OBC,SC,ST নয়! জেনারেল থেকে সংরক্ষণ দিচ্ছে সরকার, সবক্ষেত্রে ১০% সংরক্ষণ সুবিধা, এখনই আবেদন করুন – WB New EWS Certificate

WB New EWS Certificate: এতদিন ধরে পশ্চিমবঙ্গের সংরক্ষণ মানে ওবিসি,এসসি,এসটি এবং পিএইচ কে বুঝতাম। কিন্তু এখন তা আর নয়। এর সঙ্গে নতুন এক সংরক্ষণ জাতি যুক্ত করা হচ্ছে। আর এই নতুন সংরক্ষণের সুবিধা পাচ্ছেন কেবল জেনারেল ক্যাটাগরি থেকে। এবার জেনারেল থেকে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য নতুন কার্স্ট সার্টিফিকেট জারি করছে সরকার। একদিকে যেমন জেনারেল ক্যাটাগরির কিছু সাধারণ মানুষ সংরক্ষণের অভাবে দিনে দিনে পিছিয়ে পড়ছিলেন এবার তাদের জন্য সরকারের তরফে বড় পদক্ষেপ।

যেহেতু ওবিসি এসসি এবং এসটি থেকে ইতিমধ্যে অনেকেই সংরক্ষণের অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু জেনারেল থেকে এমন কিছু পরিবার রয়েছে যারা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে তবুও কিন্তু তারা সংরক্ষণের আওতায় ছিল না। এবার সেই সমস্ত পরিবারের জন্য যারা আর্থিক দিক থেকে পিছিয়ে কিন্তু জেনারেল ক্যাটাগরির আওতায় আসে তাদের জন্য নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এদের মূলত বলা হয়ে থাকে EWS ক্যাটাগরি। সব থেকে বড় কথা হল এদের জন্য ১০% অতিরিক্ত সংরক্ষণ দেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

OBC,SC,ST থাকলে ৪৮,০০০ পর্যন্ত স্কলারশিপ! স্কুল কলেজ সকলের পড়ুয়া জন্য দারুণ সুযোগ - Oasis OBC Scholarship 2026

জেনেনিন EWS সার্টিফিকেট কী?

EWS বা Economically Weaker Section হল আমাদের দেশের এমন একটি শ্রেণি যাদের আয় এবং সম্পত্তি নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে কিন্তু তারা কোনো সংরক্ষিত (SC/ST/OBC) শ্রেণিভুক্ত নেই। তাদের জন্য ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার ১০% সংরক্ষণ বরাদ্দ করেছে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে চলেছে।

EWS সার্টিফিকেট হল সেই প্রমাণপত্র যা দেখিয়ে একজন আবেদনকারী দাবি করতে পারেন যে তিনি EWS ক্যাটাগরির অন্তর্ভুক্ত আছেন এবং সংরক্ষণের জন্য যোগ্য হবেন।

পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য নতুন নির্দেশিকা কী?

অনেকেই জানি, ২০২৫ সালের জুলাই মাসে, পশ্চিমবঙ্গ সরকার EWS সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এর মূল পয়েন্টগুলো হল:

  • আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হবে
  • অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে আবেদন করার সুযোগ থাকবে
  • সংশ্লিষ্ট জেলা শাসক ও মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে যোগ্য প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে
  • আবেদন যাচাই করার জন্য পুঙ্খানুপুঙ্খ যাচাই ও প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে

EWS সার্টিফিকেটের জন্য যোগ্যতা কী লাগবে(Eligibility)

যে কোনো আবেদনকারী EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন যদি তারা নিচের সমস্ত শর্ত পূরণ করে  :

১. সামাজিক শ্রেণি:

  • আবেদনকারী SC/ST/OBC না হয়ে সাধারণ (GEN) শ্রেণির মধ্যে হতে হয়।

২. পারিবারিক বার্ষিক আয়:

  • অবশ্যই আবেদনকারীর পরিবারিক মোট বার্ষিক আয় ₹৮ লাখ বা তার কম হতে হবে।
  • এই আয়ের মধ্যে সকল উৎস যেমন – চাকরি, ব্যবসা, কৃষি, পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত হবে।

৩. সম্পত্তির মাপকাঠি:

আবেদনকারী বা তাঁর পরিবার নিচের সম্পত্তির সীমার মধ্যে থাকা দরকার :

  • ৫ একরের কম কৃষিজমি থাকা
  • ১০০০ স্কোয়ার ফিট-এর কম বাসযোগ্য ফ্ল্যাট থাকা
  • ১০০ গজ-এর কম আবাসিক প্লট (নগর এলাকায়) থাকা
  • ২০০ গজ-এর কম আবাসিক প্লট (গ্রামীণ এলাকায়) থাকা

আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট

EWS সার্টিফিকেট পাওয়ার জন্য নিচের ডকুমেন্টগুলির প্রয়োজন আছে:

  1. আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে 
  2. ভোটার কার্ড থাকতে হবে 
  3. আয়ের শংসাপত্র (Income Certificate) – BDO/SDO কর্তৃক প্রদত্ত
  4. পরিবারের আয় সংক্রান্ত ঘোষণা পত্র দিতে হবে 
  5. জমির নথিপত্র (Property Certificate) – যেমন LR Record, Mutation, Tax Receipt
  6. বাসিন্দা শংসাপত্র (Domicile Certificate)
  7. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে 
  8. রেশন কার্ড (যদি থাকে)

অফলাইনে আবেদন পদ্ধতি

১. আপনার এলাকার BDO অফিস / SDO অফিস / মহকুমা প্রশাসকের দপ্তরে যেতে হবে
২. EWS সার্টিফিকেটের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে
৩. আবেদনপত্র ভালোভাবে পূরণ করে, প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে
৪.এরকর আবেদন যাচাইয়ের পরে, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হবে

অনলাইনে আবেদন প্রক্রিয়া

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে (https://castcertificatewb.gov.in) EWS সার্টিফিকেটের জন্য আবেদন করার সুযোগ দিচ্ছে।

পদ্ধতি:

১. ওয়েবসাইটে গিয়ে “New Application” এ ক্লিক করতে হবে
২. প্রয়োজনীয় তথ্য যেমন – নাম, ঠিকানা, আধার নম্বর ইত্যাদি দিতে হবে
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
4. আবেদন সাবমিট করুন ও রিসিপ্ট সংগ্রহ করতে হবে
৫. যাচাইয়ের পর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন

কবে নাগাদ EWS সার্টিফিকেট পাওয়া যাবে?

সাধারণত সমস্ত কাগজ ঠিকঠাক থাকলে আবেদন করার ৭-১৫ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট পাওয়া সম্ভব। তবে কিছু ক্ষেত্রে যদি যাচাইয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে সময় বাড়তে পারে।

কেন EWS সার্টিফিকেট গুরুত্বপূর্ণ?

  1. সরকারি চাকরি: ১০% সংরক্ষণ সুবিধা পাবেন
  2. মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/সরকারি কলেজ ভর্তি: EWS ক্যাটাগরির আসনে ভর্তি নেওয়া যাবে
  3. PSC, SSC, UPSC, Railway, Bank ইত্যাদি পরীক্ষায় সংরক্ষিত সুযোগ পাবেন
  4. মেধা ও দরিদ্রতার ভিত্তিতে সমান সুযোগ পাওয়ার অধিকার থাকবে

সাম্প্রতিক আইনি পরিস্থিতি

আমরা সকলে জানি, বর্তমানে OBC সংরক্ষণ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যার প্রভাব EWS সার্টিফিকেট সংক্রান্ত নিয়োগেও পড়তে পারে বলে জানা যায়। এই বিষয়ে রাজ্য সরকার অবশ্যই নজর রাখছে, এবং মামলার নিষ্পত্তির পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ টিপস

  1. আবেদন করার আগে আপনার আয় ও সম্পত্তির পরিমাণ ভালোভাবে যাচাই করতে হবে
  2. মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হবে
  3. যেকোনো সমস্যায় স্থানীয় BDO/SDO অফিসে যোগাযোগ করতে হবে
  4. অনলাইনে আবেদন করলে acknowledgment নম্বর সংরক্ষণ করতে হবে
  5. আপনার সার্টিফিকেটের কপি শিক্ষাপ্রতিষ্ঠান বা চাকরির আবেদনের সাথে যুক্ত করতে

পরিশেষে বলাই বাহুল্য যে, যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকেই সংরক্ষণ থেকে বঞ্চিত ছিল অবশেষে তারা সুযোগ পেতে চলেছে। যদি আপনি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকেন এবং এতদিন ধরে বঞ্চিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ১০% সারাক্ষণ সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এবং শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পাশাপাশি সরকারি প্রকল্পে সুবিধা পেতে পারেন। যদি আপনি দীর্ঘদিন ধরে সংরক্ষণের অপেক্ষায় থাকেন এবং আপনার পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট হয়ে থাকে তাহলে আপনার জন্য এটি সেরা সুযোগ হতে চলেছে।

আরও পড়ুন

Krishak Bandhu নিয়ে সুসংবাদ! শুরু হল ফের একাউন্টে টাকা ক্রেডিট প্রক্রিয়া, দেখুন বিস্তারিত - WB Krishak Bandhu Scheme Update

Leave a Comment