দেশের দড়িদ্র এবং পিছিয়ে পড়া মহিলাদের পুনরায় ভারত সরকার এলপিজি গ্যাস কানেকশন প্রদান করতে চলেছে। যার ফলে দেশের প্রায় ২৫ লক্ষ্য মহিলারা উপকৃত হবেন। ২০১৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ১.০ শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দরিদ্র পরিবারের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা স্বাস্থ্য, পরিবেশ এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ (Ujjwala Yojana 3.0) শুরু হতে চলেছে যার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন পেয়ে যাবেন। তাই যে সমস্ত মহিলারা এলপিজি গ্যাস কানেকশন পেতে চান তারা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
আজকের প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ সম্পর্কীত যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
সম্পর্কিত পোস্ট
কন্যা সন্তান থাকলে এককালীন ৫০ হাজার, সঙ্গে বছরে ১ হাজার অনুদান - WB Govt Helpful Schemeপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) হলো ভারতের কেন্দ্র সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প। এই যোজনার উদ্দেশ্য হলো গ্রামীণ ও দরিদ্র পরিবারের মহিলাদের ধোঁয়াবিহীন রান্নার সুবিধা দেওয়া, যাতে তারা কাঠ, গোবর বা কয়লার বদলে এলপিজি গ্যাস ব্যবহার করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়া হয়। গ্যাস সংযোগটি সাধারণত পরিবারের মহিলার নামে দেওয়া হয়। রান্নার ধোঁয়া কমিয়ে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এই প্রকল্প পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। যার ফলে সময় ও পরিশ্রম বাঁচে কাঠ জোগাড়ের ঝামেলা কমে।
আবেদন পদ্ধতি:
অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী মহিলাদের নিকটবর্তী কোনও গ্যাস এজেন্সিতে গিয়ে আবেদন ফর্ম জমা দিতে হবে। আর অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অথবা কমন সার্ভিস সেন্টারের সাহায্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
অনলাইন আবেদন পদ্ধতি:
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে‘Online Application’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম মধ্যে আবেদন কারির আধার নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে। সমস্ত তথ্য প্রদান করে মোবাইলে আসা ওটিপি যাচাই করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (PMUY) আবেদন করতে সাধারণত নিচের প্রয়োজনীয় নথিপত্র লাগে-
১. আবেদনকারীর পরিবারের মহিলা সদস্যের আধার কার্ড।
২. আবেদন কারির পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি অথবা আধার কার্ড (যেকোনো একটি) প্রমাণপত্র।
৩. আবেদন কারির সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৪. ঠিকানার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি।
৫. রেশন কার্ড (বিপিএল) এবং যোগ্যতার প্রমাণপত্র।
৬. আবেদন কারি মহিলা তপশিলি জাতি এবং উপজাতির হলে সংশ্লিষ্ট শ্রেণির সার্টিফিকেট (SC/ST/OBC)।
৭. আবেদন কারির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ব্যাংক পাসবুকের কপি।
ভারত সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পটি সুষ্ঠুভাবে চালনা করার জন্য দেশের প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। উজ্জ্বলা যোজনা নিয়ে কোনো রকম সমস্যা হলেই বা অভিযোগ থাকলে যোগাযোগ করা যাবে জেলায় নোডাল অফিসারদের সাথে। তারা আবেদন কারির দ্রুত সমস্যার সমাধান করবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে আপনারা ভারত সরকারের প্রদত্ত উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You










