Oasis Scholarship 2025: রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীদের উপর বিশেষ নজর দিতে চলেছে। তাইতো সরকার কর্তৃক এবার নতুন করে এমন স্কলারশিপ জারি করা হয়েছে যার মাধ্যমে আপনি প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। যদি আপনি একজন মেধাবী অথচ আর্থিক দিক থেকে অসচ্ছল পরিবার থেকে হয়ে থাকেন তাহলে এই সুযোগ কেবল আপনারই জন্য। এখানে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন যদি যোগ্যতার ফুলফিল করে থাকেন।
বিশেষ করে ভারত সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরণের সহায়তা ও বৃত্তিমূলক নানা প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো Oasis Scholarship 2025। এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আর্থিক সাহায্য পাবেন।বড় কথা হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা হাজার হাজার শিক্ষার্থীর জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে।
সম্পর্কিত পোস্ট
Adani Electric Cycle 2025: মাত্র ₹599-এ বুকিং, ২০০ কিমি রেঞ্জের বাজেট-ফ্রেন্ডলি পরিবহন সমাধানএই স্কলারশিপের উদ্দেশ্য
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—
- সামাজিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করা
- উচ্চশিক্ষায় নাম লেখাতে আগ্রহী অথচ অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের সুযোগ তৈরি করে দেওয়া
- এর মাধ্যমে শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধি করা
স্কলারশিপের ইতিহাস
এই স্কলারশিপ প্রকল্পটি প্রথম চালু হয়েছিল ২০০৭-৮ সালে। তখন থেকেই এটি সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রক (Department of Social Justice and Empowerment) এর অধীনে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত হচ্ছেন।
২০২৫ সালের আপডেট
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমস্ত যোগ্য SC, ST এবং OBC শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখের আগে অনলাইনে ফর্ম সম্পন্ন করতে হবে।
আর্থিক সুবিধা
এই প্রকল্পের আওতায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ প্রায় ৫০ হাজার পর্যন্ত অর্থ সহায়তা পেতে পারেন। এই অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে এবং তা ব্যবহার করা যায়—
- কলেজ ফি
- হোস্টেল ফি বাবদ
- স্টাডি ম্যাটেরিয়াল ও বইপত্র
- যাতায়াত খরচ ইত্যাদির জন্য
যোগ্যতার মানদণ্ড
১. জাতিগত যোগ্যতা কি
- আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে
- কেবলমাত্র SC, ST বা OBC শ্রেণীর শিক্ষার্থীরাই আবেদন জানাতে পারবেন
২. শিক্ষাগত যোগ্যতা
- সরকারি বা সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে
- শেষ পরীক্ষায় প্রথম বিভাগ (First Division) পেতে হবে
৩. পরিবারের আয়ের সীমা
- পরিবারে কেউ সরকারি চাকরিতে থাকে তাহলে আবেদন করা যাবে না
- পরিবারের বার্ষিক আয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকতে হয়
প্রয়োজনীয় কাগজপত্র
- জাতিগত শংসাপত্র (Caste Certificate)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Marksheet)
- ভর্তি প্রমাণপত্র (Admission Proof)
- আধার কার্ড বা ভোটার আইডি
- ব্যাংক পাসবুকের কপি
- পাসপোর্ট সাইজ ছবি
অনলাইন আবেদন প্রক্রিয়া
ধাপ ১: সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
প্রথমে ব্রাউজারে গিয়ে সরকারি স্কলারশিপ পোর্টাল https://oasis.gov.in/ ভিজিট করুন ।
ধাপ ২: রেজিস্ট্রেশন
- ‘Student Registration’ অপশনে ক্লিক করে ফেলুন
- রাজ্য, জেলা, ব্লক এবং শিক্ষার ধাপ (School/College) সিলেক্ট করে দিন
ধাপ ৩: ফর্ম পূরণ
- এরপর আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য ও যোগাযোগের ঠিকানা সঠিকভাবে পূরণ করে ফেলুন
ধাপ ৪: ডকুমেন্ট আপলোড
- নির্ধারিত ফরম্যাটে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে যা চাওয়া হয়েছে
ধাপ ৫: রিভিউ ও সাবমিট
- সমস্ত তথ্য পুনরায় যাচাই করে দেখেনিন
- শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন
আবেদন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- নাম ও জন্মতারিখ অবশ্যই শিক্ষাগত নথির সঙ্গে মিলতে হবে
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে
- ডকুমেন্ট স্ক্যান স্পষ্ট ও পরিষ্কার হতে হবে
- সময়সীমার আগে আবেদন সম্পন্ন করতে হবে
নির্বাচনের প্রক্রিয়া
- আবেদন যাচাই হবে স্থানীয় প্রতিষ্ঠান ও জেলা পর্যায় থেকে
- সঠিক তথ্য ও যোগ্যতা প্রমাণিত হলে আবেদন অনুমোদিত হয়ে যাবে
- অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে
স্কলারশিপের সুফল
- পড়াশোনার খরচ বহনে সহায়তা করবে
- আর্থিক চাপ কমাবে
- উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধি করবে
- সামাজিক সমতা বজায় রাখতে সহায়তা করবে
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: এই স্কলারশিপ কি প্রাইভেট কলেজে পড়াশোনা করলেও পাওয়া যাবে কি?
উত্তর: হ্যাঁ, যদি কলেজটি সরকার স্বীকৃত হয়ে থাকে ।
প্রশ্ন: আবেদন করার জন্য কোন পরীক্ষার ফল প্রয়োজন আছে কিনা?
উত্তর: শেষ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
প্রশ্ন: অর্থ কিভাবে প্রদান করা হয়ে থাকে ?
উত্তর: সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে।
পরিশেষে বলা যায়, Oasis Scholarship 2025 শুধু আর্থিক সহায়তার মাধ্যম নয়, বরং এটি একটি সুযোগ যাতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারেন তাদের ভবিষ্যৎ টার্গেটে। যোগ্য প্রার্থীদের উচিত সময়মতো অনলাইনে আবেদন করা, যাতে তারা পড়াশোনায় বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন সহজে এই অর্থ সহায়তার মাধ্যমে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You