলত জালিয়াতি রোধ করতেই তৈরি করা হয়েছে।
TAFCOP ওয়েবসাইটে কীভাবে চেক করবেন আপনার নামে কয়টি সিমকার্ড আছে?
- এর জন্য প্রথমে ফোনে বা কম্পিউটারে ব্রাউজার খুলতে হবে tafcop.sancharsaathi.gov.in ওয়েবসাইটে।
- ওয়েবসাইট খুলে গেলে সেখানে প্রথমেই “Know Your Mobile Connections” অপশন দেখতে পেয়ে যাবেন।
- সেখানে গিয়ে আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে (যেটি আধারের সঙ্গে সংযুক্ত) এবং ক্যাপচা কোড দিতে হবে।
- এরপর আপনার নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর আপনি দেখতে পাবেন, আপনার আধার নম্বর দিয়ে কয়টি মোবাইল সিম ইস্যু হয়েছে।
- যে নম্বরগুলো আপনি ব্যবহার করছেন না বা চিনছেন না, সেগুলিকে সিলেক্ট করে “Report” বাটনে ক্লিক করে রিপোর্ট করতে পারেন।
কোন ধরনের বিপদ হতে পারে অচেনা সিমের কারণে?
আপনার নামে জালিয়াতি করে ইস্যু হওয়া সিমকার্ড যদি কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়ে থাকে — যেমন:
- ব্যাংক প্রতারণা কাজে
- সাইবার ক্রাইম কাজে
- মাদক বা সন্ত্রাসমূলক কাজ
- ফেক কল বা হুমকি ফোন কলে
তাহলে পুলিশ তদন্তের সময় আপনার নামেই FIR রেজিস্টার হতে পারে। প্রমাণ না থাকলে আপনাকেই আটক করা হতে পারে বা আদালতের চক্কর কাটতে হবে।
কারা বেশি ঝুঁকিতে আছেন?
- সিনিয়র সিটিজেন যাঁরা দোকানে গিয়ে সিম কিনে থাকেন
- গ্রামীণ অঞ্চলের মানুষ যারা তথ্য প্রযুক্তিতে দুর্বল রয়েছে
- যাঁরা তাদের আধার কার্ড অনেক জায়গায় অনায়াসে শেয়ার করে থাকেন
- ফ্রি সিমের অফারে আকৃষ্ট হয়ে বায়োমেট্রিক দিয়ে থাকেন
আপনার সুরক্ষার জন্য করণীয়
১. কখনও কোনো সময় আপনার আধার কার্ড বা বায়োমেট্রিক তথ্য অপরিচিত কাউকে দেবেন না
২. শুধুমাত্র অনুমোদিত সিম বিক্রেতা বা কোম্পানির সেন্টার থেকে সিম কিনতে যাবেন
৩. TAFCOP ওয়েবসাইটে নিয়মিত চেক করতে হবে আপনার নামে কয়টি সিম অ্যাকটিভ
৪. অজানা সিমের জন্য রিপোর্ট করতে হবে
৫. পুলিশ বা DOT অফিসে অভিযোগ জানান, যদি আপনার অনুমতি ছাড়া সিম ইস্যু হয়
TAFCOP ছাড়াও আর কীভাবে সাহায্য পেতে পারেন?
- ডিপার্টমেন্ট অফ টেলিকম (DoT)-এর সাহায্য হেল্পলাইন: 1800-11-0420
- নজর রাখতে হবে আপনার আধার ব্যবহারকারী হস্টোরির উপর, uidai.gov.in থেকে লগইন করে “Aadhaar Authentication History” দেখে নিতে পারেন।
আধার তথ্য ফাঁস হলে কী করবেন?
- UIDAI হেল্পলাইন: 1947 যোগাযোগ করতে পারেন
- Aadhaar Lock/Unlock ফিচার ব্যবহার করতে পারেন — এর মাধ্যমে আপনি আপনার বায়োমেট্রিক তথ্য সাময়িকভাবে লক করে রাখতে পারেন।
- মোবাইল OTP প্রমাণ ছাড়া কেউ আপনার আধার ব্যবহার করতে পারবে না — নিশ্চিত করতে হবে আপনার আধার OTP-ভিত্তিক অটেনটিকেশনেই চলছে।
মোবাইল সিম কিনতে গেলে সাবধানতা
- নিজের নাম, ছবি, ঠিকানা এবং সঠিক আধার নম্বর যাচাই করতে হবে ।
- দোকানদারের দেওয়া ফর্ম ভালো করে চেক করতে হবে
- SMS-এ যে নম্বর ইস্যু হয়েছে তা যাচাই করে নিতে হবে ।
- সিম একটিভ হলে আপনার কাছে SMS আসা উচিত — সেটি না এলে নিশ্চিত হতে হবে ।
আমাদের দেশে আধার কার্ড একটি শক্তিশালী পরিচয়পত্র হলেও তার ভুল ব্যবহারে আপনি ফেঁসে যেতে পারেন বড়সড় বিপদে। আপনার অজান্তে যদি আপনার নামে প্রচুর সিমকার্ড ইস্যু হয়ে যায়, এবং তা অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আপনি আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। তাই এখনই সাবধান হয়ে যান, TAFCOP ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরগুলো যাচাই করে নিন। অজানা নম্বর থাকলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করে নিবেন।
আরও পড়ুন
প্যান কার্ড থাকলেই 5 লাখ তাৎক্ষণিক লোন! ঘরে বসে নিয়ে ফেলুন সুযোগ - Pan Card Instant Loan Idea
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You